ETV Bharat / state

Panchayat Election Results 2023: অনুব্রত তিহাড়ে, সবুজ গড় বীরভূমে দাঁত ফোটাল রাম ও বাম - তিহাড় সংশোধনাগার

অনুব্রত মণ্ডল তিহাড় সংশোধনাগারে রয়েছেন ৷ এই অবস্থায় সবুজ গড় বীরভূমে দাঁত ফোটাল রাম ও বাম ৷ পঞ্চায়েত নির্বাচনে লাল ও গেরুয়া আবির উড়ল বীরভূমে ৷

Panchayat Election Results 2023
Panchayat Election Results 2023
author img

By

Published : Jul 11, 2023, 9:02 PM IST

অনুব্রতহীন বীরভূমে দাঁত ফোটাল রাম ও বাম

বীরভূম, 11 জুলাই: তৃণমূলের দোর্দণ্ডপ্রতাপ নেতা অনুব্রত মণ্ডল গরু পাচার মামলায় তিহাড় সংশোধনাগারে বন্দি ৷ এরই মধ্যে তৃণমূলের গড় বীরভূমে দাঁত ফোটাল রাম ও বাম ৷ রাজ্যে পালাবদলের পর এই প্রথম পঞ্চায়েত নির্বাচনে গেরুয়া ও লাল আবির উড়ল বীরভূম জেলায় ৷ যদিও, জেলা পরিষদ শাসকদলের দখলে যেতে চলেছে ।

গরু পাচার ও বেআইনি অর্থপাচার বা মানি লন্ডারিং মামলায় তিহাড় সংশোধনাগারে বন্দি বীরভূম তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল । তাঁকে ছাড়াই এই প্রথম পঞ্চায়েত নির্বাচন ৷ অনুব্রতর জামানায় 2013 ও 2018 সালে সম্পূর্ণ বিনাপ্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছিল তৃণমূল কংগ্রেস ৷ এমনকী, এই জেলার 167টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে 166টিই এবং 19টি পঞ্চায়েত সমিতি দখলে ছিল শাসকদলের ৷

Panchayat Election Results 2023
জয়োল্লাস বামেদের

এ বার পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন থেকে ভোটের দিন - দিকে দিকে বিরোধীদের বাধা দেওয়া, মারধর, দেদার ছাপ্পা ভোট, ব্যালট বাক্স লুট, বুথ দখলের অভিযোগ উঠেছিল তৃণমূলের বিরুদ্ধে । ফলঘোষণা চলছে ৷ শেষ পাওয়া খবর পর্যন্ত দেখা গেল, 9টি গ্রাম পঞ্চায়েত বিরোধীদের দখলে ৷ তার মধ্যে 5টিতে বিজেপি ও 4টিতে বাম-কংগ্রেস জোট জয়লাভ করেছে ।

Panchayat Election Results 2023
জয়োল্লাস গেরুয়া শিবিরের

আরও পড়ুন: গ্রাম পঞ্চায়েতে সবুজ ঝড়, জনতাকে কৃতজ্ঞতা অভিষেকের; দ্বিতীয় স্থানে বিজেপি

নলহাটি 2 ব্লকের বারা 1 ও 2 নম্বর গ্রাম পঞ্চায়েত, সাঁইথিয়া ব্লকের দেরিয়াপুর, মহম্মদবাজার ব্লকের রামপুর ও কাপিস্টা, সিউড়ি 1 নম্বর ব্লকের কড়িধ্যা, মুরারই 1 নম্বর ব্লকের নন্দীগ্রাম, রামপুরহাট 1 নম্বর ব্লকের কাস্টগোরা গ্রাম পঞ্চায়েত প্রভৃতি জায়গায় দেখা গেল লাল ও গেরুয়া আবিরের উল্লাস ৷ এছাড়া, বহু গ্রাম পঞ্চায়েতের একটি, দুটি করে আসন বিরোধীদের দখলে । যদিও, জেলা পরিষদ দখলে থাকছে শাসকের ৷

Panchayat Election Results 2023
জয়ের পর উচ্ছ্বসিত বামেরা

রাজ্যের প্রতিটি নির্বাচনে এলাকায় অনুব্রত মণ্ডলের উপস্থিতির একটা আলাদা গুরুত্ব ছিল ৷ বেশ কয়েকবার ভোটের সময় তাঁর গতিবিধি নিয়ন্ত্রণ করেছে নির্বাচন কমিশন ৷ তবে নিজের বাড়িতে বসেই তিনি ভোটের কলকাঠি নাড়তেন বলে অভিযোগ ছিল বিরোধীদের ৷ এ হেন দোর্দণ্ডপ্রতাপ নেতাকে গত বছর 11 অগাস্ট গরু পাচার মামলায় গ্রেফতার করা হয় ৷ আসানসোল সংশোধনাগার থেকে তাঁকে নিয়ে যাওয়া হয় তিহাড়ের সংশোধনাগারে ৷ তাঁর অনুপস্থিতিতে নতুন করে ঘুঁটি সাজিয়েছিল শাসকদল ৷ তবে গত 11 মাসে যে পরিস্থিতি কিছুটা হলেও বদলেছে, তারই যেন প্রমাণ মিলল পঞ্চায়েত নির্বাচনে ৷ আসন্ন লোকসভা নির্বাচনের প্রাক্কালে অনুব্রত মণ্ডলের সবুজ দুর্গে বিরোধীদের দাঁত ফোটানো যে যথেষ্ট তাৎপর্যপূর্ণ তাতে কোনও সন্দেহ নেই ।

