ETV Bharat / state

Miyazaki Mango at Birbhum: জাপানি মিয়াজাকি আমের নিলাম বীরভূমের মসজিদে, প্রতি কেজি আড়াই থেকে 3 লক্ষ টাকা

বিশেষ প্রজাতির দুষ্প্রাপ্য জাপানি মিয়াজাকি আমের নিলাম হল বীরভূমের মসজিদে ৷ এই আমের প্রতি কেজির দাম আড়াই থেকে 3 লক্ষ টাকা ৷

Japanese Mango at Birbhum
Japanese Mango at Birbhum
author img

By

Published : Jun 2, 2023, 6:30 PM IST

জাপানি মিয়াজাকি আমের নিলাম বীরভূমের মসজিদে

দুবরাজপুর, 2 জুন: ভাবলে অবাক হবেন ৷ কিন্তু এটাই বাস্তব ৷ এক কেজি আমের দাম আড়াই থেকে তিন লক্ষ টাকা ৷ এই অতি মূল্যবান জাপানি 'মিয়াজাকি' আমের দেখা মিলল বীরভূমের মসজিদে । সম্পূর্ণ সতেজ একটি আপেলের মতো দেখতে এই আম ৷ ইতিমধ্যে এই আম দেখতে ভিড় জমাচ্ছেন মানুষজন ৷ আজ এই আমের নিলাম করল দুবরাজপুর মসজিদ কমিটি ৷

জাপানের মিয়াজাকি শহরকে ফলের রাজা বলা হয় ৷ এই শহরে একটি বিশেষ আমের ফলন হয় ৷ অনেকটা আপেলের মতো দেখতে এই এক একটি আম 300 থেকে 350 গ্রাম ওজনের হয় ৷ শহরের নামানুসারে এই আমের নাম 'মিয়াজাকি'। মসৃণ ত্বক ও লাল রঙের সৌন্দর্য্যের জন্য সূর্যোদয়ের দেশে এই আমের অপর একটি নাম হল 'সূর্যের ডিম'।

আমটির আঁটি ছোট হয়, কিন্তু শ্বাস বেশি । সব জলবায়ুতে এই আমের ফলন হয় না ৷ এই আম দুষ্প্রাপ্য হওয়ায় প্রতি কেজি আমের দাম ভারতীয় মুদ্রায় আড়াই থেকে তিন লক্ষ টাকা ৷ জাপান ছাড়াও বর্তমানে বাংলাদেশ, থাইল্যান্ড, ফিলিপিন্স-সহ কিছু জায়গায় গুটিকতক এই আমের গাছ দেখা যায় ৷ বিশ্বে দামি আমগুলির মধ্যে অন্যতম এই মিয়াজাকি আম ৷

বীরভূমের দুবরাজপুর পৌরসভার 11 নম্বর ওয়ার্ডের বনকাঠি পাড়ার গসিয়া মসজিদে দেখা মিলল আমটির । বছর দুই আগে স্থানীয় এক যুবক সৈয়দ নিজামুদ্দিন ওরফে সোনা এই গাছের চারা এনে মসজিদে লাগিয়েছিলেন ৷ কিছু কাল পরেই তিনি প্রয়াত হন ৷ তাঁর লাগানো গাছে এ বছর ফলন হয়েছে ৷ আর পাঁচটি আমের থেকে ভিন্ন দেখতে এই আম । তাই সকলের নজরে আসে ৷ 10 থেকে 12 টি আম ধরেছে সাড়ে সাত থেকে আট ফুট উচ্চতার গাছটিতে ৷ মসজিদের লোকজন জানতে পারেন এই আমের মূল্য, গুণগত মান ও তার দুষ্প্রাপ্যতার কথা ৷ আর এই খবর ছড়িয়ে পড়তেই বিশ্বের অন্যতম দামি আম দেখতে মসজিদে ভিড় জমাতে থাকেন মানুষজন । মোবাইল ক্যামেরার লেন্সবন্দি হচ্ছে এই আমগুলি ৷

শুক্রবার এই আমের নিলাম করে মসজিদ কমিটি ৷ তারা সিদ্ধান্ত নিয়েছে, এই আম বিক্রির টাকা মসজিদের উন্নয়নের স্বার্থে ব্যবহার করা হবে ৷ আগামী বছরগুলিতেও চলবে এই প্রক্রিয়া ।

মসজিদের ইমাম মহম্মদ রফিউদ্দিন খান বলেন, "প্রথমে আমরা জানতাম না এটা এত দামি আম গাছ ৷ প্রথমে সবুজ, পরে বেগুনি, পেকে লাল রঙের হয়েছে আমগুলি । অন্য আমের চেয়ে আলাদা দেখতে ৷ সোশাল সাইট দেখে জানতে পারি যে এটি মিয়াজাকি আম । পাওয়া যায় না, খুব দামি ৷ তবে এটা গরিব মানুষের অঞ্চল ৷ তাই আমরা ঠিক করি একটা আম নিলাম করব ৷"

মসজিদ কমিটির সভাপতি কাজী আবু তালেব বলেন, "পাড়ার একটা ছেলে সোনা এই গাছটা লাগিয়েছিল ৷ সে আর আমাদের মধ্যে নেই ৷ জাপানের এই আম খুব সুন্দর দেখতে ৷ প্রচুর মানুষ দেখতে আসছে ৷ আমরা সিদ্ধান্ত নিয়েছি আম নিলামের টাকা মসজিদের উন্নয়নের কাজে লাগানো হবে ৷"

