ETV Bharat / state

বোলপুরে স্কুল থেকে চাল চুরির অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে - অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে

অভিযোগকারীদের বক্তব্য, 28 কুইন্টাল চালের হিসেব মিলছে না৷ অভিযুক্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে বোলপুর থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে।

Head teacher stealing rice from school
পাঁচশোয়া রবীন্দ্র বিদ্যাপীঠ
author img

By

Published : Apr 8, 2020, 8:36 PM IST

বোলপুর, 8 এপ্রিল: স্কুল থেকে চাল চুরি করার অভিযোগ উঠল এক প্রধান শিক্ষকের বিরুদ্ধে। 28 কুন্টাল চালের হিসেব মিলছে না৷ এ অবস্থায় ওই প্রধান শিক্ষকের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের হল। ঘটনাটি ঘটেছে বোলপুরের পাঁচসওয়া রবীন্দ্র বিদ্যাপীঠে।

লকডাউনের মধ্যেই স্কুল থেকে চাল চুরি করার অভিযোগ ওঠে পাঁচসওয়া রবীন্দ্র বিদ্যাপীঠের প্রধান শিক্ষক সীতারাম মণ্ডলের বিরুদ্ধে৷ অভিযোগ, প্রধান শিক্ষক স্কুলের গোডাউনে মজুত চালের বস্তা নিজের বাইকের পিছনে বেঁধে প্রায় দিনই নিয়ে যেতেন ৷ এমনকী ছাত্রদের তাঁর বাইকের পিছনে চালের বস্তা তুলে দিতেও বলতেন তিনি। এই ঘটনা জানাজানি হতেই ক্ষুব্ধ হন গ্রামবাসীরা। লকডাউনের মাঝে এভাবে স্কুলের চাল চুরির ঘটনায় স্কুলের সামনে বিক্ষোভ দেখান তাঁরা। গ্রামবাসী ও অভিভাবকদের কাছে চাল চুরির অভিযোগ পেয়ে ঘটনাস্থানে আসেন বোলপুর থানার পুলিশ। আসেন বোলপুরের BDO শেখর সাঁই। এরপর স্কুলের গোডাউনটিতে তালা ঝুলিয়ে দেওয়া হয়৷

অভিযোগকারীদের বক্তব্য, প্রায় 56 বস্তা, অর্থাৎ 28 কুইন্টাল চালের হিসেব মিলছে না৷ এদিকে এই ঘটনায় প্রশাসনের তরফে প্রধান শিক্ষকের বিরুদ্ধে বোলপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে ৷

বোলপুরের BDO শেখর সাঁই বলেন, "ওই স্কুলের 28 কুইন্টাল চালের হিসেব পাওয়া যাচ্ছে না৷ পুলিশ ঘটনার তদন্ত করছে৷"

বোলপুর, 8 এপ্রিল: স্কুল থেকে চাল চুরি করার অভিযোগ উঠল এক প্রধান শিক্ষকের বিরুদ্ধে। 28 কুন্টাল চালের হিসেব মিলছে না৷ এ অবস্থায় ওই প্রধান শিক্ষকের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের হল। ঘটনাটি ঘটেছে বোলপুরের পাঁচসওয়া রবীন্দ্র বিদ্যাপীঠে।

লকডাউনের মধ্যেই স্কুল থেকে চাল চুরি করার অভিযোগ ওঠে পাঁচসওয়া রবীন্দ্র বিদ্যাপীঠের প্রধান শিক্ষক সীতারাম মণ্ডলের বিরুদ্ধে৷ অভিযোগ, প্রধান শিক্ষক স্কুলের গোডাউনে মজুত চালের বস্তা নিজের বাইকের পিছনে বেঁধে প্রায় দিনই নিয়ে যেতেন ৷ এমনকী ছাত্রদের তাঁর বাইকের পিছনে চালের বস্তা তুলে দিতেও বলতেন তিনি। এই ঘটনা জানাজানি হতেই ক্ষুব্ধ হন গ্রামবাসীরা। লকডাউনের মাঝে এভাবে স্কুলের চাল চুরির ঘটনায় স্কুলের সামনে বিক্ষোভ দেখান তাঁরা। গ্রামবাসী ও অভিভাবকদের কাছে চাল চুরির অভিযোগ পেয়ে ঘটনাস্থানে আসেন বোলপুর থানার পুলিশ। আসেন বোলপুরের BDO শেখর সাঁই। এরপর স্কুলের গোডাউনটিতে তালা ঝুলিয়ে দেওয়া হয়৷

অভিযোগকারীদের বক্তব্য, প্রায় 56 বস্তা, অর্থাৎ 28 কুইন্টাল চালের হিসেব মিলছে না৷ এদিকে এই ঘটনায় প্রশাসনের তরফে প্রধান শিক্ষকের বিরুদ্ধে বোলপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে ৷

বোলপুরের BDO শেখর সাঁই বলেন, "ওই স্কুলের 28 কুইন্টাল চালের হিসেব পাওয়া যাচ্ছে না৷ পুলিশ ঘটনার তদন্ত করছে৷"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.