ETV Bharat / state

ISCKON Temple Fire: খয়রাশোলে ভস্মীভূত ইসকনের মন্দির, ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন ভক্তরা ! - বীরভূম

বীরভূমের (Birbhum) খয়রাশোলে ইসকনের মন্দিরে (ISKCON Temple) আগুন ৷ ঘটনা ঘিরে এলাকায় উত্তেজনা ছড়াল ৷ দোষীদের শাস্তির দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন ভক্তরা ৷

Fire engulf ISKCON Temple in Birbhum sparks controversy
আগুনে খাক !
author img

By

Published : Dec 17, 2022, 7:22 PM IST

ষড়যন্ত্রের অভিযোগ ইসকনের সন্ন্য়াসীর

খয়রাশোল, 17 ডিসেম্বর: ভোর রাতের আগুনে ভস্মীভূত হয়ে গেল ইসকনের মন্দির (ISKCON Temple) ৷ ঘটনা ঘিরে উত্তেজনা ছড়িয়েছে বীরভূমের (Birbhum) খয়রাশোলে ৷ কর্তৃপক্ষের অভিযোগ, কেউ বা কারা ইচ্ছাকৃতভাবে মন্দিরে আগুন লাগিয়ে দিয়েছে ৷ এমনকী, কিছুদিন আগেও এমন চেষ্টা করা হয়েছিল ৷ ঘটনার প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান ভক্তরা ৷ পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তাঁরা ৷

বীরভূমের খয়রাশোল থানার অন্তর্গত কেন্দ্রগড়িয়া গ্রাম পঞ্চায়েতের ভীমগড়ে রয়েছে ইসকনের এই মন্দিরটি ৷ তার কংক্রিটের দেওয়াল এবং খড়ের ছাউনি ৷ অভিযোগ, গত 9 ডিসেম্বর রাতে এই মন্দিরে আগুন ধরিয়ে দেওয়া হয় ৷ তবে সেই আগুন ছড়িয়ে পড়ার আগেই দেখতে পেয়ে যান ভক্তরা ৷ তড়িঘড়ি সকলে মিলে আগুন নেভানো হয় ৷ সেই দিনই ইসকনের তরফ থেকে স্থানীয় থানায় বিষয়টি জানানো হয় ৷ তখন পুলিশ বলেছিল, মন্দির চত্বরে পর্যাপ্ত আলোর বন্দোবস্ত করতে হবে ৷ ইতিমধ্য়েই তা করা হয়েছে ৷ তারপরও শনিবার ভোর রাতে ফের মন্দিরে আগুন লাগিয়ে দেওয়া হয় বলে অভিযোগ কর্তৃপক্ষের ৷

আরও পড়ুন: 6টি ইঞ্জিনের চেষ্টায় আয়ত্তে হাবড়ার রেলবস্তির আগুন, পুড়ে ছাই 50টি ঘর

ইসকনের সন্ন্য়াসী ঔদার্যচন্দ্র দাস জানিয়েছেন, "জ্বালানি তেল ঢেলে মন্দিরের খড়ের ছাউনিতে আগুন ধরিয়ে দিয়ে যায় দুষ্কৃতীরা ৷ সেই সময় ভিতরে অনেকে ছিলেন ৷ বড় কোনও অঘটন ঘটতে পারত ৷ তবে, আগুনের তাপ পেয়েই সকলে বাইরে বেরিয়ে আসেন ৷ তাই হতাহতের কোনও ঘটনা ঘটেনি ৷" এই ঘটনা উদ্দেশ্যপ্রণোদিত এবং পরিকল্পিত বলে মনে করছেন এই সন্ন্য়াসী ৷

অভিযোগের একই সুর শোনা গিয়েছে ভক্তদের গলাতেও ৷ চন্দ্রাণী চট্টোপাধ্য়ায় নামে এক ভক্ত বলেন, "কারা আগুন লাগিয়েছেন, পুলিশ সব জানে ৷ আমাদের সামনে তাঁদের নিয়ে আসা হোক ৷ আমরা দোষীদের কঠোর শাস্তি চাই ৷ আগেও এই মন্দিরে আগুন লাগানো হয়েছিল ৷ আবার একই জিনিস হল ৷"

ঘটনার প্রতিবাদে এদিন দীর্ঘক্ষণ রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান ইসকনের ভক্তরা ৷ একইসঙ্গে পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তাঁরা ৷ তাঁদের দাবি, ঘটনার পর দমকল আসতে অনেক দেরি করে ৷ ফলে মন্দিরের মারাত্মক ক্ষতি হয় ৷ দ্বিতীয়ত, পুলিশ ঘটনাস্থলে পৌঁছনোর পরও সেভাবে তদন্ত করেনি বলে অভিযোগ ভক্তদের ৷ এই সবকিছুর পিছনে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন ইসকনের সাধু ও ভক্তরা ৷ তবে, তাঁরা ঠিক কাদের এই ঘটনার জন্য সন্দেহ করছেন, সেই বিষয়ে ক্য়ামেরার সামনে স্পষ্ট করে কিছু বলতে চাননি ৷

