ETV Bharat / state

Firhad Hakim: কেন্দ্রের অধীনে থাকা অস্ত্র কারখানাগুলি থেকে আসছে বোমা তৈরির মশলা, বিস্ফোরক দাবি ফিরহাদের - বাংলায় বাজি কারখানায় বিস্ফোরণ

রাজ্যের বিভিন্ন প্রান্তে গত কয়েকদিনে পরপর বিস্ফোরণে মৃত্যু হয়েছে কমপক্ষে 16 জনের ৷ এই প্রেক্ষিতে ফিরহাদ হাকিমের দাবি, গান অ্যান্ড সেল ফ্যাক্টারিগুলি থেকে বোমার মশলা বেরোচ্ছে, পুরোটাই বিজেপির চক্রান্ত ৷

ETV Bharat
ফিরহাদ হাকিম
author img

By

Published : May 28, 2023, 10:25 PM IST

ফিরহাদ হাকিমের বক্তব্য

বোলপুর, 28 মে: "গান অ্যান্ড সেল ফ্যাক্টারিগুলি থেকে বোমা তৈরির মশলা ও কার্তুজ বেরোচ্ছে, পুরোটাই বিজেপি করাচ্ছে ৷" রবিবার এই বিস্ফোরক অভিযোগ করেছেন তৃণমূল নেতা তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম । গত কয়েকদিনে মেদিনীপুরের এগরা, দক্ষিণ 24 পরগনার বজবজ, মালদার ইংরেজবাজারের মতো একাধিক জায়গায় বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে ৷ মৃত্যু হয়েছে কমপক্ষে 16 জনের ৷ বীরভূমের দুবরাজপুর, দক্ষিণ 24 পরগনার ভাঙড়ের মতো এলাকায় বোমা বিস্ফোরণের ঘটনাও ঘটেছে ৷ বিরোধীদের অভিযোগ, শাসকদলের মদতে রাজ্যে কার্যত বোমা ও বেআইনি বাজি তৈরির কুটিরশিল্প হয়েছে ৷ এই পরিস্থিতিতে ফিরহাদের এই মন্তব্য যথেষ্ট গুরুত্বপূর্ণ ৷ সরাসরি তিনি কেন্দ্রের প্রতিরক্ষা বিভাগের অধীনে থাকা রাজ্যের অস্ত্র কারখানাগুলির বিরুদ্ধেই অভিযোগ আনলেন ৷

এদিন, বীরভূম জেলা তৃণমূল কোর কমিটির সদস্যদের সঙ্গে ও পরে জেলা কমিটির বৈঠক করেন দলের তরফে এই জেলার দায়িত্বপ্রাপ্ত পর্যবেক্ষক ফিরহাদ হাকিম । বীরভূম-সহ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে গত 15 দিন ধরে বিপুল পরিমাণে বোমা, বাজি তৈরির বারুদ, আগ্নেয়াস্ত্র উদ্ধার হচ্ছে ৷ এদিন দলীয় বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, "বোমা উদ্ধার করল কে ? সেন্ট্রাল ফোর্স, সিবিআই ? না । রাজ্য পুলিশ বোমা উদ্ধার করেছে । বিজেপি প্ল্যান করে বোমা আনানো ও মজুত করার পরিকল্পনা করছে ।" তাঁর কথায়, "বোমার মশলা আসছে কোথা থেকে । গান অ্যান্ড সেল ফ্যাক্টারিগুলি থেকে বোমার মশলা বেরোচ্ছে কী করে ? সাপ্লাই কারা দিচ্ছে ? পুরোটাই বিজেপি করাচ্ছে ৷ আসল ষড়যন্ত্রকারীকে ধরতে হবে ।"

এদিন বোলপুরে তৃণমূলের দলীয় কার্যালয়ে বীরভূম জেলা কোর কমিটির সদস্যদের নিয়ে বৈঠক করেন রাজ্যের পৌর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম । ছিলেন, রাজ্যের ক্ষুদ্র-মাঝারি ও কুটির শিল্প মন্ত্রী চন্দ্রনাথ সিংহ, সাংসদ শতাব্দী রায়, অসিত মাল, বিধানসভার উপ-অধ্যক্ষ আশিস বন্দ্যোপাধ্যায়, বিধায়ক অভিজিৎ সিংহ, জেলা সভাধিপতি বিকাশ রায়চৌধুরী, তৃণমূল নেতা কাজল শেখ, সুদীপ্ত ঘোষ ও বিশ্ববিজয় মাড্ডি ৷

আরও পড়ুন: পরপর বিস্ফোরণেও ঢিলেঢালা নজরদারি ! উত্তর 24 পরগনায় রমরমিয়ে চলছে বেআইনি বাজির কারবার

গরুপাচার মামলায় কেন্দ্রীয় এজেন্সির হাতে গ্রেফতার হয়ে বর্তমানে তিহাড় জেলে বন্দি তৃণমূল বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল । তাঁকে ওই পদে রেখে জেলার সাংগঠনিক কাজ পরিচালনার জন্য 9 জনের কোর কমিটি গঠন করে দিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় । পাশাপাশি, বীরভূমের পর্যবেক্ষকের দায়িত্ব দেওয়া হয়েছে ফিরহাদকে ৷ পর্যবেক্ষক হওয়ার পর এই প্রথম তিনি বীরভূমের কোর কমিটির সদস্যদের নিয়ে বৈঠক করলেন ৷ পরে জেলা কমিটির বৈঠকেও যোগ দেন ফিরহাদ হাকিম । আসন্ন পঞ্চায়েত নির্বাচনের আগে দলের ব্লক সভাপতি, অঞ্চল সভাপতি, পঞ্চায়েত প্রধান, পৌর প্রধান-সহ জেলা নেতাদের নিয়ে বৈঠক করেন মন্ত্রী ।