আরও পড়ুন: এবার অনলাইনে ভারতের যে কোনও প্রান্তে মিলবে মালদার আম, উদ্যোগ জেলার দম্পতির

জাপানি মিয়াজাকি আমের নিলাম বীরভূমের মসজিদে

দুবরাজপুর, 2 জুন: ভাবলে অবাক হবেন ৷ কিন্তু এটাই বাস্তব ৷ এক কেজি আমের দাম আড়াই থেকে তিন লক্ষ টাকা ৷ এই অতি মূল্যবান জাপানি 'মিয়াজাকি' আমের দেখা মিলল বীরভূমের মসজিদে । সম্পূর্ণ সতেজ একটি আপেলের মতো দেখতে এই আম ৷ ইতিমধ্যে এই আম দেখতে ভিড় জমাচ্ছেন মানুষজন ৷ আজ এই আমের নিলাম করল দুবরাজপুর মসজিদ কমিটি ৷

জাপানের মিয়াজাকি শহরকে ফলের রাজা বলা হয় ৷ এই শহরে একটি বিশেষ আমের ফলন হয় ৷ অনেকটা আপেলের মতো দেখতে এই এক একটি আম 300 থেকে 350 গ্রাম ওজনের হয় ৷ শহরের নামানুসারে এই আমের নাম 'মিয়াজাকি'। মসৃণ ত্বক ও লাল রঙের সৌন্দর্য্যের জন্য সূর্যোদয়ের দেশে এই আমের অপর একটি নাম হল 'সূর্যের ডিম'।

আমটির আঁটি ছোট হয়, কিন্তু শ্বাস বেশি । সব জলবায়ুতে এই আমের ফলন হয় না ৷ এই আম দুষ্প্রাপ্য হওয়ায় প্রতি কেজি আমের দাম ভারতীয় মুদ্রায় আড়াই থেকে তিন লক্ষ টাকা ৷ জাপান ছাড়াও বর্তমানে বাংলাদেশ, থাইল্যান্ড, ফিলিপিন্স-সহ কিছু জায়গায় গুটিকতক এই আমের গাছ দেখা যায় ৷ বিশ্বে দামি আমগুলির মধ্যে অন্যতম এই মিয়াজাকি আম ৷

বীরভূমের দুবরাজপুর পৌরসভার 11 নম্বর ওয়ার্ডের বনকাঠি পাড়ার গসিয়া মসজিদে দেখা মিলল আমটির । বছর দুই আগে স্থানীয় এক যুবক সৈয়দ নিজামুদ্দিন ওরফে সোনা এই গাছের চারা এনে মসজিদে লাগিয়েছিলেন ৷ কিছু কাল পরেই তিনি প্রয়াত হন ৷ তাঁর লাগানো গাছে এ বছর ফলন হয়েছে ৷ আর পাঁচটি আমের থেকে ভিন্ন দেখতে এই আম । তাই সকলের নজরে আসে ৷ 10 থেকে 12 টি আম ধরেছে সাড়ে সাত থেকে আট ফুট উচ্চতার গাছটিতে ৷ মসজিদের লোকজন জানতে পারেন এই আমের মূল্য, গুণগত মান ও তার দুষ্প্রাপ্যতার কথা ৷ আর এই খবর ছড়িয়ে পড়তেই বিশ্বের অন্যতম দামি আম দেখতে মসজিদে ভিড় জমাতে থাকেন মানুষজন । মোবাইল ক্যামেরার লেন্সবন্দি হচ্ছে এই আমগুলি ৷

শুক্রবার এই আমের নিলাম করে মসজিদ কমিটি ৷ তারা সিদ্ধান্ত নিয়েছে, এই আম বিক্রির টাকা মসজিদের উন্নয়নের স্বার্থে ব্যবহার করা হবে ৷ আগামী বছরগুলিতেও চলবে এই প্রক্রিয়া ।

মসজিদের ইমাম মহম্মদ রফিউদ্দিন খান বলেন, "প্রথমে আমরা জানতাম না এটা এত দামি আম গাছ ৷ প্রথমে সবুজ, পরে বেগুনি, পেকে লাল রঙের হয়েছে আমগুলি । অন্য আমের চেয়ে আলাদা দেখতে ৷ সোশাল সাইট দেখে জানতে পারি যে এটি মিয়াজাকি আম । পাওয়া যায় না, খুব দামি ৷ তবে এটা গরিব মানুষের অঞ্চল ৷ তাই আমরা ঠিক করি একটা আম নিলাম করব ৷"

মসজিদ কমিটির সভাপতি কাজী আবু তালেব বলেন, "পাড়ার একটা ছেলে সোনা এই গাছটা লাগিয়েছিল ৷ সে আর আমাদের মধ্যে নেই ৷ জাপানের এই আম খুব সুন্দর দেখতে ৷ প্রচুর মানুষ দেখতে আসছে ৷ আমরা সিদ্ধান্ত নিয়েছি আম নিলামের টাকা মসজিদের উন্নয়নের কাজে লাগানো হবে ৷"

আরও পড়ুন: এবার অনলাইনে ভারতের যে কোনও প্রান্তে মিলবে মালদার আম, উদ্যোগ জেলার দম্পতির

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.