ETV Bharat / state

Fire at Mallarpur: মল্লারপুরে কিষাণ মাণ্ডিতে ভয়াবহ আগুন! পুড়ে ছাই কয়েক কোটির সম্পত্তি - Fire Breaks Out

বীরভূমের মল্লারপুরে কিষাণ মাণ্ডিতে ভয়াবহ আগুন (Fire Breaks Out at Mallarpur) ৷ পুড়ে ছাই কয়েক কোটি টাকার সম্পত্তি ৷ এখনও 4টি দমকলের ইঞ্জিন আগুন নেভানোর কাজ করছে। বৃহস্পতিবার দুপুরে আগুন লেগেছে বলে জানা গিয়েছে স্থানীয় সূত্রে ৷

Fire at Mallarpur
মল্লারপুরে কিষাণ মাণ্ডিতে ভয়াবহ আগুন
author img

By

Published : Mar 2, 2023, 7:25 PM IST

মল্লারপুরে কিষাণ মাণ্ডিতে ভয়াবহ আগুন

মল্লারপুর (বীরভূম), 2 মার্চ: ভরদুপুরে ভয়ানক অগ্নিকাণ্ডের (Devastating Fire) ঘটনা মল্লারপুরে। মল্লারপুর কিষাণ মাণ্ডিতে হঠাৎ দেখা যায় আগুনের লেলিহান শিখা (Fire Breaks Out)। পুড়ে ছাই হয়ে যায় সেখানে রাখা ধান ও আখ। ঘটনাস্থলে প্রথমে পৌঁছয় দমকলের দু'টি ইঞ্জিন (Two Fire Engines), পরে আরও দু'টি ইঞ্জিন ঘটনাস্থলে যায়। মোট 4টি ইঞ্জিনের চেষ্টায় বাইরের আগুন নিয়ন্ত্রণে এলেও গোডাউনের ভিতরের আগুন নেভাতে বেগ পেতে হয় দমকল আধিকারিকদের ৷

স্থানীয় সূত্রের জানা যায়, মল্লারপুরের কিষাণ মাণ্ডিতে হঠাৎই আগুন দেখতে পান স্থানীয় বাসিন্দারা। ক্ষণিকের মধ্যে সেই আগুন ছড়িয়ে পড়ে কিষাণ মাণ্ডি ভিতরে প্রতিটি জায়গায়। রামপুরহাট দমকলে খবর দিলে প্রায় আধঘণ্টার উপর লেগে যায় দমকল আসতে। কারণ রামপুরহাট থেকে মল্লারপুরের দুরত্ব প্রায় 14 কিলোমিটার। দমকল সূত্রে জানা যায়, কিষাণমাণ্ডির গোডাউনে রাখা বস্তায় প্রথম আগুন লাগে বলে প্রাথমিক অনুমান।

আরও পড়ুন: ভোররাতের আগুনে ভস্মীভূত 10-12টি দোকান, চাঞ্চল্য ভট্টনগর বাজারে

খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই রামপুরহাট থেকে দমকলের দু'টি ইঞ্জিন ঘটনাস্থলে এসে পৌঁছয়। পরে আরও দু'টি ইঞ্জিন আসে ঘটনাস্থলে। রামপুরহাটের মহকুমা শাসক সাদ্দাম নাভেদ, রামপুরহাট মহকুমার পুলিশ আধিকারিক ধীমান মিত্র, সিআই-সহ প্রশাসনের সর্বস্তরের আধিকারিকরা ঘটনাস্থলে যান।
রামপুরহাট মহকুমা শাসক সাদ্দাম নাভেদ বলেন, "কীভাবে আগুন লেগেছে সেটা এখনই বলা সম্ভব নয়। প্রথমে আমরা আগুন কন্ট্রোল করার চেষ্টা করছি। আনুমানিক সাড়ে বারোটা নাগাদ আগুন লাগে। সঙ্গে সঙ্গে দমকল বিভাগে খবর দেওয়া হয়।"

আরও পড়ুন: নাগেরবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড! উদ্ধারকাজে সামিল খোদ দমকলমন্ত্রী

