ETV Bharat / state

Primary Recruitment Scam টেট উত্তীর্ণ তবুও ভুল প্রচার হচ্ছে, অভিযোগ অনুব্রতর আত্মীয়ের - Anubrata Mondal

প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় (Primary Recruitment Scam) ইতিমধ্যেই অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা মণ্ডল, তুতো সুমিত মণ্ডল, ভাইপো সাত্যকি মণ্ডল, সহকারী অর্ক দত্ত এবং দুই ঘনিষ্ঠ কস্তুরী চৌধুরী ও সুজিত বাগদিকে কলকাতা হাইকোর্টে হাজিরার নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Gangopadhyay) ৷

Primary Recruitment case in Cal HC
ETV Bharat
author img

By

Published : Aug 17, 2022, 8:57 PM IST

Updated : Aug 17, 2022, 9:25 PM IST

বোলপুর, 17 অগস্ট: "টেট উত্তীর্ণ, তা সত্ত্বেও মিডিয়া বলছে টেট পাশ করেনি ।" এই অভিযোগ তুলে বুধবার বোলপুর থানায় অভিযোগ দায়ের করতে যান অনুব্রত মণ্ডলের তুতো ভাই সুমিত মণ্ডল । যদিও, বিচারাধীন বিষয় বলে সেই অভিযোগ নেয়নি পুলিশ ৷

উল্লেখ্য, গরু পাচার মামলায় ইতিমধ্যেই সিবিআই গ্রেফতার করেছে বীরভূম জেলার তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলকে (Anubrata Mondal) ৷ অন্যদিকে, প্রাথমিকে নিয়োগের টেট কেলেঙ্কারিতে নাম জড়িয়েছে অনুব্রতর মেয়ে সুকন্যা মণ্ডল, তুতো ভাই সুমিত মণ্ডল, ভাইপো সাত্যকি মণ্ডল, সহকারী অর্ক দত্ত এবং দুই ঘনিষ্ঠ কস্তুরী চৌধুরী ও সুজিত বাগদির ৷ তাঁদের হাজিরার নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Gangopadhyay)।

টেট উত্তীর্ণ তবুও ভুল প্রচার হচ্ছে, অভিযোগ অনুব্রতর আত্মীয়ের

আরও পড়ুন: টেট ফেল করেও চাকরি পাওয়ার অভিযোগ, অনুব্রত কন্যাকে আগামিকাল হাইকোর্টে হাজিরার নির্দেশ

প্রাথমিকে টেট উত্তীর্ণ না-হয়েও অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ হওয়ায় চাকরি পেয়েছে তাঁরা ৷ এই অভিযোগ ওঠেছে সকলের বিরুদ্ধে । এরপরেই সংবাদমাধ্যমের বিরুদ্ধে সম্মানহানির অভিযোগ দায়ের করতে বোলপুর থানায় যান সুমিত মণ্ডল (wrong allegation is putting against him claims brother of Anubrata Mondal) । সুমিত এই প্রসঙ্গে বলেন, "লোকে অনেক কিছু বলবে ৷ কিন্তু, আমি পরীক্ষা দিয়ে 2014 সালে চাকরি পেয়েছি ৷ আমি টেট উত্তীর্ণ । তা সত্ত্বেও আমার সম্পর্কে ভুল তথ্য সম্প্রচারিত হচ্ছে ৷ আমি এখনও আদালতের নির্দেশ হাতে পাইনি ৷ নির্দেশ পেলে অবশ্যই আমি হাজিরা দেব ৷"

বোলপুর, 17 অগস্ট: "টেট উত্তীর্ণ, তা সত্ত্বেও মিডিয়া বলছে টেট পাশ করেনি ।" এই অভিযোগ তুলে বুধবার বোলপুর থানায় অভিযোগ দায়ের করতে যান অনুব্রত মণ্ডলের তুতো ভাই সুমিত মণ্ডল । যদিও, বিচারাধীন বিষয় বলে সেই অভিযোগ নেয়নি পুলিশ ৷

উল্লেখ্য, গরু পাচার মামলায় ইতিমধ্যেই সিবিআই গ্রেফতার করেছে বীরভূম জেলার তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলকে (Anubrata Mondal) ৷ অন্যদিকে, প্রাথমিকে নিয়োগের টেট কেলেঙ্কারিতে নাম জড়িয়েছে অনুব্রতর মেয়ে সুকন্যা মণ্ডল, তুতো ভাই সুমিত মণ্ডল, ভাইপো সাত্যকি মণ্ডল, সহকারী অর্ক দত্ত এবং দুই ঘনিষ্ঠ কস্তুরী চৌধুরী ও সুজিত বাগদির ৷ তাঁদের হাজিরার নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Gangopadhyay)।

টেট উত্তীর্ণ তবুও ভুল প্রচার হচ্ছে, অভিযোগ অনুব্রতর আত্মীয়ের

আরও পড়ুন: টেট ফেল করেও চাকরি পাওয়ার অভিযোগ, অনুব্রত কন্যাকে আগামিকাল হাইকোর্টে হাজিরার নির্দেশ

প্রাথমিকে টেট উত্তীর্ণ না-হয়েও অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ হওয়ায় চাকরি পেয়েছে তাঁরা ৷ এই অভিযোগ ওঠেছে সকলের বিরুদ্ধে । এরপরেই সংবাদমাধ্যমের বিরুদ্ধে সম্মানহানির অভিযোগ দায়ের করতে বোলপুর থানায় যান সুমিত মণ্ডল (wrong allegation is putting against him claims brother of Anubrata Mondal) । সুমিত এই প্রসঙ্গে বলেন, "লোকে অনেক কিছু বলবে ৷ কিন্তু, আমি পরীক্ষা দিয়ে 2014 সালে চাকরি পেয়েছি ৷ আমি টেট উত্তীর্ণ । তা সত্ত্বেও আমার সম্পর্কে ভুল তথ্য সম্প্রচারিত হচ্ছে ৷ আমি এখনও আদালতের নির্দেশ হাতে পাইনি ৷ নির্দেশ পেলে অবশ্যই আমি হাজিরা দেব ৷"

Last Updated : Aug 17, 2022, 9:25 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.