ETV Bharat / state

নববর্ষে প্রথমবার শান্তিনিকেতনে উদযাপিত হল না রবীন্দ্র জয়ন্তী - লকডাউন

25 বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন । কিন্তু, এই সময়ে বিশ্বভারতীতে গ্রীষ্মের ছুটি থাকে । তাই প্রতিবছর নববর্ষের দিন উদযাপিত হয় রবীন্দ্র জন্মজয়ন্তী । শান্তিনিকেতনের উপাসনা গৃহে বিশেষ উপাসনা হয়ে থাকে । কিন্তু লকডাউনের কারণে এই বছর সব বন্ধ ৷

Santiniketan
শান্তিনিকেতন
author img

By

Published : Apr 14, 2020, 5:47 PM IST

শান্তিনিকেতন, 14 এপ্রিল : লকডাউনের জেরে এই প্রথম বাংলা নববর্ষের দিনে রবীন্দ্র জন্মজয়ন্তী পালিত হল না বিশ্বভারতীতে । প্রতিবছর নববর্ষে বিশেষ উপাসনার পাশাপাশি রবীন্দ্র জন্মজয়ন্তী পালিত হয়ে থাকে বিশ্বভারতীতে । কিন্তু আজ কার্যত শূন্য শান্তিনিকেতন ।

25 বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন । কিন্তু, এই সময়ে বিশ্বভারতীতে গ্রীষ্মের ছুটি থাকে । তাই প্রতিবছর নববর্ষের দিন উদযাপিত হয় রবীন্দ্র জন্মজয়ন্তী । শান্তিনিকেতনের উপাসনা গৃহে বিশেষ উপাসনা হয়ে থাকে । প্রতি বছরই ছাতিমতলা, রবীন্দ্রভবন প্রভৃতি জায়গায় রবীন্দ্র সংগীত , বৈদিক মন্ত্র পাঠ , ব্রহ্ম উপাসনা , বই প্রকাশ , প্রদর্শনী সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে থাকে ।

কোরোনা ভাইরাসের সংক্রমণ রুখতে দেশজুড়ে লকডাউন চলছে । লকডাউনের কারণে অনেক আগেই ছুটি পড়ে গিয়েছে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় । আগেই বন্ধ রয়েছে বুধবারের উপাসনা । তাই এই প্রথম নববর্ষে শূন্য শান্তিনিকেতন । পালিত হল না রবীন্দ্র জন্মজয়ন্তী । প্রতি বছর এই দিনে পড়ুয়া থেকে শুরু করে অধ্যাপক - অধ্যাপিকা , আশ্রমিক , রবীন্দ্র অনুরাগী মানুষ আসেন শান্তিনিকেতনে । কোরোনা ভাইরাসের আতঙ্কে এখন শুধুই শান্তিনিকেতন জুড়ে শুধুই নিস্তব্ধতা ।

শান্তিনিকেতন, 14 এপ্রিল : লকডাউনের জেরে এই প্রথম বাংলা নববর্ষের দিনে রবীন্দ্র জন্মজয়ন্তী পালিত হল না বিশ্বভারতীতে । প্রতিবছর নববর্ষে বিশেষ উপাসনার পাশাপাশি রবীন্দ্র জন্মজয়ন্তী পালিত হয়ে থাকে বিশ্বভারতীতে । কিন্তু আজ কার্যত শূন্য শান্তিনিকেতন ।

25 বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন । কিন্তু, এই সময়ে বিশ্বভারতীতে গ্রীষ্মের ছুটি থাকে । তাই প্রতিবছর নববর্ষের দিন উদযাপিত হয় রবীন্দ্র জন্মজয়ন্তী । শান্তিনিকেতনের উপাসনা গৃহে বিশেষ উপাসনা হয়ে থাকে । প্রতি বছরই ছাতিমতলা, রবীন্দ্রভবন প্রভৃতি জায়গায় রবীন্দ্র সংগীত , বৈদিক মন্ত্র পাঠ , ব্রহ্ম উপাসনা , বই প্রকাশ , প্রদর্শনী সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে থাকে ।

কোরোনা ভাইরাসের সংক্রমণ রুখতে দেশজুড়ে লকডাউন চলছে । লকডাউনের কারণে অনেক আগেই ছুটি পড়ে গিয়েছে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় । আগেই বন্ধ রয়েছে বুধবারের উপাসনা । তাই এই প্রথম নববর্ষে শূন্য শান্তিনিকেতন । পালিত হল না রবীন্দ্র জন্মজয়ন্তী । প্রতি বছর এই দিনে পড়ুয়া থেকে শুরু করে অধ্যাপক - অধ্যাপিকা , আশ্রমিক , রবীন্দ্র অনুরাগী মানুষ আসেন শান্তিনিকেতনে । কোরোনা ভাইরাসের আতঙ্কে এখন শুধুই শান্তিনিকেতন জুড়ে শুধুই নিস্তব্ধতা ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.