ETV Bharat / state

বীরভূমের পাঁচ শক্তিপীঠের মধ্যে খুলে গেল চারটি - Kali temple

সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন 1 জুন থেকে রাজ্যের সমস্ত ধর্মীয় প্রতিষ্ঠানগুলি খোলা যাবে ৷ সেই মত বিধি মেনেই আজ বোলপুরের কংকালীতলা, সাঁইথিয়ার নন্দকেশরী মন্দির, নলহাটীর নলহাটীশ্বরী ও লাভপুরে ফুল্লরাতলা মন্দির এদিন খুলে দেওয়া হয় ৷

Four of the five Shakti Peeths in Birbhum were opened
বীরভূমের পাঁচ শক্তিপীঠের মধ্যে খুলে গেল চারটি
author img

By

Published : Jun 1, 2020, 9:59 PM IST

বোলপুর, 1 জুন : মুখ্যমন্ত্রীর ঘোষণার পর আজ বীরভূমের চারটি সতীপীঠ খুলে গেল । কংকালীতলা, ফুল্লরাতলা, নন্দকেশরী, নলহাটিশ্বরী মন্দির এদিন থেকে নিয়ম মেনে খুলে দেওয়া হয় ভক্তদের জন্য৷ যদিও, আর এক সতীপীঠ বক্রেশ্বর মন্দির ও সিদ্ধপীঠ তারাপীঠ এখনও খোলা হয়নি ।

সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন 1 জুন থেকে রাজ্যের সমস্ত ধর্মীয় প্রতিষ্ঠানগুলি খোলা যাবে৷ তবে সরকারি বিধিনিষেধ মানতে হবে৷ সামাজিক দূরত্ব বজায় রেখে পুজো দিতে পারবেন ভক্তরা। পাশাপাশি মন্দিরে আট থেকে দশ জনের বেশি এক সঙ্গে প্রবেশ করতে পারবেন না৷ সেই মত বিধি মেনেই আজ জেলার পাঁচ শক্তিপীঠ বা সতীপীঠের মধ্যে চারটি ভক্তদের জন্য খুলে দেওয়া হয় ৷ বোলপুরের কংকালীতলা, সাঁইথিয়ার নন্দকেশরী মন্দির, নলহাটীর নলহাটীশ্বরী ও লাভপুরে ফুল্লরাতলা মন্দির এদিন খুলে দেওয়া হয় ৷ যদিও, তেমন ভিড় প্রথম দিনে হয়নি ৷ গুটি কতক ভক্ত সামাজিক দূরত্ব বজায় রেখেই পুজো দেন মন্দিরগুলিতে ৷

তবে সতীপীঠ বক্রেশ্বর মন্দির এদিন খোলা হয়নি ৷ জানা গিয়েছে, মন্দির কমিটি নিজেদের মধ্যে আলোচনা করে কোরোনা ভাইরাসে সংক্রমণ রুখতে পর্যাপ্ত ব্যবস্থা নিয়ে তবেই মন্দির খুলবেন৷ একই ভাবে খোলা হয়নি সিদ্ধপীঠ তারাপীঠ মন্দিরও । ভক্তদের সুরক্ষার কথা মাথায় রেখেই এখনও বন্ধ রয়েছে এই মন্দির । তবে জেলার ৪ শক্তিপীঠে বহু দিন পর রীতি মেনে পুজো শুরু হয়৷ স্বাভাবিক ভাবেই খুশি ভক্তরা ।

বোলপুর, 1 জুন : মুখ্যমন্ত্রীর ঘোষণার পর আজ বীরভূমের চারটি সতীপীঠ খুলে গেল । কংকালীতলা, ফুল্লরাতলা, নন্দকেশরী, নলহাটিশ্বরী মন্দির এদিন থেকে নিয়ম মেনে খুলে দেওয়া হয় ভক্তদের জন্য৷ যদিও, আর এক সতীপীঠ বক্রেশ্বর মন্দির ও সিদ্ধপীঠ তারাপীঠ এখনও খোলা হয়নি ।

সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন 1 জুন থেকে রাজ্যের সমস্ত ধর্মীয় প্রতিষ্ঠানগুলি খোলা যাবে৷ তবে সরকারি বিধিনিষেধ মানতে হবে৷ সামাজিক দূরত্ব বজায় রেখে পুজো দিতে পারবেন ভক্তরা। পাশাপাশি মন্দিরে আট থেকে দশ জনের বেশি এক সঙ্গে প্রবেশ করতে পারবেন না৷ সেই মত বিধি মেনেই আজ জেলার পাঁচ শক্তিপীঠ বা সতীপীঠের মধ্যে চারটি ভক্তদের জন্য খুলে দেওয়া হয় ৷ বোলপুরের কংকালীতলা, সাঁইথিয়ার নন্দকেশরী মন্দির, নলহাটীর নলহাটীশ্বরী ও লাভপুরে ফুল্লরাতলা মন্দির এদিন খুলে দেওয়া হয় ৷ যদিও, তেমন ভিড় প্রথম দিনে হয়নি ৷ গুটি কতক ভক্ত সামাজিক দূরত্ব বজায় রেখেই পুজো দেন মন্দিরগুলিতে ৷

তবে সতীপীঠ বক্রেশ্বর মন্দির এদিন খোলা হয়নি ৷ জানা গিয়েছে, মন্দির কমিটি নিজেদের মধ্যে আলোচনা করে কোরোনা ভাইরাসে সংক্রমণ রুখতে পর্যাপ্ত ব্যবস্থা নিয়ে তবেই মন্দির খুলবেন৷ একই ভাবে খোলা হয়নি সিদ্ধপীঠ তারাপীঠ মন্দিরও । ভক্তদের সুরক্ষার কথা মাথায় রেখেই এখনও বন্ধ রয়েছে এই মন্দির । তবে জেলার ৪ শক্তিপীঠে বহু দিন পর রীতি মেনে পুজো শুরু হয়৷ স্বাভাবিক ভাবেই খুশি ভক্তরা ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.