পাড়ুই, 27 অগাস্ট : তিন বছর আগেই পরিবারের লোকজন জানতে পারেন ইজ়াজ় আহমেদ জঙ্গি কার্যকলাপের সঙ্গে যুক্ত । তারপর থেকেই ইজ়াজ় আহমেদ ওরফে শেখ ইউসুফের সঙ্গে সম্পর্ক নেই পরিবারের । পরিবার শাস্তি চায় ইজ়াজ়ের ।
জামাত উল মুজাহিদিন বাংলাদেশ (JMB)-র ভারতের মূল রিক্রুটার ছিলেন ইজ়াজ় আহমেদ । তার ভাল নাম শেখ ইউসুফ । তাকে বিহারের গয়া থেকে গ্রেপ্তার করে কলকাতা পুলিশের STF । বীরভূমের পাড়ুই থানার অবিনাশপুর গ্রামের বাসিন্দা সে । চার ভাইয়ের মধ্যে বাড়ির ছোট ছেলে ইজ়াজ় । স্থানীয় মাদ্রাসা থেকে মাধ্যমিক পরীক্ষা দেয় । উত্তীর্ণ না হওয়ায় নদীয়া জেলার কুলসুনা মাদ্রাসায় ভরতি হয় ৷ সেখান থেকে মাঝে মাঝে বাড়ি আসত ইজ়াজ় । এরমধ্যেই বিয়ে করে সে ।
মুর্শিদাবাদ জেলার একটি মাদ্রাসায় কাজ করত বলে জানত পরিবারের লোকজন । তিন বছর আগে শেষবার স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে বাড়ি এসেছিল ইজ়াজ় ৷ এরপরই জাতীয় তদন্তকারী সংস্থা (NIA)-র অফিসাররা ইজ়াজ়ের পাড়ুয়ের বাড়িতে হানা দেয় । তখনই পরিবারের লোকজন জানতে পারে জঙ্গি কার্যকলাপের সঙ্গে যুক্ত রয়েছে ইজ়াজ় । এরপরে আর কোনওভাবে পরিবারের সঙ্গে তার যোগাযোগ হয়নি বলে দাবি ইজ়াজ়ের পরিজনের ।
বর্তমানে জামাতের হয়ে বিভিন্ন জায়গায় রিক্রুটারের করত ইজ়াজ় । সেই কাজেই বিহারে গিয়েছিল । জানতে পেরে হানা দেয় কলকাতা পুলিশের STF। ইজ়াজ়ের দাদা শেখ এহিয়া বলেন, "আমরা চাই ওর শাস্তি হোক ।"