ETV Bharat / state

Joydev Kenduli Mela 2023: শুরু হল চার শতাধিক বছরের প্রাচীন জয়দেবের মেলা, কেন্দুলিতে মানুষের ঢল - Covid 19

করোনার কারণে গত দু'বছর ফিকে হয়ে পড়েছিল জয়দেব-কেন্দুলির মেলা ৷ হাতেগোনা পুণ্যার্থী নিয়ে, গতবছর কেটেছিল 400 বছরের প্রাচীন জয়দেব মেলা (400 Years Old Joydev Kenduli Mela)৷ আর এবছর ধরা পড়ল পুরো উলটো ছবি ৷ মকরসংক্রান্তিতে পূণ্যস্নান সেরে রাধা-বিনোদের মন্দিরে পুজো দেওয়ার ভিড় চোখে পড়ার মতো। এই জয়দেব মেলা মূলত বাউল-ফকিরের মেলা হিসাবে পরিচিত।

Joydev Kenduli Mela 2023
400 বছরের প্রাচীন জয়দেব মেলা
author img

By

Published : Jan 15, 2023, 9:42 PM IST

মকরসংক্রান্তিতে পূণ্যস্নান সেরে রাধা-বিনোদের মন্দিরে পুজো দেওয়ার ভিড়

জয়দেব (বীরভূম), 15 জানুয়ারি: রবিবার থেকে শুরু হল প্রায় 400 বছর পুরনো কেন্দুলির জয়দেবের মেলা ৷ প্রতিবছরই বীরভূমের অজয় নদের ধারে জয়দেব-কেন্দুলি মেলাকে কেন্দ্র করে অসংখ্য পুণ্যার্থী ভিড় জমান। করোনার (Covid-19) জেরে গত দু'বছরে সেই ছবিতে কিছুটা বদল এলেও এবার পুরনো ছবি ধরা পড়ল সেখানে। প্রথা অনুযায়ী মকর সংক্রান্তির দিন অজয় নদের তীরে পুণ্যস্নান সারলেন পুণ্যার্থীরা। কোভিড পরিস্থিতি কাটিয়ে এবার জমজমাট বাউল-ফকিরের মেলা জয়দেব ৷

স্নানের ঘাট-সহ রাধা-বিনোদের মন্দিরে পুজো দেওয়ার ভিড় চোখে পড়ার মতো। 1683 সালে বর্ধমানের রাজা কীর্তিচন্দ্র বীরভূমের অজয় নদের রাধা-বিনোদের মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। এই স্থানটির সঙ্গে কবি জয়দেবের নাম জড়িয়ে রয়েছে। 400 বছরের প্রাচীন এই মন্দিরের গায়ে টেরাকোটার কাজের মাধ্যমে বর্ণিত রয়েছে পৌরাণিক কাহিনী সমূহ ৷ রয়েছে নানান দেবদেবীর মূর্তি ৷ এই জয়দেব মেলা মূলত বাউল-ফকিরের মেলা হিসাবে পরিচিত। 2021 সালে কোভিড পরিস্থিতির জন্য মেলাটি বন্ধ ছিল। 2022-এও কোভিড বিধি মেনে ছোট করে মেলার আয়োজন হয়েছিল ৷ এবার কোভিড পরিস্থিতির কাটিয়ে জমজমাট প্রাচীন জয়দেব মেলা ৷

Joydev Kenduli Mela 2023
জয়দেব মেলা মূলত বাউল-ফকিরের মেলা হিসাবে পরিচিত

ভোর থেকে শীত উপেক্ষা করে অজয় নদের জলে স্নান সারলেন পুণ্যার্থীরা ৷ পুণ্যস্নান সেরে রাধা-বিনোদের মন্দিরে পুজো দেওয়ার হিড়িকও ছিল আগের মতোই ৷ ভিড় থাকায় এই বছর জয়দেব মেলায় কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। স্নানের ঘাট ও অন্যান্য জায়গায় নিরাপত্তার জন্য সিভিক ভলান্টিয়ার-সহ প্রায় 2 হাজার 500 পুলিশ কর্মী মোতায়েন রয়েছে। নিরাপত্তার দায়িত্বে রয়েছেন ডিআইজি, এসপি, এসডিপিও পদমর্যাদার অফিসাররা ৷

Joydev Kenduli Mela 2023
করসংক্রান্তিতে পূণ্যস্নান সেরে রাধা-বিনোদের মন্দিরে পুজো দেওয়ার ভিড় চোখে পড়ার মতো