ফিরহাদ হাকিমের বক্তব্য

বোলপুর, 28 মে: "গান অ্যান্ড সেল ফ্যাক্টারিগুলি থেকে বোমা তৈরির মশলা ও কার্তুজ বেরোচ্ছে, পুরোটাই বিজেপি করাচ্ছে ৷" রবিবার এই বিস্ফোরক অভিযোগ করেছেন তৃণমূল নেতা তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম । গত কয়েকদিনে মেদিনীপুরের এগরা, দক্ষিণ 24 পরগনার বজবজ, মালদার ইংরেজবাজারের মতো একাধিক জায়গায় বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে ৷ মৃত্যু হয়েছে কমপক্ষে 16 জনের ৷ বীরভূমের দুবরাজপুর, দক্ষিণ 24 পরগনার ভাঙড়ের মতো এলাকায় বোমা বিস্ফোরণের ঘটনাও ঘটেছে ৷ বিরোধীদের অভিযোগ, শাসকদলের মদতে রাজ্যে কার্যত বোমা ও বেআইনি বাজি তৈরির কুটিরশিল্প হয়েছে ৷ এই পরিস্থিতিতে ফিরহাদের এই মন্তব্য যথেষ্ট গুরুত্বপূর্ণ ৷ সরাসরি তিনি কেন্দ্রের প্রতিরক্ষা বিভাগের অধীনে থাকা রাজ্যের অস্ত্র কারখানাগুলির বিরুদ্ধেই অভিযোগ আনলেন ৷

এদিন, বীরভূম জেলা তৃণমূল কোর কমিটির সদস্যদের সঙ্গে ও পরে জেলা কমিটির বৈঠক করেন দলের তরফে এই জেলার দায়িত্বপ্রাপ্ত পর্যবেক্ষক ফিরহাদ হাকিম । বীরভূম-সহ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে গত 15 দিন ধরে বিপুল পরিমাণে বোমা, বাজি তৈরির বারুদ, আগ্নেয়াস্ত্র উদ্ধার হচ্ছে ৷ এদিন দলীয় বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, "বোমা উদ্ধার করল কে ? সেন্ট্রাল ফোর্স, সিবিআই ? না । রাজ্য পুলিশ বোমা উদ্ধার করেছে । বিজেপি প্ল্যান করে বোমা আনানো ও মজুত করার পরিকল্পনা করছে ।" তাঁর কথায়, "বোমার মশলা আসছে কোথা থেকে । গান অ্যান্ড সেল ফ্যাক্টারিগুলি থেকে বোমার মশলা বেরোচ্ছে কী করে ? সাপ্লাই কারা দিচ্ছে ? পুরোটাই বিজেপি করাচ্ছে ৷ আসল ষড়যন্ত্রকারীকে ধরতে হবে ।"

এদিন বোলপুরে তৃণমূলের দলীয় কার্যালয়ে বীরভূম জেলা কোর কমিটির সদস্যদের নিয়ে বৈঠক করেন রাজ্যের পৌর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম । ছিলেন, রাজ্যের ক্ষুদ্র-মাঝারি ও কুটির শিল্প মন্ত্রী চন্দ্রনাথ সিংহ, সাংসদ শতাব্দী রায়, অসিত মাল, বিধানসভার উপ-অধ্যক্ষ আশিস বন্দ্যোপাধ্যায়, বিধায়ক অভিজিৎ সিংহ, জেলা সভাধিপতি বিকাশ রায়চৌধুরী, তৃণমূল নেতা কাজল শেখ, সুদীপ্ত ঘোষ ও বিশ্ববিজয় মাড্ডি ৷

আরও পড়ুন: পরপর বিস্ফোরণেও ঢিলেঢালা নজরদারি ! উত্তর 24 পরগনায় রমরমিয়ে চলছে বেআইনি বাজির কারবার

গরুপাচার মামলায় কেন্দ্রীয় এজেন্সির হাতে গ্রেফতার হয়ে বর্তমানে তিহাড় জেলে বন্দি তৃণমূল বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল । তাঁকে ওই পদে রেখে জেলার সাংগঠনিক কাজ পরিচালনার জন্য 9 জনের কোর কমিটি গঠন করে দিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় । পাশাপাশি, বীরভূমের পর্যবেক্ষকের দায়িত্ব দেওয়া হয়েছে ফিরহাদকে ৷ পর্যবেক্ষক হওয়ার পর এই প্রথম তিনি বীরভূমের কোর কমিটির সদস্যদের নিয়ে বৈঠক করলেন ৷ পরে জেলা কমিটির বৈঠকেও যোগ দেন ফিরহাদ হাকিম । আসন্ন পঞ্চায়েত নির্বাচনের আগে দলের ব্লক সভাপতি, অঞ্চল সভাপতি, পঞ্চায়েত প্রধান, পৌর প্রধান-সহ জেলা নেতাদের নিয়ে বৈঠক করেন মন্ত্রী ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.