ETV Bharat / state

"হাতে কালি নিয়ে দাঁড়িয়ে আছি, পিছন থেকে ভোট দিল একজন"

আউশগ্রাম 1 নম্বর ব্লকের দিগনগর এলাকার 223 ও 224 নম্বর বুথের মহিলা ভোটারদের সঙ্গে অশালীন আচরণ করা হয় । তাঁদের হাতের তলা দিয়ে EVM-এর বোতাম টিপে দিয়ে দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূল কর্মীদের বিরুদ্ধে ।

author img

By

Published : Apr 29, 2019, 6:26 PM IST

Updated : Apr 29, 2019, 7:09 PM IST

অভিযোগকারি মহিলা ভোটার

আউশগ্রাম, 29 এপ্রিল : ভোটকক্ষে দাঁড়িয়ে মহিলা । ভোট দিতে যাবেন । এই সময়ে কেউ পিছন থেকে এসে হাতের তলা দিয়ে EVM-এর বোতাম টিপে দিলেন । এই অভিযোগ তুলেছেন বোলপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত আউশগ্রাম 1 নম্বর ব্লকের দিগনগর এলাকার 223 ও 224 নম্বর বুথের মহিলা ভোটাররা । অভিযুক্ত তৃণমূল ।

ওই বুথের মহিলা ভোটারদের বক্তব্য, লাইন দিয়ে তাঁরা বুথের ভিতরে ঢোকেন । সচিত্র পরিচয়পত্র দেখান । তাঁদের হাতে ভোটের কালিও দেওয়া হয় । ভোট দিতে যাওয়ার সময় অন্য কেউ পিছন থেকে বোতাম টিপে দেন । শুধু তাই নয়, অশালীন ব্যবহারও করা হয় তাঁদের সঙ্গে । ক্ষোভে ফেটে পড়েন ভোটাররা । শুধু ভোট দিয়ে দেওয়া নয়, ওই মহিলা ভোটারদের অনেককে বুথ থেকে ধাক্কা দিয়ে বাইরে বের করে দেওয়া হয় । তৃণমূল কর্মীরাই এই ঘটনা ঘটায় । এই ঘটনার পরই ভোটকেন্দ্রের বাইরে বিক্ষোভ দেখাতে শুরু করেন মহিলা ভোটাররা । খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় পুলিশ । লিখিতভাবে অভিযোগ জানাতে বলে । কিন্তু ভোটারদের বক্তব্য, তাঁরা লিখিতভাবে অভিযোগ জমা দেওয়ার জন্য প্রস্তুত হওয়ার সময় পুলিশ লাঠি নিয়ে তাড়া করে । অভিযোগপত্রটিও হাত থেকে কেড়ে নেয় ।

ভিডিয়োয় দেখুন

এছাড়াও এলাকার অন্যান্য ভোটারদের অভিযোগ, 223, 224, 227 সহ বেশ কয়েকটি বুথে অধিকাংশ ভোটারদের ভোট তৃণমূল কর্মীরাই দিয়ে দিয়েছে । অনেক ভোটার ভোটকেন্দ্রে গিয়ে জানতে পারেন যে তাঁর ভোটটি দেওয়া হয়ে গেছে । এরপরই ওই বুথগুলিতে পুনর্নির্বাচনের দাবি জানিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন এলাকার ভোটাররা ।

আউশগ্রাম, 29 এপ্রিল : ভোটকক্ষে দাঁড়িয়ে মহিলা । ভোট দিতে যাবেন । এই সময়ে কেউ পিছন থেকে এসে হাতের তলা দিয়ে EVM-এর বোতাম টিপে দিলেন । এই অভিযোগ তুলেছেন বোলপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত আউশগ্রাম 1 নম্বর ব্লকের দিগনগর এলাকার 223 ও 224 নম্বর বুথের মহিলা ভোটাররা । অভিযুক্ত তৃণমূল ।

