বোলপুর, 27 জুলাই: শিক্ষকের বেধড়ক 'প্রহারে' জ্ঞান হারিয়েছে ছাত্র ৷ এই অভিযোগে শিক্ষককে আটকে রেখে বিক্ষোভ অভিবাবকদের (Guardians Agitation) ৷ ঘটনাটি বোলপুরের নাহিনা উচ্চ বিদ্যালয়ের । অসুস্থ ওই ছাত্রকে বোলপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় ।
বোলপুরের নাহিনা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র স্বস্তিক মাঝি ৷ বাড়ি ইক্ষুধারা গ্রামে । অভিযোগ, স্কুলে বিশৃঙ্খলা করার জন্য শিক্ষক পার্থ মাহাতো তাকে বেধড়ক মারধর করে ৷ তাতেই জ্ঞান হারায় সে ৷ শুধু তাই নয় আরও দাবি মারধরের পর প্রায় দেড়ঘন্টা ছাত্রকে হাসপাতালে না নিয়ে গিয়ে স্কুলেই ফেলে রাখা হয় ৷ এই অভিযোগ তুলেই বিক্ষোভ দেখান অভিবাবকেরা ৷ পরে অসুস্থ ছাত্রকে বোলপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় । ওই শিক্ষকও সেখানে এসে পৌঁছন ৷ ক্ষুব্ধ অভিভাবকরা তাঁকে আটকে বিক্ষোভ করতে থাকেন । খবর পেয়ে হাসপাতালে আসে শান্তিনিকেতন থানার পুলিশ। পুলিশের সামনেই চলে বিক্ষোভ ।
আরও পড়ুন: বিতর্ক উপেক্ষা করে 'কালী' আলোচায় বিশ্বভারতীতে বিক্ষোভ, ঢুকতে বাধা আশ্রমিকদের
অসুস্থ ছাত্রের বাবা সুমন্ত মাঝি বলেন, "ছেলেকে বেধড়ক মেরেছেন মাস্টারমশাই । দেড়ঘন্টা ধরে অজ্ঞান হয়ে পড়েছিল ৷ তাও হাসপাতালে নিয়ে যাওয় হয়নি ৷ ভুল করলে মাস্টারমশাই মারতেই পারেন কিন্তু তাই বলে এভাবে মারবেন ?"