ETV Bharat / state

ধৃত JMB জঙ্গি ইজ়াজ়ের শাস্তি চায় তার পাড়ুইয়ের পরিবার - পাড়ুইয়ের পরিবার জানত না ইজ়াজ় কোথায়'

তিন বছর আগে শেষ দেখা । তারপর থেকে পাড়ুইয়ের পরিবার জানত না ইজ়াজ় কোথায় । কী করে । NIA-র হানায় জঙ্গি কার্যকলাপের সঙ্গে যুক্ত থাকার ব্যাপারটি জানলেও যোগাযোগ হয়নি । গতকাল ইজ়াজ় ধরা পড়ে কলকাতা পুলিশের STF-এর হাতে । তারপর পরিবারের কাছে খবর পৌঁছাতেই তারা শাস্তির দাবি জানিয়েছে ।

পাড়ুইয়ের বাড়ি
author img

By

Published : Aug 27, 2019, 10:44 AM IST

Updated : Aug 27, 2019, 11:37 AM IST

পাড়ুই, 27 অগাস্ট : তিন বছর আগেই পরিবারের লোকজন জানতে পারেন ইজ়াজ় আহমেদ জঙ্গি কার্যকলাপের সঙ্গে যুক্ত । তারপর থেকেই ইজ়াজ় আহমেদ ওরফে শেখ ইউসুফের সঙ্গে সম্পর্ক নেই পরিবারের । পরিবার শাস্তি চায় ইজ়াজ়ের ।

জামাত উল মুজাহিদিন বাংলাদেশ (JMB)-র ভারতের মূল রিক্রুটার ছিলেন ইজ়াজ় আহমেদ । তার ভাল নাম শেখ ইউসুফ । তাকে বিহারের গয়া থেকে গ্রেপ্তার করে কলকাতা পুলিশের STF । বীরভূমের পাড়ুই থানার অবিনাশপুর গ্রামের বাসিন্দা সে । চার ভাইয়ের মধ্যে বাড়ির ছোট ছেলে ইজ়াজ় । স্থানীয় মাদ্রাসা থেকে মাধ্যমিক পরীক্ষা দেয় । উত্তীর্ণ না হওয়ায় নদীয়া জেলার কুলসুনা মাদ্রাসায় ভরতি হয় ৷ সেখান থেকে মাঝে মাঝে বাড়ি আসত ইজ়াজ় । এরমধ্যেই বিয়ে করে সে ।

মুর্শিদাবাদ জেলার একটি মাদ্রাসায় কাজ করত বলে জানত পরিবারের লোকজন । তিন বছর আগে শেষবার স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে বাড়ি এসেছিল ইজ়াজ় ৷ এরপরই জাতীয় তদন্তকারী সংস্থা (NIA)-র অফিসাররা ইজ়াজ়ের পাড়ুয়ের বাড়িতে হানা দেয় । তখনই পরিবারের লোকজন জানতে পারে জঙ্গি কার্যকলাপের সঙ্গে যুক্ত রয়েছে ইজ়াজ় । এরপরে আর কোনওভাবে পরিবারের সঙ্গে তার যোগাযোগ হয়নি বলে দাবি ইজ়াজ়ের পরিজনের ।

দেখুন ভিডিয়ো

বর্তমানে জামাতের হয়ে বিভিন্ন জায়গায় রিক্রুটারের করত ইজ়াজ় । সেই কাজেই বিহারে গিয়েছিল । জানতে পেরে হানা দেয় কলকাতা পুলিশের STF। ইজ়াজ়ের দাদা শেখ এহিয়া বলেন, "আমরা চাই ওর শাস্তি হোক ।"

পাড়ুই, 27 অগাস্ট : তিন বছর আগেই পরিবারের লোকজন জানতে পারেন ইজ়াজ় আহমেদ জঙ্গি কার্যকলাপের সঙ্গে যুক্ত । তারপর থেকেই ইজ়াজ় আহমেদ ওরফে শেখ ইউসুফের সঙ্গে সম্পর্ক নেই পরিবারের । পরিবার শাস্তি চায় ইজ়াজ়ের ।

জামাত উল মুজাহিদিন বাংলাদেশ (JMB)-র ভারতের মূল রিক্রুটার ছিলেন ইজ়াজ় আহমেদ । তার ভাল নাম শেখ ইউসুফ । তাকে বিহারের গয়া থেকে গ্রেপ্তার করে কলকাতা পুলিশের STF । বীরভূমের পাড়ুই থানার অবিনাশপুর গ্রামের বাসিন্দা সে । চার ভাইয়ের মধ্যে বাড়ির ছোট ছেলে ইজ়াজ় । স্থানীয় মাদ্রাসা থেকে মাধ্যমিক পরীক্ষা দেয় । উত্তীর্ণ না হওয়ায় নদীয়া জেলার কুলসুনা মাদ্রাসায় ভরতি হয় ৷ সেখান থেকে মাঝে মাঝে বাড়ি আসত ইজ়াজ় । এরমধ্যেই বিয়ে করে সে ।

