ETV Bharat / state

রাজ্যজুড়ে লকডাউন, সমস্যায় বিশ্বভারতীর বিদেশি পড়ুয়ারা - Viswa Bharati

কোরোনা ভাইরাসের সংক্রমণ রুখতে আগেই বন্ধ করে দেওয়া হয়েছে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় । ছাত্রাবাস খালি করার নির্দেশও দেওয়া হয়েছিল । ফলে সমস্যায় পড়েছেন বিদেশি পড়ুয়ারা ।

image
বিশ্বভারতী
author img

By

Published : Mar 23, 2020, 10:39 PM IST

শান্তিনিকেতন, 23 মার্চ: রাজ্যের অন্য জেলার মতো লকডাউন চলছে বীরভূমেও । এর জেরে সমস্যায় পড়েছেন বিশ্বভারতীর আন্তর্জাতিক ছাত্রাবাসের বিদেশি পড়ুয়ারাও । কীভাবে খাদ্যসামগ্রী সংগ্রহ করবে, কীভাবে তা মজুত করবে তা নিয়ে শুরু হয়েছে বিভ্রান্তি ৷ এছাড়া, পরিবার নিয়েও চিন্তায় রয়েছেন তাঁরা ৷ তাঁদের দাবি, লকডাউন চলাকালীন পর্যাপ্ত খাদ্য সামগ্রী সরবরাহ করুক বিশ্বভারতী কর্তৃপক্ষ ।

কোরোনা ভাইরাসের সংক্রমণ রুখতে আগেই বন্ধ করে দেওয়া হয়েছে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় । পড়ুয়াদের ছাত্রাবাস খালি করার নির্দেশও দেওয়া হয়েছিল । সেই মতো বন্ধ বিশ্বভারতীর ছাত্রাবাস । কিন্তু বিদেশি পড়ুয়াদের ছাত্রাবাসে রাখা হয়েছিল ।

সমস্যায় বিশ্বভারতীর বিদেশি পড়ুয়ারা

ভেনেজুয়েলা, মায়ানমার, বাংলাদেশ সহ একাধিক দেশের প্রায় 25 জন পড়ুয়া এই মুহূর্তে বিশ্বভারতীর আন্তর্জাতিক ছাত্রাবাসে আছেন । লকডাউনের ফলে সমস্যায় পড়েছেন তাঁরা । কীভাবে খাদ্য-সামগ্রী মজুত করবে ভেবে পাচ্ছেন না তাঁরা । এমনকী তাঁদের পরিবারের সদস্যও দুশ্চিন্তার মধ্যে রয়েছেন । আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ থাকায় দেশেও ফিরতে পারছেন না তাঁরা ।

শান্তিনিকেতন, 23 মার্চ: রাজ্যের অন্য জেলার মতো লকডাউন চলছে বীরভূমেও । এর জেরে সমস্যায় পড়েছেন বিশ্বভারতীর আন্তর্জাতিক ছাত্রাবাসের বিদেশি পড়ুয়ারাও । কীভাবে খাদ্যসামগ্রী সংগ্রহ করবে, কীভাবে তা মজুত করবে তা নিয়ে শুরু হয়েছে বিভ্রান্তি ৷ এছাড়া, পরিবার নিয়েও চিন্তায় রয়েছেন তাঁরা ৷ তাঁদের দাবি, লকডাউন চলাকালীন পর্যাপ্ত খাদ্য সামগ্রী সরবরাহ করুক বিশ্বভারতী কর্তৃপক্ষ ।

কোরোনা ভাইরাসের সংক্রমণ রুখতে আগেই বন্ধ করে দেওয়া হয়েছে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় । পড়ুয়াদের ছাত্রাবাস খালি করার নির্দেশও দেওয়া হয়েছিল । সেই মতো বন্ধ বিশ্বভারতীর ছাত্রাবাস । কিন্তু বিদেশি পড়ুয়াদের ছাত্রাবাসে রাখা হয়েছিল ।

সমস্যায় বিশ্বভারতীর বিদেশি পড়ুয়ারা

ভেনেজুয়েলা, মায়ানমার, বাংলাদেশ সহ একাধিক দেশের প্রায় 25 জন পড়ুয়া এই মুহূর্তে বিশ্বভারতীর আন্তর্জাতিক ছাত্রাবাসে আছেন । লকডাউনের ফলে সমস্যায় পড়েছেন তাঁরা । কীভাবে খাদ্য-সামগ্রী মজুত করবে ভেবে পাচ্ছেন না তাঁরা । এমনকী তাঁদের পরিবারের সদস্যও দুশ্চিন্তার মধ্যে রয়েছেন । আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ থাকায় দেশেও ফিরতে পারছেন না তাঁরা ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.