ETV Bharat / state

Jharkhand and WB Police Meet : রাজ্যের পৌরভোট নিয়ে ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গ পুলিশের বৈঠক দুমকায় - বীরভূম এবং দুমকার পুলিশ আধিকারিক

পশ্চিমবঙ্গের অন্যতম প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ড ৷ ভোটের দিন যাতে কোনও গোলমাল না হয়, তাই আগেভাগে দুই রাজ্যের পুলিশের মধ্যে আলোচনা হল (Jharkhand and WB Police Meet) ৷

Jharkhand and West Bengal Police Meet over Civic Poll
দুমকায় ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গ পুলিশের বৈঠক
author img

By

Published : Feb 15, 2022, 8:50 AM IST

দুমকা, 15 ফেব্রুয়ারি : পৌরসভা নির্বাচন নিয়ে দুই রাজ্যের পুলিশের মধ্যে বৈঠক হল ৷ আগামী 27 ফেব্রুয়ারি রাজ্যের 108টি পৌরসভায় ভোট ৷ এর মধ্যে ঝাড়খণ্ড আর পশ্চিমবঙ্গের সীমানায় রয়েছে বীরভূম জেলা ৷ তাই ভোটের দিন নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে ঝাড়খণ্ড ও রাজ্য পুলিশের মধ্যে আলোচনা হয় (Jharkhand and West Bengal Police meet in Dumka over Bengal Civic Polls 2022 ) ৷

সোমবার দুই রাজ্যের পুলিশের উচ্চ আধিকারিকদের বৈঠক হয় শিকারিপাড়ার মালুটি ডাকবাংলার সভাগৃহে ৷ উপস্থিত ছিলেন বীরভূম এবং দুমকার পুলিশ আধিকারিকেরা ৷

আরও পড়ুন : Bengal Civic polls 2022 : "তৃণমূল অবলুপ্ত হবে", ঝাড়গ্রামে পৌরভোটের প্রচারে গিয়ে বললেন দিলীপ

দুমকার এসডিপিও নুর মুস্তফা জানিয়েছেন, পশ্চিমবঙ্গে ভোট চলাকালীন নিরাপত্তা ব্যবস্থায় কড়া পদক্ষেপের জন্য এই বৈঠক হয় ৷ দু'রাজ্যের সীমানায় সক্রিয় অপরাধীদের নিয়ন্ত্রণ এবং অসামাজিক কাজকর্মে নজর রাখা নিয়ে আলোচনা হয়েছে ৷ পশ্চিমবঙ্গে ভোটের সময় হিংসাত্মক কাণ্ড করে কেউ যাতে ঝাড়খণ্ডে পালিয়ে না যেতে পারে, সে ব্যাপারে আলোচনা হয়েছে ৷ এছাড়া মাদকদ্রব্য, অস্ত্রশস্ত্র পাচার নিয়েও সজাগ থাকবে দু'রাজ্যের পুলিশ ৷

এসডিপিও জানান, প্রতিবেশী রাজ্যে ভোটের দিন কড়া নজরদারি রাখা হবে সীমানা সংলগ্ন এলাকায় ৷ পশ্চিমবঙ্গের শান্তি যাতে কোনওভাবে বিঘ্নিত না হয়, তার সবরকম চেষ্টা চালাবে ঝাড়খণ্ড পুলিশ ৷

দুমকা, 15 ফেব্রুয়ারি : পৌরসভা নির্বাচন নিয়ে দুই রাজ্যের পুলিশের মধ্যে বৈঠক হল ৷ আগামী 27 ফেব্রুয়ারি রাজ্যের 108টি পৌরসভায় ভোট ৷ এর মধ্যে ঝাড়খণ্ড আর পশ্চিমবঙ্গের সীমানায় রয়েছে বীরভূম জেলা ৷ তাই ভোটের দিন নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে ঝাড়খণ্ড ও রাজ্য পুলিশের মধ্যে আলোচনা হয় (Jharkhand and West Bengal Police meet in Dumka over Bengal Civic Polls 2022 ) ৷

সোমবার দুই রাজ্যের পুলিশের উচ্চ আধিকারিকদের বৈঠক হয় শিকারিপাড়ার মালুটি ডাকবাংলার সভাগৃহে ৷ উপস্থিত ছিলেন বীরভূম এবং দুমকার পুলিশ আধিকারিকেরা ৷

আরও পড়ুন : Bengal Civic polls 2022 : "তৃণমূল অবলুপ্ত হবে", ঝাড়গ্রামে পৌরভোটের প্রচারে গিয়ে বললেন দিলীপ

দুমকার এসডিপিও নুর মুস্তফা জানিয়েছেন, পশ্চিমবঙ্গে ভোট চলাকালীন নিরাপত্তা ব্যবস্থায় কড়া পদক্ষেপের জন্য এই বৈঠক হয় ৷ দু'রাজ্যের সীমানায় সক্রিয় অপরাধীদের নিয়ন্ত্রণ এবং অসামাজিক কাজকর্মে নজর রাখা নিয়ে আলোচনা হয়েছে ৷ পশ্চিমবঙ্গে ভোটের সময় হিংসাত্মক কাণ্ড করে কেউ যাতে ঝাড়খণ্ডে পালিয়ে না যেতে পারে, সে ব্যাপারে আলোচনা হয়েছে ৷ এছাড়া মাদকদ্রব্য, অস্ত্রশস্ত্র পাচার নিয়েও সজাগ থাকবে দু'রাজ্যের পুলিশ ৷

এসডিপিও জানান, প্রতিবেশী রাজ্যে ভোটের দিন কড়া নজরদারি রাখা হবে সীমানা সংলগ্ন এলাকায় ৷ পশ্চিমবঙ্গের শান্তি যাতে কোনওভাবে বিঘ্নিত না হয়, তার সবরকম চেষ্টা চালাবে ঝাড়খণ্ড পুলিশ ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.