ইলামবাজার, 17 ফেব্রুয়ারি : একদিন বাদামের বিক্রিবাটা বাড়াতে গান বেঁধেছিলেন ৷ এখন সেই গানেই কোমর দোলাচ্ছেন দেশ থেকে বিদেশের মানুষ ৷ কাঁচা বাদাম গানের বিপুল জনপ্রিয়তার পর 'সেলিব্রিটি' ভুবন বাদ্যকর (Bhuban Badyakar) জানিয়ে দিলেন, "আর বাদাম বেচব না ৷"
পরিষ্কার ফিটফাট পোশাক ৷ শার্টের উপর জ্যাকেট আর মাথায় কালো হ্যাট ৷ একগাল হাসি নিয়ে আজ ইলামবাজারে একটি মিউজিক সংস্থার তরফে সংবর্ধনা গ্রহণ করলেন ভুবন ৷ অনুষ্ঠানের পর যুবক, যুবতি, কচিকাঁচাদের সেলফি তোলার হিড়িক ৷ সংবাদমাধ্যমের ভিড় ৷ 'কাঁচা বাদাম' গানের অপার জনপ্রিয়তা জীবন বদলে দিয়েছে বীরভূমের দুবরাজপুরের বাদাম বিক্রেতা ভুবন বাদ্যকরের ৷ আর কি বাদাম বিক্রি করবেন ? সাংবাদিকের প্রশ্নে 'বাদাম কাকু' ভুবন বলছেন, "আমি এখন সেলিব্রিটি ৷ আর সেলিব্রিটিরা বাদাম বেচলে সেটা লজ্জার বইকি ৷ তাই আর বাদাম বেচব না ৷ এখন তো বাদাম বিক্রি হবেই না ৷ বরং লোকে ঘিরে ধরবে ৷" বলছেন ভুবন ৷
তাঁর এই জনপ্রিয়তায় তাঁর বাড়ির লোকেদের কী প্রতিক্রিয়া ? লাজুক মুখে ভুবন বলছেন, "একটি বিষয়ে স্ত্রীর খুব আপত্তি ৷ অন্যান্য মেয়েদের সঙ্গে কাঁচা বাদাম গানের তালে নাচলে বউ রাগ করে ৷ কিন্তু ও তো বোঝে না যে আমি এখন সেলিব্রিটি ৷ বুঝলে কি আর বলত ?"
এখন অহরহ বিদেশ থেকে ফোন আসে ৷ তাঁকে বিদেশে নিয়ে যাওয়ার কথা বলেন অনেকে ৷ তবে ভুবন জানিয়ে দিয়েছেন, অন্য কোনও দেশে গেলেও কোনওদিন বাংলাদেশ যাবেন না ৷ ভুবনের কথায়, "বাংলাদেশে গেলে বউ মারবে ৷ বউ পছন্দ করে না আমি বাংলাদেশ যাই ৷ অন্য মেয়েদের সঙ্গে নাচ, গান করলে বউ রেগে যায় ।"
তাঁর কাঁচা বাদাম (kacha badam) গানে সোশ্যাল মিডিয়ায় নেচে, গেয়ে টাকা রোজগার করছেন অনেকে ৷ সেইসব ভিডিয়োর লাখো ভিউ ৷ সেখানে গানের আসল স্রষ্টা ভুবনের লাভের লাভ কিছুই হচ্ছিল না ৷ তাই কাঁচা বাদাম গানের কপিরাইট নিয়ে বেশ কিছুদিন ধরেই সরব ছিলেন তিনি ৷ তাঁর দাবি পূরণে এগিয়ে এসেছে ইলামবাজারের গোধূলিবেলা মিউজিক সংস্থা ৷ গানটির কপিরাইটের জন্য ভুবনের সঙ্গে তিন লক্ষ টাকার চুক্তি হয়েছে সংস্থাটির ৷ গোধূলিবেলা মিউজিক সংস্থার পক্ষ থেকে গোপাল ঘোষ তাঁর হাতে দেড় লক্ষ টাকার চেক তুলে দিয়েছেন ৷
আরও পড়ুন : Fight on kancha badam Song : কাঁচা বাদাম গানকে কেন্দ্র করে বচসা, রক্তাক্ত যুবক