বোলপুর, 10 এপ্রিল : প্রচারের সময় বোলপুর লোকসভা কেন্দ্রের BJP প্রার্থী রামপ্রসাদ দাসকে গো ব্যাক স্লোগান দিয়ে বিক্ষোভ দেখাল তৃণমূল কংগ্রেস কর্মী-সমর্থকরা। বোলপুরের কংকালীতলা তৃণমূল কার্যালয়ের সামনে জমায়েত কর্মীরা BJP প্রার্থীকে দেখে বিক্ষোভ দেখাতে শুরু করে।
গতকাল দুপুরে সতীর একান্নপীঠের অন্যতম কংকালীতলা মন্দিরে পুজো দেন BJP-র বোলপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী রামপ্রসাদ দাস। ছিলেন, দলের বীরভূম জেলা সহ সভাপতি দিলীপ ঘোষও। পুজো দিয়ে কংকালীতলা গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রচার করেন রামপ্রসাদবাবু। প্রচারের সময় এলাকার তৃণমূল কার্যালয়ে সামনে দিয়ে যাওয়ার সময় তাঁকে দেখে বিক্ষোভ দেখাতে শুরু করেন উপস্থিত তৃণমূল কংগ্রেস কর্মী-সমর্থকরা। গো ব্যাক স্লোগান তোলা হয়।
রামপ্রসাদ দাস বলেন, "আমরা পুজো দিয়ে প্রচার করলাম। ওরা ওদের স্বভাবমতো বিক্ষোভ করেছে আমরা সৌজন্য দেখিয়েছি।"