রামপুরহাট, ৬ মার্চ : ঘরে রয়েছে দুটি বাল্ব, একটি ফ্যান। তা সত্ত্বেও বিদ্যুৎবিল এল ৪০ হাজার টাকা। এমনই ঘটনা ঘটেছে রামপুরহাটের কামাক্ষ্যা গ্রামে।
বীরভূমের রামপুরহাট ১ নম্বর ব্লকের বড়শাল গ্রাম পঞ্চায়েতের কামাক্ষ্যা গ্রামে কিছু বাড়িতে ৩ মাস আগেও বিদ্যুৎবিল এসেছিল ২০০ কিংবা ৪০০ টাকা। কিন্তু ১ মাসের ব্যবধানে হঠাৎ করেই বিদ্যুতের বিল এসেছে কারো ৪০ হাজার আবারা কারো ৫১ হাজার টাকা। বিদ্যুৎবিলের এমন আকাশ-জমিন ফারাক দেখে মাথায় হাত হতদরিদ্র পরিবারগুলির।
কামাক্ষ্যা গ্রামের বেশিরভাগ মানুষের জীবন নির্ভর করে চাষবাসের উপর। পরের জমিতে দিনমজুরের কাজ করেও অনেককে সংসার চালাতে হয়। তাই তাদের কারোর পক্ষেই এমন বিল মেটানো সম্ভব নয়।
এই ঘটনায় দিশেহারা হয়ে পড়েছে পরিবারগুলি। বিশাল অঙ্কের বিলের টাকা দিতে পারবে না বলে বিদ্যুৎ দপ্তরের কাছে লিখিত আর্জিও জানিয়েছে তারা। তারা বলে, আর্জি না মেনে বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করলে কেরোসিনের লণ্ঠন জ্বালাতে হবে।