ETV Bharat / state

আপাতত ছাত্র রাজনীতিতেই থাকব : ঐশী - "ছাত্র রাজনীতিতেই থাকতে চাই", বললেন ঐশি

আসন্ন বিধানসভা নির্বাচনে প্রার্থী হওয়ার কথা উঠেছে জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সভানেত্রী ঐশী ঘোষের ৷ কিন্তু এদিনও সেই জল্পনাকে কার্যত জিইয়ে রাখলেন তিনি ৷

সাংবাদিকদের মুখোমুখি ঐশি ঘোষ
সাংবাদিকদের মুখোমুখি ঐশি ঘোষ
author img

By

Published : Feb 25, 2021, 10:09 PM IST

বোলপুর, 25 ফেব্রুয়ারি : " আপাতত ছাত্র রাজনীতিতেই থাকব। দল যেখানে বলবে প্রচারে যাব ৷" এমনটাই বললেন দিল্লি জহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সভানেত্রী ঐশী ঘোষ ৷ এদিন বিশ্বভারতীতে ফ্যাসিবাদী আগ্রাসন রোখার দাবিতে একটি গণ-কনভেশনের আয়োজন করা হয়েছিল বোলপুর গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে ৷ সেখানে অংশ নেন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, শিক্ষাবিদ সহ বাম ছাত্র নেতা-নেত্রীরা ৷

গত কয়েক মাস ধরে বিতর্কের কেন্দ্রবিন্দুতে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় ও উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী ৷ উপাচার্যের একাধিক সিদ্ধান্তের বিরুদ্ধে বাম ছাত্র সংগঠনগুলি লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছে ৷ চালু রয়েছে পোস্টার লিখন, ডেপুটেশন দেওয়া, দেওয়াল লিখন ৷ এদিন বাম ছাত্র সংগঠনগুলির পক্ষ থেকে বোলপুর গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে একটি গণ-কনভেশনের আয়োজন করা হয় ৷ সেখানে বক্তব্য রাখেন সাংবাদিক পালাগুম্মি সাইনাথ , সর্বভারতীয় শিক্ষক-অধ্যাপক ফেডারেশনের সভাপতি কেশব ভট্টাচার্য , দিল্লি জহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক প্রভাত পট্টনায়ক, এসএফআই-এর সর্বভারতীয় সভাপতি ময়ূখ বিশ্বাস, দিল্লি জহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সভানেত্রী ঐশী ঘোষ প্রমুখ।

সাংবাদিকদের মুখোমুখি ঐশি ঘোষ

আরও পড়ুন :উপাচার্যকে ঘাড় ধরে বের করে দেওয়া উচিত : অনুব্রত মণ্ডল

কনভেনশন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ঐশী ঘোষ বলেন, " যেভাবে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় বিশ্বভারতীতে বিজেপি প্রভাব বিস্তার করে শিক্ষার পরিবেশ নষ্ট করতে চাইছে, আমরা তার প্রতিবাদ করি ৷" আগামী বিধানসভা নির্বাচনে প্রার্থী হওয়ার কথা উঠেছে ঐশী ঘোষের ৷ সেই প্রসঙ্গে তিনি বলেন, "ছাত্র রাজনীতিই করতে চাই ৷ অন্য ভাবনা ভবিষ্যতে ভাবব ৷ তবে নির্বাচনের প্রচারের জন্য দল যা দায়িত্ব দেবে পালন করব ৷ যেখানে যেখানে যেতে বলবে যাব।"

বোলপুর, 25 ফেব্রুয়ারি : " আপাতত ছাত্র রাজনীতিতেই থাকব। দল যেখানে বলবে প্রচারে যাব ৷" এমনটাই বললেন দিল্লি জহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সভানেত্রী ঐশী ঘোষ ৷ এদিন বিশ্বভারতীতে ফ্যাসিবাদী আগ্রাসন রোখার দাবিতে একটি গণ-কনভেশনের আয়োজন করা হয়েছিল বোলপুর গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে ৷ সেখানে অংশ নেন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, শিক্ষাবিদ সহ বাম ছাত্র নেতা-নেত্রীরা ৷

গত কয়েক মাস ধরে বিতর্কের কেন্দ্রবিন্দুতে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় ও উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী ৷ উপাচার্যের একাধিক সিদ্ধান্তের বিরুদ্ধে বাম ছাত্র সংগঠনগুলি লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছে ৷ চালু রয়েছে পোস্টার লিখন, ডেপুটেশন দেওয়া, দেওয়াল লিখন ৷ এদিন বাম ছাত্র সংগঠনগুলির পক্ষ থেকে বোলপুর গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে একটি গণ-কনভেশনের আয়োজন করা হয় ৷ সেখানে বক্তব্য রাখেন সাংবাদিক পালাগুম্মি সাইনাথ , সর্বভারতীয় শিক্ষক-অধ্যাপক ফেডারেশনের সভাপতি কেশব ভট্টাচার্য , দিল্লি জহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক প্রভাত পট্টনায়ক, এসএফআই-এর সর্বভারতীয় সভাপতি ময়ূখ বিশ্বাস, দিল্লি জহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সভানেত্রী ঐশী ঘোষ প্রমুখ।

সাংবাদিকদের মুখোমুখি ঐশি ঘোষ

আরও পড়ুন :উপাচার্যকে ঘাড় ধরে বের করে দেওয়া উচিত : অনুব্রত মণ্ডল

কনভেনশন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ঐশী ঘোষ বলেন, " যেভাবে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় বিশ্বভারতীতে বিজেপি প্রভাব বিস্তার করে শিক্ষার পরিবেশ নষ্ট করতে চাইছে, আমরা তার প্রতিবাদ করি ৷" আগামী বিধানসভা নির্বাচনে প্রার্থী হওয়ার কথা উঠেছে ঐশী ঘোষের ৷ সেই প্রসঙ্গে তিনি বলেন, "ছাত্র রাজনীতিই করতে চাই ৷ অন্য ভাবনা ভবিষ্যতে ভাবব ৷ তবে নির্বাচনের প্রচারের জন্য দল যা দায়িত্ব দেবে পালন করব ৷ যেখানে যেখানে যেতে বলবে যাব।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.