অনুব্রতহীন বীরভূমে দাঁত ফোটাল রাম ও বাম

বীরভূম, 11 জুলাই: তৃণমূলের দোর্দণ্ডপ্রতাপ নেতা অনুব্রত মণ্ডল গরু পাচার মামলায় তিহাড় সংশোধনাগারে বন্দি ৷ এরই মধ্যে তৃণমূলের গড় বীরভূমে দাঁত ফোটাল রাম ও বাম ৷ রাজ্যে পালাবদলের পর এই প্রথম পঞ্চায়েত নির্বাচনে গেরুয়া ও লাল আবির উড়ল বীরভূম জেলায় ৷ যদিও, জেলা পরিষদ শাসকদলের দখলে যেতে চলেছে ।

গরু পাচার ও বেআইনি অর্থপাচার বা মানি লন্ডারিং মামলায় তিহাড় সংশোধনাগারে বন্দি বীরভূম তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল । তাঁকে ছাড়াই এই প্রথম পঞ্চায়েত নির্বাচন ৷ অনুব্রতর জামানায় 2013 ও 2018 সালে সম্পূর্ণ বিনাপ্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছিল তৃণমূল কংগ্রেস ৷ এমনকী, এই জেলার 167টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে 166টিই এবং 19টি পঞ্চায়েত সমিতি দখলে ছিল শাসকদলের ৷

Panchayat Election Results 2023
জয়োল্লাস বামেদের

এ বার পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন থেকে ভোটের দিন - দিকে দিকে বিরোধীদের বাধা দেওয়া, মারধর, দেদার ছাপ্পা ভোট, ব্যালট বাক্স লুট, বুথ দখলের অভিযোগ উঠেছিল তৃণমূলের বিরুদ্ধে । ফলঘোষণা চলছে ৷ শেষ পাওয়া খবর পর্যন্ত দেখা গেল, 9টি গ্রাম পঞ্চায়েত বিরোধীদের দখলে ৷ তার মধ্যে 5টিতে বিজেপি ও 4টিতে বাম-কংগ্রেস জোট জয়লাভ করেছে ।

Panchayat Election Results 2023
জয়োল্লাস গেরুয়া শিবিরের

আরও পড়ুন: গ্রাম পঞ্চায়েতে সবুজ ঝড়, জনতাকে কৃতজ্ঞতা অভিষেকের; দ্বিতীয় স্থানে বিজেপি

নলহাটি 2 ব্লকের বারা 1 ও 2 নম্বর গ্রাম পঞ্চায়েত, সাঁইথিয়া ব্লকের দেরিয়াপুর, মহম্মদবাজার ব্লকের রামপুর ও কাপিস্টা, সিউড়ি 1 নম্বর ব্লকের কড়িধ্যা, মুরারই 1 নম্বর ব্লকের নন্দীগ্রাম, রামপুরহাট 1 নম্বর ব্লকের কাস্টগোরা গ্রাম পঞ্চায়েত প্রভৃতি জায়গায় দেখা গেল লাল ও গেরুয়া আবিরের উল্লাস ৷ এছাড়া, বহু গ্রাম পঞ্চায়েতের একটি, দুটি করে আসন বিরোধীদের দখলে । যদিও, জেলা পরিষদ দখলে থাকছে শাসকের ৷

Panchayat Election Results 2023
জয়ের পর উচ্ছ্বসিত বামেরা

রাজ্যের প্রতিটি নির্বাচনে এলাকায় অনুব্রত মণ্ডলের উপস্থিতির একটা আলাদা গুরুত্ব ছিল ৷ বেশ কয়েকবার ভোটের সময় তাঁর গতিবিধি নিয়ন্ত্রণ করেছে নির্বাচন কমিশন ৷ তবে নিজের বাড়িতে বসেই তিনি ভোটের কলকাঠি নাড়তেন বলে অভিযোগ ছিল বিরোধীদের ৷ এ হেন দোর্দণ্ডপ্রতাপ নেতাকে গত বছর 11 অগাস্ট গরু পাচার মামলায় গ্রেফতার করা হয় ৷ আসানসোল সংশোধনাগার থেকে তাঁকে নিয়ে যাওয়া হয় তিহাড়ের সংশোধনাগারে ৷ তাঁর অনুপস্থিতিতে নতুন করে ঘুঁটি সাজিয়েছিল শাসকদল ৷ তবে গত 11 মাসে যে পরিস্থিতি কিছুটা হলেও বদলেছে, তারই যেন প্রমাণ মিলল পঞ্চায়েত নির্বাচনে ৷ আসন্ন লোকসভা নির্বাচনের প্রাক্কালে অনুব্রত মণ্ডলের সবুজ দুর্গে বিরোধীদের দাঁত ফোটানো যে যথেষ্ট তাৎপর্যপূর্ণ তাতে কোনও সন্দেহ নেই ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.