ETV Bharat / state

নিয়ম বহির্ভূত নিয়োগে দোষী সাব্যস্ত বিশ্বভারতীর প্রাক্তন উপাচার্য ও কর্মসচিব - birbhum

নিয়ম বহির্ভূত নিয়োগে দোষী সাব্যস্ত বিশ্বভারতীর প্রাক্তন উপাচার্য ও কর্মসচিব

author img

By

Published : Feb 20, 2019, 4:16 PM IST

বোলপুর, ২০ ফেব্রুয়ারি: নিয়ম বহির্ভূতভাবে নিয়োগ করার জন্য বিশ্বভারতীর প্রাক্তন উপাচার্য ও কর্মসচিবকে দোষী সাব্যস্ত করল বোলপুর মহকুমা আদালত। আগামীকাল এই মামলার রায় ঘোষণা করবেন অতিরিক্ত জেলা ও দায়রা আদালতের বিচারক অরবিন্দ মিশ্র।

১৯৯৬ সালে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে তপশিলি জাতি, উপজাতি সংরক্ষণের আওতায় এক অধ্যাপিকাকে নিয়োগ করা হয়েছিল। তাঁর নাম মুক্তি দেব। পরে ২০০২ সালে তিনি গবেষণা করার জন্য আবেদন করেন। সেইসময় যাচাই করে দেখা যায় তাঁর স্নাতক ও স্নাতকোত্তরের সমস্ত শংসাপত্র ভুয়ো। এই ভুয়ো শংসাপত্রগুলিতে বিশ্বভারতীর প্রাক্তন উপাচার্য দিলীপ সিংহ ও কর্মসচিব দিলীপ মুখোপাধ্যায়ের সাক্ষর রয়েছে।

ভিডিয়োয় শুনুন নবকুমার ঘোষের বক্তব্য

এই মর্মে ২০০৪ সালে তৎকালীন কর্মসচিব সুনীল সরকার একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে তাঁদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়। তদন্ত শুরু করে CID। আজ প্রাক্তন উপাচার্য, কর্মসচিব সহ অধ্যাপিকা মুক্তি দেবকে দোষী সাব্যস্ত করেন ASJM অরবিন্দ মিশ্র। মামলার CID-র স্পেশাল আইনজীবী নবকুমার ঘোষ বলেন, "তদন্তে নেমে ধারা অনুযায়ী চার্জশিট জমা পড়ে।"

বোলপুর, ২০ ফেব্রুয়ারি: নিয়ম বহির্ভূতভাবে নিয়োগ করার জন্য বিশ্বভারতীর প্রাক্তন উপাচার্য ও কর্মসচিবকে দোষী সাব্যস্ত করল বোলপুর মহকুমা আদালত। আগামীকাল এই মামলার রায় ঘোষণা করবেন অতিরিক্ত জেলা ও দায়রা আদালতের বিচারক অরবিন্দ মিশ্র।

১৯৯৬ সালে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে তপশিলি জাতি, উপজাতি সংরক্ষণের আওতায় এক অধ্যাপিকাকে নিয়োগ করা হয়েছিল। তাঁর নাম মুক্তি দেব। পরে ২০০২ সালে তিনি গবেষণা করার জন্য আবেদন করেন। সেইসময় যাচাই করে দেখা যায় তাঁর স্নাতক ও স্নাতকোত্তরের সমস্ত শংসাপত্র ভুয়ো। এই ভুয়ো শংসাপত্রগুলিতে বিশ্বভারতীর প্রাক্তন উপাচার্য দিলীপ সিংহ ও কর্মসচিব দিলীপ মুখোপাধ্যায়ের সাক্ষর রয়েছে।

ভিডিয়োয় শুনুন নবকুমার ঘোষের বক্তব্য

এই মর্মে ২০০৪ সালে তৎকালীন কর্মসচিব সুনীল সরকার একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে তাঁদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়। তদন্ত শুরু করে CID। আজ প্রাক্তন উপাচার্য, কর্মসচিব সহ অধ্যাপিকা মুক্তি দেবকে দোষী সাব্যস্ত করেন ASJM অরবিন্দ মিশ্র। মামলার CID-র স্পেশাল আইনজীবী নবকুমার ঘোষ বলেন, "তদন্তে নেমে ধারা অনুযায়ী চার্জশিট জমা পড়ে।"

sample description

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.