বোলপুর ও ওড়িশা, 6 জুন: নিখোঁজদের পরিবার-পরিজনের ডিএনএ পরীক্ষার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন ৷ গত 2 জুন ওড়িশার বালাসোরের বাহাঙ্গা বাজারের কাছে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা হয় ৷ করমণ্ডল এক্সপ্রেস, যশবন্তপুর এক্সপ্রেস ও একটি মালগাড়ির মধ্যে এই দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 278 ৷ এর মধ্যে করমণ্ডল এক্সপ্রেসের যাত্রীদের সংখ্যাই বেশি বলে জানা গিয়েছে ৷
মৃত ব্যক্তিদের সন্ধান পেতে মরিয়া তাদের পরিবারের সদস্যরা ৷ এখনও এমন বহু দেহ মর্গে রয়েছে, যাদের পরিচায় জানা যায়নি ৷ তাদের শনাক্ত করতে এবার ডিএনএ পরীক্ষার পথ নিচ্ছে প্রশাসন ৷ এই ট্রেন দুর্ঘটনায় বীরভূমের দুই যাত্রীর খোঁজ পাওয়া যাচ্ছে না ৷ মঙ্গলবার ওই দুই ব্যক্তির নিকট আত্মীয়দের ওড়িশা পাঠিয়েছে জেলা প্রশাসন ৷ বীরভূমের 4 জনের মৃত্যু হয়েছে এই ট্রেন দুর্ঘটনায় ৷
বীরভূম জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ওড়িশার বালাসোরে করমণ্ডল এক্সপ্রেসে বীরভূমের 25 জন যাত্রী ছিলেন ৷ সবাই প্রায় পরিযায়ী শ্রমিক ৷ তাঁরা কর্মসূত্রে চেন্নাই যাচ্ছিলেন ৷ শ্রমিকদের মধ্যে দু'জন আহত হয়ে বালাসোর হাসপাতালে চিকিৎসাধীন ৷ 2 জন নিঁখোজ ৷
আরতি বাগদী নামে দুবরাজপুরের বাসিন্দা এক মহিলার মৃত্যু হয়েছে ৷ জেলা প্রশাসনের উদ্যোগে তাঁর দেহ গ্রামে নিয়ে আসা হয়েছে ৷ পরে মৃত্যু হয় পাইকর থানার করমপুর গ্রামের সানাউল শেখ, রফিকুল শেখ ও শান্ত শেখের মৃত্যু হয়েছে ৷ তাঁদের দেহ নিয়ে আসার ব্যবস্থা করা হচ্ছে ৷ বাকি জীবিত যাত্রীরা বীরভূমে ফিরে এসেছেন ৷
নিখোঁজ বীরভূমের শান্তিনিকেতন থানার নওয়ালডাঙ্গার তুফান কোরা ও সিউড়ির নগরীর লাবলু মাল ৷ জানা গিয়েছে, এদিন জেলা প্রশাসনের তরফে তাঁদের নিকট আত্মীয়দের ডিএনএ টেস্টের জন্য ওড়িশা পাঠানো হয়েছে ৷ সেখানে তাঁদের ডিএনএ পরীক্ষা করে মৃতদেহগুলির ডিএনএ-র সঙ্গে মিলিয়ে দেখা হবে ৷
বীরভূমের জেলাশাসক বিধান রায় বলেন, "জেলায় এখনও 2 জন নিঁখোজ ৷ তাঁদের পরিবারের সদস্যদের ডিএনএ টেস্টের জন্য ওড়িশা পাঠানো হল ৷ আমরা সব দিক থেকে সজাগ ৷ এত বড় একটি দুর্ঘটনায় সবাই পাশে থাকুক, এটাই কাম্য ৷"
আরও পড়ুন: আরও তিনজনের মৃত্যু, বালাসোর বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল 278