ETV Bharat / state

অমর্ত্য সেনের 'প্রতীচী'-র বাগান থেকে মরশুমি ফুল-সবজি যেত 'ভালো-বাসা'য়

author img

By

Published : Nov 9, 2019, 2:45 PM IST

Updated : Nov 17, 2019, 1:46 AM IST

একসময় অমর্ত্য সেনের শান্তিনিকেতনের এই বাড়িতে বহুবার এসেছেন নবনীতা দেবসেন ৷ প্রতিবার সেই বাগানের মরশুমি সব ফুল-সবজি সব যেত নবনীতার কলকাতার বাড়িতে ৷ প্রতীচীর বর্তমান ম্যানেজার অরবিন্দ নন্দীর স্মৃতিচারণে উঠে এল সেকথা ৷

ছবি

শান্তিনিকেতন, 9 নভেম্বর : প্রতীচী ৷ একসময় অমর্ত্য সেনের শান্তিনিকেতনের এই বাড়িতে বহুবার এসেছেন নবনীতা দেবসেন ৷ বাড়ির সামনে একটা বাগান ছিল ৷ প্রতিবার সেই বাগানের মরশুমি সব ফুল-সবজি সব যেত নবনীতার কলকাতার বাড়িতে ৷ স্মৃতিচারণায় ভাসলেন প্রতীচীর বর্তমান ম্যানেজার অরবিন্দ নন্দী । উঠে এল নানান কথা ৷

লোহার মূল ফটকের একদিকে লেখা বাড়ির নাম ৷ অন্যদিকে অর্মত্য সেনের নাম ৷ এই বাড়ির নামেই তাঁর 'প্রতীচী ট্রাস্ট'। ফটক পেরিয়ে ঢুকলেই মোরাম বাঁধানো রাস্তার দু'দিকে বাগান ৷ সেখানেই নানা মরশুমি সবজি ফুলের চাষ হত ৷ একসময় এখানেই দীর্ঘ সময় কাটিয়েছেন অমর্ত্য সেনের প্রথম স্ত্রী সাহিত্যিক নবনীতা দেবসেন । এমন কী বিবাহ বিচ্ছেদের পরও বহুবার এই বাড়িতে এসেছেন তিনি । শান্তিনিকেতনে এলেই ঘনিষ্ঠ মহলের সঙ্গে চলত তাঁর দীর্ঘ আড্ডা। প্রতীচীর ম্যানেজার অরবিন্দ নন্দী স্মৃতিচারণ করতে গিয়ে বলেন, "বাগানের টাটকা সবজি খুবই পছন্দ করতে বউদি। আমি নিজেই গিয়ে দিয়ে আসতাম কলকাতার বাড়িতে ।"

image
নবনীতা দেবসেনের স্মৃতিচারণে প্রতীচীর ম্যানেজার অরবিন্দ নন্দী

এখনও শান্তিনিকেতন এলে অমর্ত্য সেনের অন্যতম সঙ্গী অরবিন্দবাবু ৷ বর্তমানে তিনিই প্রতীচী বাড়ি ও ট্রাস্টের বেশিরভাগ বিষয় দেখভাল করেন । হয়ত এই বাড়ির উঠোন, বাগানচত্বরে আর আসা হবে না নবনীতা দেবসেনের ৷ কিন্তু কোথাও যেন এই স্মৃতিগুলির ভিড়ে থেকে যাবেন তিনি ৷

শান্তিনিকেতন, 9 নভেম্বর : প্রতীচী ৷ একসময় অমর্ত্য সেনের শান্তিনিকেতনের এই বাড়িতে বহুবার এসেছেন নবনীতা দেবসেন ৷ বাড়ির সামনে একটা বাগান ছিল ৷ প্রতিবার সেই বাগানের মরশুমি সব ফুল-সবজি সব যেত নবনীতার কলকাতার বাড়িতে ৷ স্মৃতিচারণায় ভাসলেন প্রতীচীর বর্তমান ম্যানেজার অরবিন্দ নন্দী । উঠে এল নানান কথা ৷