আরও পড়ুন: শাহীস্নানে সমুদ্র সৈকতে ভিড় জমিয়েছেন প্রায় 40 লক্ষ তীর্থযাত্রী

125টিরও বেশি সিসি ক্যামেরা বসানো হয়েছে। 12টি ওয়াচ টাওয়ার থেকে চলছে নজরদারি ৷ 23টি পুলিশ ক্যাম্প, মহিলা পুলিশ ছাড়াও চলছে ড্রোন ক্যামেরায় নজরদারি ৷ স্থায়ী আখড়া ছাড়াও এবার 250টি মতো অস্থায়ী আখড়ার অনুমতি দিয়েছে প্রশাসন ৷ উন্মুক্ত মল-মূত্র ত্যাগ রুখতে নদীর তীরে 1 হাজারেরও বেশি অস্থায়ী শৌচাগার নির্মাণ করা হয়েছে। সবমিলিয়ে জমজমাট প্রাচীন ঐতিহ্যবাহী জয়দেব মেলা।

মকরসংক্রান্তিতে পূণ্যস্নান সেরে রাধা-বিনোদের মন্দিরে পুজো দেওয়ার ভিড়

জয়দেব (বীরভূম), 15 জানুয়ারি: রবিবার থেকে শুরু হল প্রায় 400 বছর পুরনো কেন্দুলির জয়দেবের মেলা ৷ প্রতিবছরই বীরভূমের অজয় নদের ধারে জয়দেব-কেন্দুলি মেলাকে কেন্দ্র করে অসংখ্য পুণ্যার্থী ভিড় জমান। করোনার (Covid-19) জেরে গত দু'বছরে সেই ছবিতে কিছুটা বদল এলেও এবার পুরনো ছবি ধরা পড়ল সেখানে। প্রথা অনুযায়ী মকর সংক্রান্তির দিন অজয় নদের তীরে পুণ্যস্নান সারলেন পুণ্যার্থীরা। কোভিড পরিস্থিতি কাটিয়ে এবার জমজমাট বাউল-ফকিরের মেলা জয়দেব ৷

স্নানের ঘাট-সহ রাধা-বিনোদের মন্দিরে পুজো দেওয়ার ভিড় চোখে পড়ার মতো। 1683 সালে বর্ধমানের রাজা কীর্তিচন্দ্র বীরভূমের অজয় নদের রাধা-বিনোদের মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। এই স্থানটির সঙ্গে কবি জয়দেবের নাম জড়িয়ে রয়েছে। 400 বছরের প্রাচীন এই মন্দিরের গায়ে টেরাকোটার কাজের মাধ্যমে বর্ণিত রয়েছে পৌরাণিক কাহিনী সমূহ ৷ রয়েছে নানান দেবদেবীর মূর্তি ৷ এই জয়দেব মেলা মূলত বাউল-ফকিরের মেলা হিসাবে পরিচিত। 2021 সালে কোভিড পরিস্থিতির জন্য মেলাটি বন্ধ ছিল। 2022-এও কোভিড বিধি মেনে ছোট করে মেলার আয়োজন হয়েছিল ৷ এবার কোভিড পরিস্থিতির কাটিয়ে জমজমাট প্রাচীন জয়দেব মেলা ৷

Joydev Kenduli Mela 2023
জয়দেব মেলা মূলত বাউল-ফকিরের মেলা হিসাবে পরিচিত

ভোর থেকে শীত উপেক্ষা করে অজয় নদের জলে স্নান সারলেন পুণ্যার্থীরা ৷ পুণ্যস্নান সেরে রাধা-বিনোদের মন্দিরে পুজো দেওয়ার হিড়িকও ছিল আগের মতোই ৷ ভিড় থাকায় এই বছর জয়দেব মেলায় কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। স্নানের ঘাট ও অন্যান্য জায়গায় নিরাপত্তার জন্য সিভিক ভলান্টিয়ার-সহ প্রায় 2 হাজার 500 পুলিশ কর্মী মোতায়েন রয়েছে। নিরাপত্তার দায়িত্বে রয়েছেন ডিআইজি, এসপি, এসডিপিও পদমর্যাদার অফিসাররা ৷

Joydev Kenduli Mela 2023
করসংক্রান্তিতে পূণ্যস্নান সেরে রাধা-বিনোদের মন্দিরে পুজো দেওয়ার ভিড় চোখে পড়ার মতো

আরও পড়ুন: শাহীস্নানে সমুদ্র সৈকতে ভিড় জমিয়েছেন প্রায় 40 লক্ষ তীর্থযাত্রী

125টিরও বেশি সিসি ক্যামেরা বসানো হয়েছে। 12টি ওয়াচ টাওয়ার থেকে চলছে নজরদারি ৷ 23টি পুলিশ ক্যাম্প, মহিলা পুলিশ ছাড়াও চলছে ড্রোন ক্যামেরায় নজরদারি ৷ স্থায়ী আখড়া ছাড়াও এবার 250টি মতো অস্থায়ী আখড়ার অনুমতি দিয়েছে প্রশাসন ৷ উন্মুক্ত মল-মূত্র ত্যাগ রুখতে নদীর তীরে 1 হাজারেরও বেশি অস্থায়ী শৌচাগার নির্মাণ করা হয়েছে। সবমিলিয়ে জমজমাট প্রাচীন ঐতিহ্যবাহী জয়দেব মেলা।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.