কলকাতা, 8 এপ্রিল : তৃণমূল উপপ্রধান ভাদু শেখের খুনেও সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট । প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চ নির্দেশে জানিয়েছে, উপপ্রধান খুন এবং তার পরবর্তী হিংসায় 9 জনকে পুড়িয়ে মারার ঘটনা পরস্পরের সঙ্গে সংযুক্ত ৷ প্রকৃত খুনিকে ধরতে তাই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে দায়িত্ব তুলে দেওয়া হল ৷ বীরভূমের রামপুরহাটে বগটুই গ্রামের 1 নম্বর ব্লকের বড়শাল পঞ্চায়েতের তৃণমূল উপপ্রধান ভাদু শেখ দুষ্কৃতীদের ছোড়া গুলিতে খুন হন (HC directs CBI probe into Bhadu Sheikh Murder and Bagtui Massacre in Rampurhat Birbhum) ৷
অভিযোগ, উপপ্রধানের মৃত্যুর কয়েক ঘণ্টার ব্যবধানে 21 মার্চ, সোমবার রাত থেকেই তাঁর অনুগামীরা তাণ্ডব চালায় গ্রামে ৷ সেই রাতে 10-12টি বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয় ৷ জানা গিয়েছে, 9 জন এই ঘটনায় পুড়ে মারা গিয়েছেন ৷ এদের মধ্যে 2টি বাচ্চা রয়েছে ৷ ঘটনার তদন্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিট গঠন করেন ৷ বৃহস্পতিবার, 24 মার্চ বগটুই গ্রামে যান মুখ্যমন্ত্রী ৷ তিনি নিহতদের পরিবারের হাতে আর্থিক সাহায্যের চেক তুলে দেন ৷ পাশাপাশি সরকারি চাকরিও দেন ৷ ওই দিন নাটকীয় ভাবে মুখ্যমন্ত্রীর ঘোষণার পরেই তারাপীঠ থেকে গ্রেফতার করা হল ভাদু শেখ খুনে অন্যতম মূল অভিযুক্ত তৃণমূলের ব্লক সভাপতি আনারুল হোসনকে ৷ তাঁকে পুলিশি হেফাজতে নেওয়া হয় ৷ আনারুল হোসেন দাবি করেছিল, মুখ্যমন্ত্রী তাকে ফোন করার পরেই সে আত্মসমর্পণ করেছে ৷
আরও পড়ুন : Anarul Hossain Arrest : মুখ্যমন্ত্রীর নির্দেশ পেতেই তৎপর পুলিশ, তারাপীঠ থেকে গ্রেফতার ‘পলাতক’ আনারুল
এরপর দিন 25 মার্চ রামপুরহাট বগটুই গণহত্যা কাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ দেয় প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ ৷ দুই বিচারপতি বলেন, "আইনের উপর যাতে মানুষের ভরসা থাকে, তাই সিট-এর পরিবর্তে সিবিআই-এর হাতে এই তদন্ত হস্তান্তরের নির্দেশ দেওয়া হচ্ছে ।"
এবার তৃণমূল উপপ্রধান ভাদু শেখের খুনের ঘটনাতেও সিবিআই তদন্তের নির্দেশ দিল আদালত ৷ প্রধান বিচারপতি নির্দেশে জানিয়েছেন, ভাদু শেখের খুন এবং তার পরবর্তী একাধিক বাড়িতে আগুন লাগিয়ে 9 জনকে পুড়িয়ে মারার ঘটনা একে অপরের সঙ্গে যুক্ত ৷ আগেই যেহেতু পুড়িয়ে মারার ঘটনায় সিবিআইকে তদন্তভার দেওয়া হয়েছে, তাই ভাদু শেখ খুনেও তদন্তভার সিবিআই-এর হাতেই তুলে দেওয়া হচ্ছে । এতদিন উপপ্রধান খুনের তদন্ত করছিল রাজ্য পুলিশ ।
মামলাকারীদের তরফে আদালতে আর্জি জানানো হয়, যেহেতু এই ঘটনা পারস্পরিক সংযোগ পূর্ণ তাই সিবিআইয়ের হাতেই তদন্তভার দেওয়া হলে প্রকৃত নিরপেক্ষ তদন্ত হবে এবং দোষীদের শাস্তি পাবে । ইতিমধ্যেই আক্রান্তদের পরিবারের লোকজনদেরকে স্থানীয় শাসকদলের নেতারা মুখ না খোলার হুমকি দিয়েছেন ৷ পাশাপাশি তথ্য প্রমাণ লোপাটের চেষ্টাও করা হয়েছে । এই পরিস্থিতিতে ভাদু শেখ খুনে রাজ্য পুলিশের ভূমিকা কতটা নিরপেক্ষ হবে, তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন মামলাকারী পক্ষের আইনজীবীরা ।
আরও পড়ুন : Bhadu Sheikh Murder Case : প্রকাশ্যে তৃণমূল উপপ্রধান ভাদু শেখ খুনের সিসিটিভি ফুটেজ
ইতিমধ্যে রামপুরহাটের বগটুই হত্যাকাণ্ডে ধৃত তৃণমূল নেতা আনারুল হোসেন-সহ 8 জন অভিযুক্তের পলিগ্রাফ টেস্টের জন্য রামপুরহাট মহকুমা আদালতের অনুমতি চেয়েছে সিবিআই (Polygraph Test at Bagtui Massacre) । আজ সেই শুনানি হওয়ার কথা । পলিগ্রাফ টেস্ট হবে 1 জন নাবালকেরও ৷ সামনে এসেছে ভাদু শেখ খুনের সিসিটিভি ফুটেজও ৷ সেখানে ফুটেজে দেখা যাচ্ছে, ভাদু শেখ একটু স্কুটিতে বসে ফোনে কথা বলছেন । হঠাৎ দু'টি বাইকে চার জন দুষ্কৃতী আসে । চলন্ত বাইক থেকে একজন দুষ্কৃতী ভাদু শেখকে লক্ষ্য করে বোমা ছোড়ে । ভাদু শেখ মাটিতে লুটিয়ে পড়েন । আজ সকালে বগটুই গণহত্যায় জড়িত চারজনকে মুম্বই থেকে ট্রানজিট রিম্যান্ডে রাজ্যে এনেছে সিবিআই ৷