ETV Bharat / state

Primary Recruitment Scam টেট উত্তীর্ণ তবুও ভুল প্রচার হচ্ছে, অভিযোগ অনুব্রতর আত্মীয়ের

প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় (Primary Recruitment Scam) ইতিমধ্যেই অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা মণ্ডল, তুতো সুমিত মণ্ডল, ভাইপো সাত্যকি মণ্ডল, সহকারী অর্ক দত্ত এবং দুই ঘনিষ্ঠ কস্তুরী চৌধুরী ও সুজিত বাগদিকে কলকাতা হাইকোর্টে হাজিরার নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Gangopadhyay) ৷

Primary Recruitment case in Cal HC
ETV Bharat
author img

By

Published : Aug 17, 2022, 8:57 PM IST

Updated : Aug 17, 2022, 9:25 PM IST

বোলপুর, 17 অগস্ট: "টেট উত্তীর্ণ, তা সত্ত্বেও মিডিয়া বলছে টেট পাশ করেনি ।" এই অভিযোগ তুলে বুধবার বোলপুর থানায় অভিযোগ দায়ের করতে যান অনুব্রত মণ্ডলের তুতো ভাই সুমিত মণ্ডল । যদিও, বিচারাধীন বিষয় বলে সেই অভিযোগ নেয়নি পুলিশ ৷

উল্লেখ্য, গরু পাচার মামলায় ইতিমধ্যেই সিবিআই গ্রেফতার করেছে বীরভূম জেলার তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলকে (Anubrata Mondal) ৷ অন্যদিকে, প্রাথমিকে নিয়োগের টেট কেলেঙ্কারিতে নাম জড়িয়েছে অনুব্রতর মেয়ে সুকন্যা মণ্ডল, তুতো ভাই সুমিত মণ্ডল, ভাইপো সাত্যকি মণ্ডল, সহকারী অর্ক দত্ত এবং দুই ঘনিষ্ঠ কস্তুরী চৌধুরী ও সুজিত বাগদির ৷ তাঁদের হাজিরার নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Gangopadhyay)।

টেট উত্তীর্ণ তবুও ভুল প্রচার হচ্ছে, অভিযোগ অনুব্রতর আত্মীয়ের

আরও পড়ুন: টেট ফেল করেও চাকরি পাওয়ার অভিযোগ, অনুব্রত কন্যাকে আগামিকাল হাইকোর্টে হাজিরার নির্দেশ

প্রাথমিকে টেট উত্তীর্ণ না-হয়েও অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ হওয়ায় চাকরি পেয়েছে তাঁরা ৷ এই অভিযোগ ওঠেছে সকলের বিরুদ্ধে । এরপরেই সংবাদমাধ্যমের বিরুদ্ধে সম্মানহানির অভিযোগ দায়ের করতে বোলপুর থানায় যান সুমিত মণ্ডল (wrong allegation is putting against him claims brother of Anubrata Mondal) । সুমিত এই প্রসঙ্গে বলেন, "লোকে অনেক কিছু বলবে ৷ কিন্তু, আমি পরীক্ষা দিয়ে 2014 সালে চাকরি পেয়েছি ৷ আমি টেট উত্তীর্ণ । তা সত্ত্বেও আমার সম্পর্কে ভুল তথ্য সম্প্রচারিত হচ্ছে ৷ আমি এখনও আদালতের নির্দেশ হাতে পাইনি ৷ নির্দেশ পেলে অবশ্যই আমি হাজিরা দেব ৷"

বোলপুর, 17 অগস্ট: "টেট উত্তীর্ণ, তা সত্ত্বেও মিডিয়া বলছে টেট পাশ করেনি ।" এই অভিযোগ তুলে বুধবার বোলপুর থানায় অভিযোগ দায়ের করতে যান অনুব্রত মণ্ডলের তুতো ভাই সুমিত মণ্ডল । যদিও, বিচারাধীন বিষয় বলে সেই অভিযোগ নেয়নি পুলিশ ৷

উল্লেখ্য, গরু পাচার মামলায় ইতিমধ্যেই সিবিআই গ্রেফতার করেছে বীরভূম জেলার তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলকে (Anubrata Mondal) ৷ অন্যদিকে, প্রাথমিকে নিয়োগের টেট কেলেঙ্কারিতে নাম জড়িয়েছে অনুব্রতর মেয়ে সুকন্যা মণ্ডল, তুতো ভাই সুমিত মণ্ডল, ভাইপো সাত্যকি মণ্ডল, সহকারী অর্ক দত্ত এবং দুই ঘনিষ্ঠ কস্তুরী চৌধুরী ও সুজিত বাগদির ৷ তাঁদের হাজিরার নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Gangopadhyay)।

টেট উত্তীর্ণ তবুও ভুল প্রচার হচ্ছে, অভিযোগ অনুব্রতর আত্মীয়ের

আরও পড়ুন: টেট ফেল করেও চাকরি পাওয়ার অভিযোগ, অনুব্রত কন্যাকে আগামিকাল হাইকোর্টে হাজিরার নির্দেশ

প্রাথমিকে টেট উত্তীর্ণ না-হয়েও অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ হওয়ায় চাকরি পেয়েছে তাঁরা ৷ এই অভিযোগ ওঠেছে সকলের বিরুদ্ধে । এরপরেই সংবাদমাধ্যমের বিরুদ্ধে সম্মানহানির অভিযোগ দায়ের করতে বোলপুর থানায় যান সুমিত মণ্ডল (wrong allegation is putting against him claims brother of Anubrata Mondal) । সুমিত এই প্রসঙ্গে বলেন, "লোকে অনেক কিছু বলবে ৷ কিন্তু, আমি পরীক্ষা দিয়ে 2014 সালে চাকরি পেয়েছি ৷ আমি টেট উত্তীর্ণ । তা সত্ত্বেও আমার সম্পর্কে ভুল তথ্য সম্প্রচারিত হচ্ছে ৷ আমি এখনও আদালতের নির্দেশ হাতে পাইনি ৷ নির্দেশ পেলে অবশ্যই আমি হাজিরা দেব ৷"

Last Updated : Aug 17, 2022, 9:25 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.