ETV Bharat / state

ভারত সবার সঙ্গে বন্ধুত্ব রাখতে চায়, এমনকী সমস্যাদায়ক প্রতিবেশীর সঙ্গেও : বেঙ্কাইয়া - ভারত সবার বন্ধু এমনকি সমস্যাদায়ক প্রতিবেশীরও বললেন উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু

অটলবিহারী বাজপেয়ির আদর্শে আগামীদিনে এগিয়ে চলার আহ্বান উপরাষ্ট্রপতির ৷

বেঙ্কাইয়া নাইডু
author img

By

Published : Aug 17, 2019, 6:45 AM IST

Updated : Aug 17, 2019, 7:57 AM IST

বোলপুর, 17 অগাস্ট : নাম না করে পাকিস্তানকে বার্তা উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডুর ৷ শুক্রবার এক অনুষ্ঠানে তিনি বলেন, "ভারত সবার সঙ্গে বন্ধুত্ব রাখতে চায়, এমনকী সমস্যাদায়ক প্রতিবেশীর সঙ্গেও বন্ধুত্ব বজায় রাখতে চায় ৷" এ দিনই শান্তিনিকেতনে রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত শ্যামলী বাড়িটির দ্বারোদ্ঘাটন করেন উপরাষ্ট্রপতি ৷ ছিলেন রাজ্যপাল জগদীপ ধনকড় ৷ সেই অনুষ্ঠানেই পাকিস্তান সম্পর্কে এই বার্তা দেন উপরাষ্ট্রপতি ৷

নিজের ভাষণে নাইডু প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ির কথা স্মরণ করে বলেন, "অটলজি বারবার বলতেন প্রতিবেশীকে পরিবর্তন করা যায় না ৷ অটলজি বিশ্বাস করতেন ভারতের উন্নয়নে, ভারতের অগ্রগতিতে ৷ আমাদের সেই আদর্শ তুলে ধরে আরও পথ এগোতে হবে ৷" পাশাপাশি জম্মু-কাশ্মীরকে ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ বলেও উল্লেখ করেন তিনি ৷

শ্যামলী বাড়িটির দ্বারোদ্ঘাটন করে উপরাষ্ট্রপতি বাংলা সাহিত্যে রবিঠাকুরের ভূমিকার কথাও স্মরণ করিয়ে দেন ৷

postering against Vice-Chancellor of Visva Bharati Professor Bidyut Chakrabarty
বিশ্বভারতীর সামনে একাধিক জায়গায় উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর বিরুদ্ধে পোস্টার

তবে গতকালের অনুষ্ঠানে একটি ঘটনা সুর কেটে দেয় ৷ সেটি হল, বিশ্বভারতীর বিনয়ভবনের সামনে একাধিক জায়গায় উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর বিরুদ্ধে পোস্টার ৷ উপাচার্যের অপসারণ দাবি করে এই পোস্টারগুলি আটকানো হয়েছিল ৷ যদিও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরে পোস্টারগুলি সরিয়ে দেয় ৷ কে বা কারা এই পোস্টার দিয়েছিল তা স্পষ্ট নয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে ৷ উপাচার্যের অপসারণ দাবি করা হলেও উপরাষ্ট্রপতিকে অসম্মান করা হয়নি বলেই খবর ৷ পোস্টারে উপরাষ্ট্রপতিকে স্বাগত জানানো হয় ৷

বোলপুর, 17 অগাস্ট : নাম না করে পাকিস্তানকে বার্তা উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডুর ৷ শুক্রবার এক অনুষ্ঠানে তিনি বলেন, "ভারত সবার সঙ্গে বন্ধুত্ব রাখতে চায়, এমনকী সমস্যাদায়ক প্রতিবেশীর সঙ্গেও বন্ধুত্ব বজায় রাখতে চায় ৷" এ দিনই শান্তিনিকেতনে রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত শ্যামলী বাড়িটির দ্বারোদ্ঘাটন করেন উপরাষ্ট্রপতি ৷ ছিলেন রাজ্যপাল জগদীপ ধনকড় ৷ সেই অনুষ্ঠানেই পাকিস্তান সম্পর্কে এই বার্তা দেন উপরাষ্ট্রপতি ৷

