ETV Bharat / state

বীরভূম-ঝাড়খণ্ড সীমান্তে নাকা চেকিং কেমন চলছে ? পরিদর্শনে IG - IGবর্ধমান রেঞ্জ

ঝাড়খণ্ড সীমান্তে নাকা চেক পোস্টগুলি ঘুরে দেখলেন রাজ্য পুলিশের IG (বর্ধমান রেঞ্জ) ভরতলাল মীনা। লকডাউনে নাকা চেকিং আরও বাড়ানো নির্দেশ দিয়েছেন তিনি ৷

IG
সীমান্তে নাকা চেকিং
author img

By

Published : Apr 24, 2020, 12:30 AM IST

সিউড়ি, 23 এপ্রিল : বীরভূম-ঝাড়খণ্ড সীমান্তের নাকা চেক পোস্টগুলি ঘুরে দেখলেন রাজ্য পুলিশের IG (বর্ধমান রেঞ্জ) ভরতলাল মীনা। লকডাউনে নাকা চেকিং আরও বাড়ানো নির্দেশ দিয়েছেন তিনি ৷ বীরভূম-ঝাড়খণ্ড সীমান্তে মোট 12 টি নাকা চেকপোস্ট রয়েছে।

কোরোনা ভাইরাসের সংক্রমণ রুখতে চলছে লকডাউন। এই লকডাউনে জরুরি পরিষেবার গাড়ি ও খাদ্যসামগ্রীর গাড়ি ছাড়া অন্যান্য গাড়ি যাতায়াত করতে পারবে না। এমনই সরকারি নির্দেশিকা রয়েছে ৷ পশ্চিমবঙ্গের সঙ্গে ঝাড়খণ্ড রাজ্যের দীর্ঘ সীমান্তের বেশিরভাগটাই পড়ে বীরভূম জেলায়। বীরভূম-ঝাড়খণ্ড সীমান্তে মোট 12 টি নাকা চেক পোস্ট রয়েছে। লকডাউন ঘোষণার পর থেকেই এই চেক পোস্টগুলিতে কড়া নজরদারি চালাচ্ছে পুলিশ ৷ নজরদারি কেমন চলছে তা দেখতে আজ আসেন রাজ্য পুলিশের IG (বর্ধমান রেঞ্জ) ভরতলাল মীনা। ছিলেন, জেলা পুলিশ সুপার শ্যাম সিং, অতিরিক্ত জেলা পুলিশ সুপার (বীরভূম) সুবিমল পাল সহ অন্যরা।

সিউড়ি 1 ব্লকের কেন্দুলি, মহম্মদবাজার সহ একাধিক জায়গায় নাকা চেক পোস্টগুলি ঘুরে দেখেন IG। সীমান্তে দায়িত্বে থাকা কর্তব্যরত ঝাড়খণ্ডের পুলিশের সঙ্গেও কথা বলেন এরাজ্যের পুলিশ কর্তারা। বীরভূম জেলা পুলিশকে নজরদারি আরও বাড়ানোর নির্দেশ দেন IG। ভরতলাল মীনা বলেন, "নাকাগুলো দেখতে এসেছিলাম। পারমিট নেই এমন গাড়ি যাতে না যায় তা দেখা হচ্ছে। বীরভূমে নাকা আছে, ঝাড়খণ্ডের তরফেও নাকা আছে। সরকারি নির্দেশিকা মেনেই কাজ হচ্ছে।"

সিউড়ি, 23 এপ্রিল : বীরভূম-ঝাড়খণ্ড সীমান্তের নাকা চেক পোস্টগুলি ঘুরে দেখলেন রাজ্য পুলিশের IG (বর্ধমান রেঞ্জ) ভরতলাল মীনা। লকডাউনে নাকা চেকিং আরও বাড়ানো নির্দেশ দিয়েছেন তিনি ৷ বীরভূম-ঝাড়খণ্ড সীমান্তে মোট 12 টি নাকা চেকপোস্ট রয়েছে।

কোরোনা ভাইরাসের সংক্রমণ রুখতে চলছে লকডাউন। এই লকডাউনে জরুরি পরিষেবার গাড়ি ও খাদ্যসামগ্রীর গাড়ি ছাড়া অন্যান্য গাড়ি যাতায়াত করতে পারবে না। এমনই সরকারি নির্দেশিকা রয়েছে ৷ পশ্চিমবঙ্গের সঙ্গে ঝাড়খণ্ড রাজ্যের দীর্ঘ সীমান্তের বেশিরভাগটাই পড়ে বীরভূম জেলায়। বীরভূম-ঝাড়খণ্ড সীমান্তে মোট 12 টি নাকা চেক পোস্ট রয়েছে। লকডাউন ঘোষণার পর থেকেই এই চেক পোস্টগুলিতে কড়া নজরদারি চালাচ্ছে পুলিশ ৷ নজরদারি কেমন চলছে তা দেখতে আজ আসেন রাজ্য পুলিশের IG (বর্ধমান রেঞ্জ) ভরতলাল মীনা। ছিলেন, জেলা পুলিশ সুপার শ্যাম সিং, অতিরিক্ত জেলা পুলিশ সুপার (বীরভূম) সুবিমল পাল সহ অন্যরা।

সিউড়ি 1 ব্লকের কেন্দুলি, মহম্মদবাজার সহ একাধিক জায়গায় নাকা চেক পোস্টগুলি ঘুরে দেখেন IG। সীমান্তে দায়িত্বে থাকা কর্তব্যরত ঝাড়খণ্ডের পুলিশের সঙ্গেও কথা বলেন এরাজ্যের পুলিশ কর্তারা। বীরভূম জেলা পুলিশকে নজরদারি আরও বাড়ানোর নির্দেশ দেন IG। ভরতলাল মীনা বলেন, "নাকাগুলো দেখতে এসেছিলাম। পারমিট নেই এমন গাড়ি যাতে না যায় তা দেখা হচ্ছে। বীরভূমে নাকা আছে, ঝাড়খণ্ডের তরফেও নাকা আছে। সরকারি নির্দেশিকা মেনেই কাজ হচ্ছে।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.