বোলপুর, 27 সেপ্টেম্বর : কুপ্রস্তাবে সাড়া না দেওয়ায় শান্তিনিকেতনের এক ছাত্রীকে দীর্ঘদিন ধরে সোশ্যাল সাইটের মাধ্যমে অশালীন মন্তব্য ও হেনস্তার অভিযোগ উঠল বাংলাদেশের এক যুবকের বিরুদ্ধে । সোমবার বোলপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন শান্তিনিকেতনের বাসিন্দা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ওই ছাত্রী । এমরানুর রেজা নামে অভিযুক্ত যুবক বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ।
আরও পড়ুন : West Bengal Election : স্যোশাল মিডিয়ায় জাতিবিদ্বেষমূলক ছবি পোস্ট, বীরভূমে ধৃত 1
জানা গিয়েছে, পড়াশোনা সূত্রে শান্তিনিকেতনের বাসিন্দা তৎকালীন বিশ্বভারতীর ছাত্রীর সঙ্গে পরিচয় হয় বাংলাদেশের বাসিন্দা এমরানুর রেজা ও তার সহপাঠীদের । এই এমরানুর বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র । বর্তমানে ওই ছাত্রী যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন ।
অভিযোগ, কুপ্রস্তাবের সাড়া না দেওয়ায় প্রায় ছয় বছর ধরে সোশ্যাল নেটওয়ার্ক সাইট থেকে শুরু করে সহপাঠীদের কাছে ওই ছাত্রীর নামে অশালীন মন্তব্য করছে এমরানুর । এমনকি, বিভিন্নভাবে ওই ছাত্রীকে সোশ্যাল সাইটের মাধ্যমে মানসিক নির্যাতন ও হেনস্তা করছে ৷
আরও পড়ুন : Child Fever : 24 ঘণ্টায় বোলপুর মহকুমা হাসপাতালে জ্বরে আক্রান্ত 160 শিশু ভর্তি
এই নিয়ে আগেই যাদবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছিলেন ওই ছাত্রী । তারপরও একই পরিস্থিতি চলতে থাকায় এদিন বোলপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ওই ছাত্রী ।
তিনি বলেন, "বিশ্বভারতীতে পড়াশোনার সময় আমার সঙ্গে পরিচয় হয় । তারপর থেকে বিভিন্নভাবে আমার সম্পর্কে কুরুচিকর মন্তব্য সোশ্যাল সাইটে ও আমার ঘনিষ্ঠমহলে করে চলেছে । আমার ফোন নম্বর জোগাড় করে বিভিন্ন মন্তব্য করা ও আমাকে মানসিক নির্যাতন করা হচ্ছে । দীর্ঘদিন ধরে বাংলাদেশের ওই ছেলেটি এই কাজ করে আসছে । সঙ্গে তার সহপাঠীরাও রয়েছে । আমি বোলপুর থানায় অভিযোগ করলাম ।"
আরও পড়ুন : Visva Bharati University : বিশ্বভারতীর উপাচার্যের বিরুদ্ধে আইনি পদক্ষেপের দাবিতে বিক্ষোভ