ওই বুথের মহিলা ভোটারদের বক্তব্য, লাইন দিয়ে তাঁরা বুথের ভিতরে ঢোকেন । সচিত্র পরিচয়পত্র দেখান । তাঁদের হাতে ভোটের কালিও দেওয়া হয় । ভোট দিতে যাওয়ার সময় অন্য কেউ পিছন থেকে বোতাম টিপে দেন । শুধু তাই নয়, অশালীন ব্যবহারও করা হয় তাঁদের সঙ্গে । ক্ষোভে ফেটে পড়েন ভোটাররা । শুধু ভোট দিয়ে দেওয়া নয়, ওই মহিলা ভোটারদের অনেককে বুথ থেকে ধাক্কা দিয়ে বাইরে বের করে দেওয়া হয় । তৃণমূল কর্মীরাই এই ঘটনা ঘটায় । এই ঘটনার পরই ভোটকেন্দ্রের বাইরে বিক্ষোভ দেখাতে শুরু করেন মহিলা ভোটাররা । খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় পুলিশ । লিখিতভাবে অভিযোগ জানাতে বলে । কিন্তু ভোটারদের বক্তব্য, তাঁরা লিখিতভাবে অভিযোগ জমা দেওয়ার জন্য প্রস্তুত হওয়ার সময় পুলিশ লাঠি নিয়ে তাড়া করে । অভিযোগপত্রটিও হাত থেকে কেড়ে নেয় ।

ভিডিয়োয় দেখুন

এছাড়াও এলাকার অন্যান্য ভোটারদের অভিযোগ, 223, 224, 227 সহ বেশ কয়েকটি বুথে অধিকাংশ ভোটারদের ভোট তৃণমূল কর্মীরাই দিয়ে দিয়েছে । অনেক ভোটার ভোটকেন্দ্রে গিয়ে জানতে পারেন যে তাঁর ভোটটি দেওয়া হয়ে গেছে । এরপরই ওই বুথগুলিতে পুনর্নির্বাচনের দাবি জানিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন এলাকার ভোটাররা ।

Intro:ইভিএমে ভোট দেওয়ার জন্য দাঁড়াতেই হাতের ফাঁক দিতে বোতাম টিপে দিল কেউ, ক্ষোভ মহিলাদের

পুলক যশ, আউশগ্রাম

বেশ কয়েকজন মিলে একসাথে ভোট দিতে গিয়েছিলেন মহিলারা। বুথের ভিতরে ঢুকে তাদের পরিচয় পত্র দেখানোর পর তাদের হাতে ভোটের কালি ও দেওয়া হয়। এরপর তিনি যখন ইভিএম এর সামনে গিয়ে বোতাম টেপার জন্য প্রস্তুতি নেন সেই সময় তার হাতের তলা দিয়ে ইভিএম এর বোতাম টিপে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের কর্মীদের বিরুদ্ধে। বোলপুর লোকসভা কেন্দ্রের আউসগ্রাম-১ ব্লকের দিগ নগর অঞ্চলের 223 ও 224 নম্বর বুথে এই ঘটনা ঘটেছে বলে জানা গেছে। এর পরেই ক্ষোভে ফেটে পড়েন ওই মহিলা ভোটারেরা।
শুধু ভোট দিয়ে দেওয়া নয় ভোট দিয়ে দেওয়ার পরে ওই মহিলাদের ধাক্কা দিয়ে বুথ থেকে বের করে দেওয়া হয় মহিলাদের। এই ঘটনার পর মহিলারা বিক্ষোভ দেখাতে শুরু করলে ঘটনাস্থলে পুলিশ আসে। পুলিশ তাদের বিষয়টি নিয়ে লিখিতভাবে অভিযোগ করতে বলে। ভোটারদের অভিযোগ তারা যখন লিখিতভাবে অভিযোগ করার জন্য প্রস্তুতি নিচ্ছিল সেই সময় পুলিশ সেই অভিযোগের কপি হাত থেকে কেড়ে নিয়ে তাদের লাঠি নিয়ে তাড়া করে। এর ফলে ভোটাররা ছত্রভঙ্গ হয়ে যায়। ভোটারদের অভিযোগ ওই এলাকায় 223, 224, 227 সহ বেশ কয়েকটি বুথে ভোটারদের ভোট তৃণমূলের কর্মীরা দিয়ে দিয়েছে। শুধু তাই নয় অনেক ভোটার ভোটকেন্দ্রে গিয়ে শোনেন তাদের ভোট দেওয়া হয়ে গেছে। এরপরই তারা ওই বুথ গুলিতে পুনর্নির্বাচনের দাবি জানিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন।Body:ভোট দেওয়ার জন্য দাঁড়াতেই Conclusion:বোতাম টিপল কেউ
Last Updated : Apr 29, 2019, 7:09 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.