বোলপুর, 23 নভেম্বর: ফের ভুয়ো চিকিৎসকের হদিশ রাজ্যে ৷ এবার ঘটনাস্থল বোলপুর ৷ প্রেসক্রিপশন ছাপিয়ে দীর্ঘদিন ধরে এক যুবক রোগীর চিকিৎসা করছিলেন বলে অভিযোগ । বৃহস্পতিবার রোগী দেখার সময় ওই ভুয়ো চিকিৎসককে আটক করল বোলপুর থানার পুলিশ । ধৃতের নাম জীবন কুমার মাজি (37) ৷
অভিযোগ, বোলপুরের বিচিত্রা মোড়ে একটি চেম্বার খুলে দীর্ঘদিন ধরে চিকিৎসা করছিলেন উচ্চমাধ্যমিক পাশ এই যুবক । এর আগে বিভিন্ন চিকিৎসকের সঙ্গে সহযোগী হিসাবে কাজ করে এসেছেন জীবনকুমার মাজি । তারপর নিজেই বোলপুরের বিচিত্র মোড়ে নিজের একটি চেম্বার খুলে ফেলেন তিনি । যথারীতি প্রেসক্রিপশন ছাপিয়ে, ল্যাবরেটরি বানিয়ে চলছিল রোগী দেখা । দীর্ঘদিন ধরে চিকিৎসা করে আসছিলেন পূর্ব বর্ধমান জেলার ভেদিয়ার বাসিন্দা এই যুবক ৷
সাংবাদিকদের প্রশ্নে তিনি যে চিকিৎসক নন, তা স্বীকার করে নেন । পাশাপাশি, এই রকম ভুয়ো চিকিৎসক আরও আছে বলে জানান তিনি । এ দিন অভিযোগ পেয়েই বোলপুর থানার পুলিশ ঘটনাস্থলে আসে । পুলিশকে দেখে পালাতে যায় ওই যুবক । তখনই তাড়া করে তাঁকে ধরে ফেলেন পুলিশ আধিকারিকরা ৷ কলার ধরে টানতে টানতে গাড়িতে তুলে থানায় নিয়ে যাওয়া হয় অভিযুক্ত ভুয়ো চিকিৎসককে ৷ পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, ধৃতকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে । তবে তাঁর বিরুদ্ধে কোনও লিখিত অভিযোগ দায়ের হয়নি ৷ অভিযোগ পেলে তাঁকে গ্রেফতার করা হবে ৷
যদিও জীবন কুমার মাজি বলেন, "আমি চিকিৎসক নই । আমি এক জায়গায় কাজ করতাম ৷ সেখান থেকেই সবাই চেনে । আমার কাছে পরামর্শ চায় ৷ আমি অল্প অল্প চিকিৎসা করি ৷ দুটো ঔষধ লিখে দিই ৷ বাকি আমি অন্যান্য চিকিৎসকের কাছে রেফার করে দিই রোগীদের ৷ চেনাজানা আছে বলে সাদা কাগজে লিখে অন্য চিকিৎসকের কাছে পাঠাই ৷ তবে এই রকম চিকিৎসক বোলপুরে অনেক আছে ৷ যারা নিজেরা রোগী দেখে ৷"
আরও পড়ুন: