শান্তিনিকেতন, 13 অক্টোবর : বিশ্বভারতীর এক প্রাক্তন ছাত্রকে গ্রেফতার করল ঝাড়গ্রাম থানার পুলিশ । ধৃতের নাম টিপু সুলতান ওরফে মুস্তফা কামাল ৷ শান্তিনিকেতনের বাড়ি থেকে তাঁকে বুধবার গ্রেফতার করে নিয়ে যায় ঝাড়গ্রাম জেলা পুলিশ ৷ এর আগেও এই টিপুকে মাওবাদী সন্দেহে গ্রেফতার করা হয়েছিল।
বিশ্বভারতীর প্রাক্তন ছাত্র টিপু সুলতান ওরফে মুস্তফা কামাল ৷ বাড়ি শান্তিনিকেতন থানার গুরুপল্লি এলাকায় ৷ জানা গিয়েছে, এদিন ভোর রাতে টিপুকে তাঁর শান্তিনিকেতনের বাড়ি থেকে গ্রেফতার করে ঝাড়গ্রাম জেলা পুলিশ। গ্রেফতার করে নিয়ে যায় শান্তিনিকেতন থানায় ৷ সেখান থেকে এদিন সন্ধ্যায় ঝাড়গ্রামে নিয়ে যাওয়া হয় । দেশদ্রোহী আইনে (UAPA) তাঁকে গ্রেপ্তার করা হয় ৷ এছাড়াও, অস্ত্র মজুত ও ব্যবহার (25/27 আর্মস অ্যাক্ট) সহ বিস্ফোরক মজুত ও ব্যবহার ধারাতেও মামলা রুজু করা হয়েছে । 2016 সালের 29 জানুয়ারির একটি মামলায় ঝাড়গ্রাম থানার পুলিশ তাঁকে গ্রেফতার করেছে ৷
আরও পড়ুন : 100-এ 200 ! মেধাতালিকা বিভ্রাটে তদন্ত কমিটি গড়ল বিশ্বভারতী
এর আগে 2019 সালে পশ্চিম মেদিনীপুর জেলা থেকে মাওবাদী সন্দেহে টিপু গ্রেফতার হয়েছিলেন ৷ পরে জামিনে ছাড়া পেয়ে শান্তিনিকেতনেই ছিলেন ৷ বৃহস্পতিবার তাঁকে ঝাড়গ্রাম আদালতে তোলা হবে ।
ইতিমধ্যে শান্তিনিকেতন থানার তরফে গ্রেফতারির কথা নোটিশ দিয়ে টিপুর বাবা শেখ কামালউদ্দিনকে জানানো হয়েছে ।