সিউড়ি, 20 মার্চ : আইসোলেশন ওয়ার্ড থেকে কোরোনা আক্রান্ত সন্দেহে ভরতি দুই রোগী সকাল থেকে নিখোঁজ ছিলেন ৷ ঘটনাটি সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালের ৷ ঘটনার পর থেকে হাসপাতালের নজরদারি ও নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে ৷ দু'জনের খোঁজ শুরু করে পুলিশ ৷ অবশেষে নিজেদের গ্রামের বাড়ি থেকে তাঁদের উদ্ধার করে পুলিশ ৷ ফের তাঁদের হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভরতি করা হয় ৷
বীরভূম জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক হিমাদ্রি আড়ি বলেন, "বৃহস্পতিবার রাতে দু'জনকে আইসোলেশন ওয়ার্ডে ভরতি করা হয়েছিল । ভোররাত থেকে তাদের খোঁজ পাওয়া যাচ্ছে না । বিষয়টি পুলিশকে জানানো হয়েছে । সিউড়ির নগরী এলাকায় গুজরাত রাজ্য থেকে বাড়ি ফেরেন আটজন শ্রমিক । খবর পেয়ে তাদের স্বাস্থ্য পরীক্ষার জন্য আনা হয় সিউড়ি সদর হাসপাতালে । তাদের মধ্যে ছয়জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে । দু'জনকে নজরদারির জন্য আইসোলেশন ওয়ার্ডে রাখা হয় । জ্বর, সর্দি, কাশি ছিল ওই দুইজনের । জানা গিয়েছে, আজ আইসোলেশন ওয়ার্ড থেকে পালিয়ে যায় ওই দু'জন ।"
ঘটনায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে আইসোলেশন ওয়ার্ডের নজরদারি নিয়ে । সিউড়ি হাসপাতালের তরফে বিষয়টি সিউড়ি থানায় জানানো হয় । পুলিশ তাদের খোঁজে তল্লাশি শুরু করে । অবশেষে সন্ধ্যাবেলায় তাঁদের উদ্ধার করে ফের হাসপাতালে ভরতি করা হয় ৷