নিজের ভাষণে নাইডু প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ির কথা স্মরণ করে বলেন, "অটলজি বারবার বলতেন প্রতিবেশীকে পরিবর্তন করা যায় না ৷ অটলজি বিশ্বাস করতেন ভারতের উন্নয়নে, ভারতের অগ্রগতিতে ৷ আমাদের সেই আদর্শ তুলে ধরে আরও পথ এগোতে হবে ৷" পাশাপাশি জম্মু-কাশ্মীরকে ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ বলেও উল্লেখ করেন তিনি ৷

শ্যামলী বাড়িটির দ্বারোদ্ঘাটন করে উপরাষ্ট্রপতি বাংলা সাহিত্যে রবিঠাকুরের ভূমিকার কথাও স্মরণ করিয়ে দেন ৷

postering against Vice-Chancellor of Visva Bharati Professor Bidyut Chakrabarty
বিশ্বভারতীর সামনে একাধিক জায়গায় উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর বিরুদ্ধে পোস্টার

তবে গতকালের অনুষ্ঠানে একটি ঘটনা সুর কেটে দেয় ৷ সেটি হল, বিশ্বভারতীর বিনয়ভবনের সামনে একাধিক জায়গায় উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর বিরুদ্ধে পোস্টার ৷ উপাচার্যের অপসারণ দাবি করে এই পোস্টারগুলি আটকানো হয়েছিল ৷ যদিও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরে পোস্টারগুলি সরিয়ে দেয় ৷ কে বা কারা এই পোস্টার দিয়েছিল তা স্পষ্ট নয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে ৷ উপাচার্যের অপসারণ দাবি করা হলেও উপরাষ্ট্রপতিকে অসম্মান করা হয়নি বলেই খবর ৷ পোস্টারে উপরাষ্ট্রপতিকে স্বাগত জানানো হয় ৷

Intro:উপরাষ্ট্রপতির যাত্রা পথে বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীকে অপসারণের দাবিতে পোস্টার দেওয়া হয়। স্বৈরাচারী উপাচার্যকে অপসারিত করার দাবিতে এই পোস্টার গুলি ঘিরে রীতিমতো জল্পনা শুরু হয়েছে বিশ্বভারতীতে। এদিন সংস্কারের পর বিশ্বভারতীতে কবিগুরুর শ্যামলী গৃহের দ্বারোদঘাটন করেন উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু।Body:শান্তিনিকেতন, ১৬ আগস্টঃ উপরাষ্ট্রপতির যাত্রা পথে বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীকে অপসারণের দাবিতে পোস্টার দেওয়া হয়। স্বৈরাচারী উপাচার্যকে অপসারিত করার দাবিতে এই পোস্টার গুলি ঘিরে রীতিমতো জল্পনা শুরু হয়েছে বিশ্বভারতীতে। এদিন সংস্কারের পর বিশ্বভারতীতে কবিগুরুর শ্যামলী গৃহের দ্বারোদঘাটন করেন উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু।

বিশ্বভারতীর রবীন্দ্রভবনের ভিতরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রিয় শ্যামলী বাড়ি ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছিল। সেই বাড়িটি সংস্কার করে এদিন পুনরায় দ্বারোদঘাটন করা হয়। সূচনা অনুষ্ঠানে আসেন উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু, রাজ্যপাল জগদীপ ধনকর, উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। রবীন্দ্রভবনে অনুষ্টান শেষে লিপিকা প্রেক্ষাগৃহে একটি অনুষ্ঠানে যোগ দেন উপরাষ্ট্রপতি। প্রায় দেড় ঘন্টার সফরে এসেছিলেন উপরাষ্ট্রপতি।
এদিন বিশ্বভারতীর বিনয় ভবনে কুমিরডাঙার মাঠে নামে উপরাষ্ট্রপতির হেলিকপ্টার। সেখান থেকে সড়ক পথে রবীন্দ্রভবন আসেন তিনি। সেই পথে উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীকে অপসারণের দাবিতে একাধিক পোস্টার দেওয়া হয়। তবে কারা এই পোস্টার দিয়েছে জানা যায়নি। উপরাষ্ট্রপতির সফরে উপাচার্য অপসারণের পোস্টার ঘিরে রীতিমতো জল্পনা শুরু হয়েছে বিশ্বভারতীতে।Conclusion:
Last Updated : Aug 17, 2019, 7:57 AM IST

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.