তিনি আরও বলেন, "এখন 4টি দমকলের ইঞ্জিন আগুন নেভানোর কাজ করছে। কত টাকার ক্ষতি হয়েছে সেটা বলতে কিছু সময় লাগবে।" তবে ভয়াবহ এই অগ্নিকাণ্ডে কয়েক কোটি টাকার সম্পত্তি ধূলিসাৎ বলে আশংকা করা হচ্ছে। উল্লেখ্য, কয়েকদিন আগেও রাজনগর এলাকার দু'টি জায়গায় আগুন লেগেছিল। একই এলাকার বিভিন্ন জায়গায় বারবার আগুন লাগার ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে স্থানীয় মানুষের মধ্যে।

মল্লারপুরে কিষাণ মাণ্ডিতে ভয়াবহ আগুন

মল্লারপুর (বীরভূম), 2 মার্চ: ভরদুপুরে ভয়ানক অগ্নিকাণ্ডের (Devastating Fire) ঘটনা মল্লারপুরে। মল্লারপুর কিষাণ মাণ্ডিতে হঠাৎ দেখা যায় আগুনের লেলিহান শিখা (Fire Breaks Out)। পুড়ে ছাই হয়ে যায় সেখানে রাখা ধান ও আখ। ঘটনাস্থলে প্রথমে পৌঁছয় দমকলের দু'টি ইঞ্জিন (Two Fire Engines), পরে আরও দু'টি ইঞ্জিন ঘটনাস্থলে যায়। মোট 4টি ইঞ্জিনের চেষ্টায় বাইরের আগুন নিয়ন্ত্রণে এলেও গোডাউনের ভিতরের আগুন নেভাতে বেগ পেতে হয় দমকল আধিকারিকদের ৷

স্থানীয় সূত্রের জানা যায়, মল্লারপুরের কিষাণ মাণ্ডিতে হঠাৎই আগুন দেখতে পান স্থানীয় বাসিন্দারা। ক্ষণিকের মধ্যে সেই আগুন ছড়িয়ে পড়ে কিষাণ মাণ্ডি ভিতরে প্রতিটি জায়গায়। রামপুরহাট দমকলে খবর দিলে প্রায় আধঘণ্টার উপর লেগে যায় দমকল আসতে। কারণ রামপুরহাট থেকে মল্লারপুরের দুরত্ব প্রায় 14 কিলোমিটার। দমকল সূত্রে জানা যায়, কিষাণমাণ্ডির গোডাউনে রাখা বস্তায় প্রথম আগুন লাগে বলে প্রাথমিক অনুমান।

আরও পড়ুন: ভোররাতের আগুনে ভস্মীভূত 10-12টি দোকান, চাঞ্চল্য ভট্টনগর বাজারে

খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই রামপুরহাট থেকে দমকলের দু'টি ইঞ্জিন ঘটনাস্থলে এসে পৌঁছয়। পরে আরও দু'টি ইঞ্জিন আসে ঘটনাস্থলে। রামপুরহাটের মহকুমা শাসক সাদ্দাম নাভেদ, রামপুরহাট মহকুমার পুলিশ আধিকারিক ধীমান মিত্র, সিআই-সহ প্রশাসনের সর্বস্তরের আধিকারিকরা ঘটনাস্থলে যান।
রামপুরহাট মহকুমা শাসক সাদ্দাম নাভেদ বলেন, "কীভাবে আগুন লেগেছে সেটা এখনই বলা সম্ভব নয়। প্রথমে আমরা আগুন কন্ট্রোল করার চেষ্টা করছি। আনুমানিক সাড়ে বারোটা নাগাদ আগুন লাগে। সঙ্গে সঙ্গে দমকল বিভাগে খবর দেওয়া হয়।"

আরও পড়ুন: নাগেরবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড! উদ্ধারকাজে সামিল খোদ দমকলমন্ত্রী

তিনি আরও বলেন, "এখন 4টি দমকলের ইঞ্জিন আগুন নেভানোর কাজ করছে। কত টাকার ক্ষতি হয়েছে সেটা বলতে কিছু সময় লাগবে।" তবে ভয়াবহ এই অগ্নিকাণ্ডে কয়েক কোটি টাকার সম্পত্তি ধূলিসাৎ বলে আশংকা করা হচ্ছে। উল্লেখ্য, কয়েকদিন আগেও রাজনগর এলাকার দু'টি জায়গায় আগুন লেগেছিল। একই এলাকার বিভিন্ন জায়গায় বারবার আগুন লাগার ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে স্থানীয় মানুষের মধ্যে।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.