লোহার মূল ফটকের একদিকে লেখা বাড়ির নাম ৷ অন্যদিকে অর্মত্য সেনের নাম ৷ এই বাড়ির নামেই তাঁর 'প্রতীচী ট্রাস্ট'। ফটক পেরিয়ে ঢুকলেই মোরাম বাঁধানো রাস্তার দু'দিকে বাগান ৷ সেখানেই নানা মরশুমি সবজি ফুলের চাষ হত ৷ একসময় এখানেই দীর্ঘ সময় কাটিয়েছেন অমর্ত্য সেনের প্রথম স্ত্রী সাহিত্যিক নবনীতা দেবসেন । এমন কী বিবাহ বিচ্ছেদের পরও বহুবার এই বাড়িতে এসেছেন তিনি । শান্তিনিকেতনে এলেই ঘনিষ্ঠ মহলের সঙ্গে চলত তাঁর দীর্ঘ আড্ডা। প্রতীচীর ম্যানেজার অরবিন্দ নন্দী স্মৃতিচারণ করতে গিয়ে বলেন, "বাগানের টাটকা সবজি খুবই পছন্দ করতে বউদি। আমি নিজেই গিয়ে দিয়ে আসতাম কলকাতার বাড়িতে ।"

image
নবনীতা দেবসেনের স্মৃতিচারণে প্রতীচীর ম্যানেজার অরবিন্দ নন্দী

এখনও শান্তিনিকেতন এলে অমর্ত্য সেনের অন্যতম সঙ্গী অরবিন্দবাবু ৷ বর্তমানে তিনিই প্রতীচী বাড়ি ও ট্রাস্টের বেশিরভাগ বিষয় দেখভাল করেন । হয়ত এই বাড়ির উঠোন, বাগানচত্বরে আর আসা হবে না নবনীতা দেবসেনের ৷ কিন্তু কোথাও যেন এই স্মৃতিগুলির ভিড়ে থেকে যাবেন তিনি ৷

Intro:শান্তিনিকেতন, ৮ নভেম্বরঃ অমর্ত্য সেনের শান্তিনিকেতনের প্রতীচী বাড়ি থেকে মরশুমি সবজি, ফুল যেত 'ভালোবাসায়'। সাহিত্যিক নবনীতা দেবসেনের প্রয়াণে স্মৃতিচারণ করে বলেন, এই প্রতীচী বাড়ির বর্ষিয়ান ম্যানেজার অরবিন্দ নন্দী। প্রতীচী বাড়িতে তাঁর বহু স্মৃতি রয়ে গেল। Body:শান্তিনিকেতন, ৮ নভেম্বরঃ অমর্ত্য সেনের শান্তিনিকেতনের প্রতীচী বাড়ি থেকে মরশুমি সবজি, ফুল যেত 'ভালোবাসায়'। সাহিত্যিক নবনীতা দেবসেনের প্রয়াণে স্মৃতিচারণ করে বলেন, এই প্রতীচী বাড়ির বর্ষিয়ান ম্যানেজার অরবিন্দ নন্দী। প্রতীচী বাড়িতে তাঁর বহু স্মৃতি রয়ে গেল।

শান্তিনিকেতন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের বাড়ির নাম 'প্রতীচী'। এই বাড়ির নামেই তাঁর 'প্রতীচী ট্রাস্ট'। এই বাড়িতে দীর্ঘ সময় কাটিয়েছেন অমর্ত্য সেনের প্রথম স্ত্রী সাহিত্যিক নবনীতা দেবসেন। বিবাহ বিচ্ছেদের পরেও বহুবার এই বাড়িতে এসেছেন তিনি। শান্তিনিকেতনে এলেই ঘনিষ্ঠ মহলের সঙ্গে চলত তাঁর দীর্ঘ আড্ডা। এই প্রতীচী বাড়িতে রয়েছে বিভিন্ন সব্জি, ফুল, ফলের বড় বাগান। মরশুমি সবজি, ফুল এই বাগান থেকে নবনীতা দেবসেনের কলকাতার ভালোভাসা বাড়িতে দিয়ে আসতেন ম্যানেজার অরবিন্দ নন্দী। অমর্ত্য সেন শান্তিনিকেতন এলেই তাঁর অন্যতম সঙ্গী হিসাবে দেখা যায় অরবিন্দবাবুকে। তিনিই বর্তমানে প্রতীচী বাড়ি ও ট্রাস্টের বেশির ভাগ বিষয় দেখভাল করেন। প্রিয় বউদিদির প্রয়াণে স্মৃতিচারণ করে তিনি জানান, বাগানের টাটকা সব্জি খুবই পছন্দ করতে বউদি। তাই আমি নিজেই গিয়ে দিয়ে আসতাম কলকাতায়।Conclusion:
Last Updated : Nov 17, 2019, 1:46 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.