ETV Bharat / state

Honest Hotel Owner: কুড়িয়ে পাওয়া 4.5 লাখ টাকা ফেরালেন হোটেল ব্যবসায়ী

author img

By

Published : Aug 17, 2021, 7:59 PM IST

বীরভূমে (Birbhum) হোটেলের সামনে প্রায় সাড়ে চার লক্ষ টাকা ফেলে চলে গিয়েছিলেন কলকাতার ব্যবসায়ী (Kolkata Businessman) ৷ তাঁকে সেই টাকা ফিরিয়ে দিলেন সৎ হোটেল মালিক (Honest Hotel Owner)৷

hotel-owner-returned-more-than-four-lakh-rupees-which-was-lost-by-kolkata-businessman
কুড়িয়ে পাওয়া ₹4.5 লাখ টাকা ফেরালেন সৎ হোটেল ব্যবসায়ী

রামপুরহাট, 17 অগস্ট : হোটেলের সামনে কুড়িয়ে পাওয়া প্রায় সাড়ে চার লক্ষ টাকা মালিককে ফিরিয়ে দিলেন রামপুরহাটের এক হোটেল ব্যবসায়ী । মঙ্গলবার সকালে হারিয়ে যাওয়া টাকা মালিকের প্রতিনিধির হাতে তুলে দিলেন তিনি । টাকা ফেরত পেয়ে খুশি কলকাতার ব্যবসায়ী প্রদীপ মিশ্র ।

কলকাতার বড়বাজার এলাকার বাসিন্দা ব্যবসায়ী প্রদীপ মিশ্র । ব্যবসার কাজে বীরভূমের রামপুরহাটে 14 নম্বর জাতীয় সড়কের ধারে রামপুরহাট মাড়গ্রাম মোড় সংলগ্ন একটি বেসরকারি হোটেলে ওঠেন তিনি । গত রবিবার সকালে হোটেল ছেড়ে যাওয়ার সময় অসাবধানতায় একটি প্লাস্টিকে মোড়া 4,48,502 টাকা হোটেলের বাইরে ফেলে দিয়ে চলে যান তিনি । রামপুরহাট থেকে তিনি যান রায়গঞ্জে ।

আরও পড়ুন: Modi-Dibyendu : আফগান ইস্যুতে মোদির ভূমিকার প্রশংসায় পঞ্চমুখ হয়ে চিঠি দিব্যেন্দুর

হোটেলের এক কর্মচারী প্লাস্টিকের প্যাকেট দেখে আবর্জনা ভেবে সেটি ফেলে দিচ্ছিলেন । কিন্তু হোটেল মালিক রবীন্দ্রনাথ মণ্ডল সেই সময় সেখানে উপস্থিত থাকায় প্যাকেটটি নিজের হাতে নিয়ে নেন । তিনি প্যাকেটটি খুলে দেখেন কয়েকটি 500 টাকার বান্ডিল । এই হারিয়ে যাওয়া টাকার মালিক কে তা জানতে, হোটেলের বাইরে লাগানো সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখেন তিনি ।

আরও পড়ুন: Siliguri Murder: খড়িবাড়িতে শ্যালিকা-শ্বশুর-প্রতিবেশীকে কুপিয়ে খুন, গ্রেফতার অভিযুক্ত

সিসিটিভি ফুটেজে হোটেল মালিক দেখতে পান বেলা 10টার পর ওই টাকার বান্ডিল ফেলে গিয়েছিলেন প্রদীপ মিশ্র নামে ব্যবসায়ী । এরপরেই তাঁর সঙ্গে যোগাযোগ করেন রবীন্দ্রনাথ মণ্ডল । আজ ওই কুড়িয়ে পাওয়া টাকা ফিরিয়ে দিলেন তিনি ।

আরও পড়ুন: Lakshmir Bhandar : মমতার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে প্রথম দিনেই রেকর্ড আবেদন মহিলাদের