ষড়যন্ত্রের অভিযোগ ইসকনের সন্ন্য়াসীর

খয়রাশোল, 17 ডিসেম্বর: ভোর রাতের আগুনে ভস্মীভূত হয়ে গেল ইসকনের মন্দির (ISKCON Temple) ৷ ঘটনা ঘিরে উত্তেজনা ছড়িয়েছে বীরভূমের (Birbhum) খয়রাশোলে ৷ কর্তৃপক্ষের অভিযোগ, কেউ বা কারা ইচ্ছাকৃতভাবে মন্দিরে আগুন লাগিয়ে দিয়েছে ৷ এমনকী, কিছুদিন আগেও এমন চেষ্টা করা হয়েছিল ৷ ঘটনার প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান ভক্তরা ৷ পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তাঁরা ৷

বীরভূমের খয়রাশোল থানার অন্তর্গত কেন্দ্রগড়িয়া গ্রাম পঞ্চায়েতের ভীমগড়ে রয়েছে ইসকনের এই মন্দিরটি ৷ তার কংক্রিটের দেওয়াল এবং খড়ের ছাউনি ৷ অভিযোগ, গত 9 ডিসেম্বর রাতে এই মন্দিরে আগুন ধরিয়ে দেওয়া হয় ৷ তবে সেই আগুন ছড়িয়ে পড়ার আগেই দেখতে পেয়ে যান ভক্তরা ৷ তড়িঘড়ি সকলে মিলে আগুন নেভানো হয় ৷ সেই দিনই ইসকনের তরফ থেকে স্থানীয় থানায় বিষয়টি জানানো হয় ৷ তখন পুলিশ বলেছিল, মন্দির চত্বরে পর্যাপ্ত আলোর বন্দোবস্ত করতে হবে ৷ ইতিমধ্য়েই তা করা হয়েছে ৷ তারপরও শনিবার ভোর রাতে ফের মন্দিরে আগুন লাগিয়ে দেওয়া হয় বলে অভিযোগ কর্তৃপক্ষের ৷

আরও পড়ুন: 6টি ইঞ্জিনের চেষ্টায় আয়ত্তে হাবড়ার রেলবস্তির আগুন, পুড়ে ছাই 50টি ঘর

ইসকনের সন্ন্য়াসী ঔদার্যচন্দ্র দাস জানিয়েছেন, "জ্বালানি তেল ঢেলে মন্দিরের খড়ের ছাউনিতে আগুন ধরিয়ে দিয়ে যায় দুষ্কৃতীরা ৷ সেই সময় ভিতরে অনেকে ছিলেন ৷ বড় কোনও অঘটন ঘটতে পারত ৷ তবে, আগুনের তাপ পেয়েই সকলে বাইরে বেরিয়ে আসেন ৷ তাই হতাহতের কোনও ঘটনা ঘটেনি ৷" এই ঘটনা উদ্দেশ্যপ্রণোদিত এবং পরিকল্পিত বলে মনে করছেন এই সন্ন্য়াসী ৷

অভিযোগের একই সুর শোনা গিয়েছে ভক্তদের গলাতেও ৷ চন্দ্রাণী চট্টোপাধ্য়ায় নামে এক ভক্ত বলেন, "কারা আগুন লাগিয়েছেন, পুলিশ সব জানে ৷ আমাদের সামনে তাঁদের নিয়ে আসা হোক ৷ আমরা দোষীদের কঠোর শাস্তি চাই ৷ আগেও এই মন্দিরে আগুন লাগানো হয়েছিল ৷ আবার একই জিনিস হল ৷"

ঘটনার প্রতিবাদে এদিন দীর্ঘক্ষণ রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান ইসকনের ভক্তরা ৷ একইসঙ্গে পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তাঁরা ৷ তাঁদের দাবি, ঘটনার পর দমকল আসতে অনেক দেরি করে ৷ ফলে মন্দিরের মারাত্মক ক্ষতি হয় ৷ দ্বিতীয়ত, পুলিশ ঘটনাস্থলে পৌঁছনোর পরও সেভাবে তদন্ত করেনি বলে অভিযোগ ভক্তদের ৷ এই সবকিছুর পিছনে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন ইসকনের সাধু ও ভক্তরা ৷ তবে, তাঁরা ঠিক কাদের এই ঘটনার জন্য সন্দেহ করছেন, সেই বিষয়ে ক্য়ামেরার সামনে স্পষ্ট করে কিছু বলতে চাননি ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.