ETV Bharat / state

পুলিশকর্মীদের জন্য গঠন ওয়েলনেস সেন্টার, থাকবেন মনোবিজ্ঞানী - বীরভূম পুলিশ

পুজো বা অন্য কোনও সামাজিক অনুষ্ঠানে সবাই যোগ দিতে পারলেও পুলিশকর্মীরা পারেন না । এই বিশেষ সময়গুলিতে তাঁদের কাজ আরও বেশি থাকে । কোরোনা আবহে পুলিশকর্মীদের উপর কাজের চাপ আরও বেড়েছে । তাঁরা দিন-রাত কাজ করে চলেছেন । তাই পুলিশকর্মীদের মানসিক স্বাস্থ্যের দিকে খেয়াল রেখে সিউড়ি পুলিশ লাইনে তৈরি হল ওয়েলনেস সেন্টার ।

Suri police
সিউড়ি
author img

By

Published : Jul 13, 2020, 2:39 AM IST

সিউড়ি, 13 জুলাই : পুলিশকর্মীদের মানসিক অবসাদ কাটাতে সিউড়ি পুলিশ লাইনে তৈরি হল ওয়েলনেস সেন্টার। এখানে থাকবেন মনোবিজ্ঞানী, পরামর্শদাতারা। জেলা পুলিশ সুপার শ্যাম সিং এই সেন্টারের উদ্বোধন করেন।

পুজো-সহ যে কোনও উৎসবে অন্য কর্মজীবী মানুষজন ছুটি পেলেও ছুটি মেলে না পুলিশ কর্মীদের। পরিবার ছেড়ে তাদের কর্তব্য পালন করেই যেতে হয়। এছাড়া, বর্তমানে কোরোনা আবহেও পুলিশকর্মীরা পথে প্রান্তরে কাজ করে চলেছেন। এতে অনেক পুলিশকর্মী মানসিকভাবে ভেঙে পড়েন ৷ কাজের চাপ, পরিজনের সঙ্গে সময় কাটাতে না পেরে সমস্যার সম্মুখীন হন তারা। এবার পুলিশকর্মীদের অবসাদ কাটাতে অভিনব উদ্যোগ নিল বীরভূম জেলা পুলিশ । জেলা পুলিশের তরফে ওয়েলনেস সেন্টার খোলা হল।

সিউড়ি পুলিশ লাইনে এই সেন্টারের উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার শ্যাম সিং, ছিলেন অতিরিক্ত জেলা পুলিশ সুপার (বীরভূম) সুবিমল পাল ৷ এই সেন্টারে থাকবেন মনোবিজ্ঞানীরা । তাঁরা পুলিশকর্মীদের ভালো থাকার, সুস্থ থাকার ও মনোবল বাড়ানোর পরামর্শ দেবেন।

সিউড়ি, 13 জুলাই : পুলিশকর্মীদের মানসিক অবসাদ কাটাতে সিউড়ি পুলিশ লাইনে তৈরি হল ওয়েলনেস সেন্টার। এখানে থাকবেন মনোবিজ্ঞানী, পরামর্শদাতারা। জেলা পুলিশ সুপার শ্যাম সিং এই সেন্টারের উদ্বোধন করেন।

পুজো-সহ যে কোনও উৎসবে অন্য কর্মজীবী মানুষজন ছুটি পেলেও ছুটি মেলে না পুলিশ কর্মীদের। পরিবার ছেড়ে তাদের কর্তব্য পালন করেই যেতে হয়। এছাড়া, বর্তমানে কোরোনা আবহেও পুলিশকর্মীরা পথে প্রান্তরে কাজ করে চলেছেন। এতে অনেক পুলিশকর্মী মানসিকভাবে ভেঙে পড়েন ৷ কাজের চাপ, পরিজনের সঙ্গে সময় কাটাতে না পেরে সমস্যার সম্মুখীন হন তারা। এবার পুলিশকর্মীদের অবসাদ কাটাতে অভিনব উদ্যোগ নিল বীরভূম জেলা পুলিশ । জেলা পুলিশের তরফে ওয়েলনেস সেন্টার খোলা হল।

সিউড়ি পুলিশ লাইনে এই সেন্টারের উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার শ্যাম সিং, ছিলেন অতিরিক্ত জেলা পুলিশ সুপার (বীরভূম) সুবিমল পাল ৷ এই সেন্টারে থাকবেন মনোবিজ্ঞানীরা । তাঁরা পুলিশকর্মীদের ভালো থাকার, সুস্থ থাকার ও মনোবল বাড়ানোর পরামর্শ দেবেন।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.