হোটেল মালিকের কথায়, "সততাই আমাদের মূলধন । তাই ওই টাকার বান্ডিল পাওয়ার পরও আমার মনে একটুও লোভ বাসা বাঁধতে পারেনি । তবে একটা আশঙ্কাও এখন মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে । ওইদিন অনুষ্ঠান ভবনে একটি শ্রদ্ধানুষ্ঠান ছিল । ফলে বেশকিছু মানুষ ওই রাস্তা দিয়ে লজে যাতায়াত করেছেন । তাঁদের মধ্যে কেউ যদি ওই টাকা নিয়ে পালিয়ে যেতেন, তাহলে বদনামের ভাগীদার হয়তো আমাদেরই হতে হত ৷"

রামপুরহাট, 17 অগস্ট : হোটেলের সামনে কুড়িয়ে পাওয়া প্রায় সাড়ে চার লক্ষ টাকা মালিককে ফিরিয়ে দিলেন রামপুরহাটের এক হোটেল ব্যবসায়ী । মঙ্গলবার সকালে হারিয়ে যাওয়া টাকা মালিকের প্রতিনিধির হাতে তুলে দিলেন তিনি । টাকা ফেরত পেয়ে খুশি কলকাতার ব্যবসায়ী প্রদীপ মিশ্র ।

কলকাতার বড়বাজার এলাকার বাসিন্দা ব্যবসায়ী প্রদীপ মিশ্র । ব্যবসার কাজে বীরভূমের রামপুরহাটে 14 নম্বর জাতীয় সড়কের ধারে রামপুরহাট মাড়গ্রাম মোড় সংলগ্ন একটি বেসরকারি হোটেলে ওঠেন তিনি । গত রবিবার সকালে হোটেল ছেড়ে যাওয়ার সময় অসাবধানতায় একটি প্লাস্টিকে মোড়া 4,48,502 টাকা হোটেলের বাইরে ফেলে দিয়ে চলে যান তিনি । রামপুরহাট থেকে তিনি যান রায়গঞ্জে ।

আরও পড়ুন: Modi-Dibyendu : আফগান ইস্যুতে মোদির ভূমিকার প্রশংসায় পঞ্চমুখ হয়ে চিঠি দিব্যেন্দুর

হোটেলের এক কর্মচারী প্লাস্টিকের প্যাকেট দেখে আবর্জনা ভেবে সেটি ফেলে দিচ্ছিলেন । কিন্তু হোটেল মালিক রবীন্দ্রনাথ মণ্ডল সেই সময় সেখানে উপস্থিত থাকায় প্যাকেটটি নিজের হাতে নিয়ে নেন । তিনি প্যাকেটটি খুলে দেখেন কয়েকটি 500 টাকার বান্ডিল । এই হারিয়ে যাওয়া টাকার মালিক কে তা জানতে, হোটেলের বাইরে লাগানো সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখেন তিনি ।

আরও পড়ুন: Siliguri Murder: খড়িবাড়িতে শ্যালিকা-শ্বশুর-প্রতিবেশীকে কুপিয়ে খুন, গ্রেফতার অভিযুক্ত

সিসিটিভি ফুটেজে হোটেল মালিক দেখতে পান বেলা 10টার পর ওই টাকার বান্ডিল ফেলে গিয়েছিলেন প্রদীপ মিশ্র নামে ব্যবসায়ী । এরপরেই তাঁর সঙ্গে যোগাযোগ করেন রবীন্দ্রনাথ মণ্ডল । আজ ওই কুড়িয়ে পাওয়া টাকা ফিরিয়ে দিলেন তিনি ।

আরও পড়ুন: Lakshmir Bhandar : মমতার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে প্রথম দিনেই রেকর্ড আবেদন মহিলাদের

হোটেল মালিকের কথায়, "সততাই আমাদের মূলধন । তাই ওই টাকার বান্ডিল পাওয়ার পরও আমার মনে একটুও লোভ বাসা বাঁধতে পারেনি । তবে একটা আশঙ্কাও এখন মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে । ওইদিন অনুষ্ঠান ভবনে একটি শ্রদ্ধানুষ্ঠান ছিল । ফলে বেশকিছু মানুষ ওই রাস্তা দিয়ে লজে যাতায়াত করেছেন । তাঁদের মধ্যে কেউ যদি ওই টাকা নিয়ে পালিয়ে যেতেন, তাহলে বদনামের ভাগীদার হয়তো আমাদেরই হতে হত ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.