মুর্শিদাবাদ জেলার একটি মাদ্রাসায় কাজ করত বলে জানত পরিবারের লোকজন । তিন বছর আগে শেষবার স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে বাড়ি এসেছিল ইজ়াজ় ৷ এরপরই জাতীয় তদন্তকারী সংস্থা (NIA)-র অফিসাররা ইজ়াজ়ের পাড়ুয়ের বাড়িতে হানা দেয় । তখনই পরিবারের লোকজন জানতে পারে জঙ্গি কার্যকলাপের সঙ্গে যুক্ত রয়েছে ইজ়াজ় । এরপরে আর কোনওভাবে পরিবারের সঙ্গে তার যোগাযোগ হয়নি বলে দাবি ইজ়াজ়ের পরিজনের ।

দেখুন ভিডিয়ো

বর্তমানে জামাতের হয়ে বিভিন্ন জায়গায় রিক্রুটারের করত ইজ়াজ় । সেই কাজেই বিহারে গিয়েছিল । জানতে পেরে হানা দেয় কলকাতা পুলিশের STF। ইজ়াজ়ের দাদা শেখ এহিয়া বলেন, "আমরা চাই ওর শাস্তি হোক ।"

Intro:৩ বছর আগেই পরিবারের লোকজন জানতে পারেন ইজাজ আহমেদ জঙ্গি কার্যকলাপে যুক্ত। তারপর থেকেই ইজাজ আহমেদ ওরফে শেখ ইউসুফের সঙ্গে সম্পর্ক নেই পরিবারের। পরিবার শাস্তি চায় ইজাজের।Body:পাড়ুই, ২৬ আগস্টঃ ৩ বছর আগেই পরিবারের লোকজন জানতে পারেন ইজাজ আহমেদ জঙ্গি কার্যকলাপে যুক্ত। তারপর থেকেই ইজাজ আহমেদ ওরফে শেখ ইউসুফের সঙ্গে সম্পর্ক নেই পরিবারের। পরিবার শাস্তি চায় ইজাজের।

জামাত উল মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি)-র ভারতের মূল রিক্রুটার ছিলেন ইজাজ আহমেদ। তার ভাল নাম শেখ ইউসুফ। তাকে বিহারের গোয়া থেকে গ্রেপ্তার করে এসটিএফ। বীরভূমের পাড়ুই থানার অবিনাশপুর গ্রামের বাসিন্দা সে। চার ভাইয়ের মধ্যে বাড়ির ছোট ছেলে ইজাজ। স্থানীয় মাদ্রাসা থেকে মাধ্যমিক পরীক্ষা দেয়। উত্তীর্ণ না হওয়ায় নদীয়া জেলার কুলসুনা মাদ্রাসায় ভর্তি হয়৷ সেখান থেকে মাঝে মাঝে বাড়ি আসত ইজাজ। এরমধ্যেই বিয়ে করে সে। মুর্শিদাবাদ জেলার একটি মাদ্রাসায় কাজ করত বলে জানত পরিবারের লোকজন। গত ৩ বছর আগে শেষ বার স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে বাড়ি বেড়াতে এসেছিল ইজাজ৷ এরপরেই জাতীয় তদন্তকারী সংস্থা (এন আই এ)-র অফিসারেরা ইজাজের পাড়ুয়ের বাড়িতে হানা দেয়। তখনই পরিবারের লোকজন জানতে পারেন জঙ্গি কার্যকলাপের সঙ্গে যুক্ত রয়েছে ইজাজ। এরপরে আর কোন ভাবে পরিবারের সঙ্গে তার যোগাযোগ হয়নি বলে দাবি ইজাজের পরিজনের।
বর্তমানে জামাতের হয়ে বিভিন্ন জায়গায় রিক্রুট করত ইজাজ। সেই কাজেই বিহারে গিয়েছিল। জানতে পেরে হানা দেয় কলকাতা এস টি এফ।
ইজাজের দাদা শেখ এহিয়া বলেন, "আমরা চাই ওর শাস্তি হোক"।Conclusion:
Last Updated : Aug 27, 2019, 11:37 AM IST

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.