শান্তিনিকেতন, 17 আগস্ট : ঐতিহ্যবাহী পৌষমেলার মাঠ পাঁচিল দিয়ে ঘেরাকে কেন্দ্র করে অশান্তি অব্যাহত বিশ্বভারতীতে । গতকালই মিছিল করে পাঁচিল তোলার কাজ শুরু করেছিলেন উপাচার্য । আজ সকালে সেই পাঁচিল ও নির্মাণ সামগ্রী ভেঙে দেওয়ার অভিযোগ ওঠে । ভেঙে দেওয়া হয় নির্মিত ক্যাম্প অফিসও । যা নিয়ে অশান্তি চরমে পৌঁছেছে । এবার বিশ্বভারতীর পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন রাজ্যপাল জগদীপ ধনকড় । টুইটারে তিনি লেখেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা হয়েছে । তিনি আশ্বাস দিয়েছেন, বিশ্বভারতীতে দ্রুত আইন-শৃঙ্খলা ফেরাতে পদক্ষেপ করবেন তিনি ।
বিশ্বভারতীর একাংশ পাঁচিল দিয়ে ঘেরার সিদ্ধান্ত নিয়ে ক্ষোভ দীর্ঘদিনের । সদ্য শুরু হয়েছে ঐতিহ্যবাহী পৌষমেলার মাঠ পাঁচিল দিয়ে ঘেরার কাজ । আর এতেই ক্ষুব্ধ শান্তিনিকেতনের আশ্রমিক থেকে শুরু করে পড়ুয়া, অধ্যাপক-অধ্যাপিকাদের একাংশ । এমনকী বোলপুর ব্যবসায়ী সমিতি, বোলপুরের বাসিন্দাদের অনেকেরই এবিষয়ে আপত্তি রয়েছে । ফলে সম্প্রতি পৌষমেলার মাঠ ঘেরার কাজ বন্ধ করে দেন বোলপুর ব্যবসায়ী সমিতির সদস্যরা । সেই সময় ঠিকাদারের সঙ্গে বচসায়ও জড়ান তাঁরা । বচসার জেরে ঠিকাদারকে বেধড়ক মারধরের অভিযোগ ওঠে । বন্ধ হয়ে যায় পাঁচিল তোলার কাজ ।
এই ঘটনার পর গতকাল বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী, ভারপ্রাপ্ত সচিব আশা মুখোপাধ্যায়ের নেতৃত্বে 500-র বেশি কর্মী, অধ্যাপক-অধ্যাপিকা বিশ্বভারতীর কেন্দ্রীয় কার্যালয় থেকে শান্তিনিকেতন থানা পর্যন্ত মিছিল করেন । পরে থানার সামনে ঠিকাদারকে কাজ শুরুর নির্দেশ দেন উপাচার্য ।
এদিকে মিছিল শেষে উপাচার্যের সঙ্গে কথা বলতে গেলে আটকানো হয় মহিলা আশ্রমিককে । তাঁকে হেনস্থারও অভিযোগ ওঠে বিশ্বভারতীর নিরাপত্তারক্ষীদের বিরুদ্ধে । তিনি অভিযোগ তুলে বলেন, "রবীন্দ্র আদর্শের পরিপন্থী কাজ চলছে বিশ্বভারতীতে । যা হচ্ছে তা একেবারেই কাম্য নয় । এক একজন উপাচার্য আসছেন, এক একটা পাঁচিল বানিয়ে রেখে চলে যাচ্ছেন । বিশ্বভারতীতে অচলায়তনের পরিবেশ তৈরি করা হচ্ছে । এমন বিশ্বভারতী কোনওদিন দেখতে হবে স্বপ্নেও ভাবিনি ।"
একদিকে বিক্ষোভ-প্রতিবাদ হলেও অন্যদিকে চলতে থাকে পাঁচিল তৈরির কাজ । আজ সকালে ফের এই নিয়ে ঝামেলা হয় । টুইটারে রাজ্যপাল লেখেন, "বিশ্বভারতীর পরিস্থিতি উদ্বেগজনক । আমি মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলার চেষ্টা করছি, যাতে শিক্ষার এই মন্দিরে শান্তি ফেরানো যায় । উপাচার্যের কথায়, দুষ্কৃতীরা ক্যাম্পাসের ভিতরে ঢুকে সম্পত্তি নষ্ট করেছে । DM, SP-রা বিশ্বভারতী কর্তৃপক্ষের ফোন তুলছেন না ।"
প্রথম টুইটটি করার পরই আরও একটি টুইট করেন তিনি । সেখানে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে বলে জানান তিনি । লেখেন, "মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা হয়েছে । তিনি আশ্বাস দিয়েছেন, বিশ্বভারতীতে দ্রুত আইনশৃঙ্খলা ফেরাতে পদক্ষেপ করবেন ।"
-
Just had word with Chief Minister over Visva Bharati worsening law and order scenario. She has assured that administration @MamataOfficial will take all steps to restore law and order. Am sure those enjoined with task will rise to the occasion.
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) August 17, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Just had word with Chief Minister over Visva Bharati worsening law and order scenario. She has assured that administration @MamataOfficial will take all steps to restore law and order. Am sure those enjoined with task will rise to the occasion.
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) August 17, 2020Just had word with Chief Minister over Visva Bharati worsening law and order scenario. She has assured that administration @MamataOfficial will take all steps to restore law and order. Am sure those enjoined with task will rise to the occasion.
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) August 17, 2020