ETV Bharat / state

Birbhum Explosive Recovery: বীরভূমের পরিত্যক্ত বাড়ি থেকে প্রচুর পরিমাণে বিস্ফোরক উদ্ধার - Explosive recovered from abandoned house

Explosive Recovered in Birbhum: বীরভূমে একটি পরিত্যক্ত বাড়ি থেকে শনিবার মধ্যরাতে প্রচুর পরিমাণে বিস্ফোরক উদ্ধার হয়েছে ৷ এই ঘটনায় এখনও কেউ গ্রেফতার হয়নি ৷ তদন্ত শুরু করেছে পুলিশ ৷

Explosive Recovered in Birbhum
বীরভূমে বিস্ফোরক উদ্ধার
author img

By

Published : Aug 6, 2023, 10:38 AM IST

Updated : Aug 6, 2023, 10:44 AM IST

রামপুরহাট, 6 অগস্ট: আবারও বীরভূম থেকে প্রচুর পরিমাণে বিস্ফোরক উদ্ধার ৷ শনিবার মধ্যরাতে রামপুরহাট থানার বনহাট পঞ্চায়েতের রদিপুর গ্রামের একটি পরিত্যক্ত বাড়ি থেকে এই সমস্ত বিস্ফোরক উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে ৷ গোপন সূত্রে খবর পেয়ে রামপুরহাট থানার পুলিশ ওই বাড়িতে হানা দেয় । তারপরই সেখান থেকে বিপুল পরিমাণে বিস্ফোরক উদ্ধার হয় ৷ এই ঘটনায় জড়িত সন্দেহ এখনও কাউকে গ্রেফতার করেনি পুলিশ। কে বা কারা কী উদ্দেশ্যে এই বিপুল পরিমাণে অবৈধ বিস্ফোরক মজুত করেছিল, তা জানতে তদন্তে শুরু করেছেন রামপুরহাট থানার আধিকারিকরা ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতে রামপুরহাট 1 নম্বর ব্লকের রদিপুর গ্রামের মাঠের ধারে একটি পরিত্যক্ত বাড়ি থেকে 60টি পেটিতে রাখা প্রায় 12 হাজার পিস জিলেটিন স্টিক উদ্ধার করে পুলিশ । এর আগেও কয়েক বছরে বেশ কয়েকবার রদিপুর গ্রাম সংলগ্ন এলাকা থেকে বিস্ফোরক উদ্ধার হয়েছে । পুলিশের প্রাথমিক ধারণা, এই অবৈধ বিস্ফোরকগুলি পাথর খাদানে ব্যবহার করা হয়। বেশিরভাগ ক্ষেত্রে গোপন রাস্তা দিয়ে এই বিস্ফোরকগুলি ঝাড়খণ্ডে পাচার করা হয়ে থাকে । বীরভূম-ঝাড়খণ্ড সীমানায় প্রচুর অবৈধ পাথর খাদান রয়েছে। পুলিশের অনুমান, ওইসব পাথর খাদানগুলিতেই ব্যবহার হয় এই বিস্ফোরকগুলি ।

প্রসঙ্গত, গত 28 জুন গোপন সূত্রে খবর পেয়ে নলহাটি এলাকার এক তৃণমূল নেতার বাড়িতে তল্লাশি চালিয়ে ছিল পুলিশ ৷ সেখান থেকে একটি সিসিটিভির ডিভিআর, একটি খালি ম্যাগজিন-সহ দেশি পিস্তল, চারটি কার্তুজ, 130টি জিলটিন স্টিক জার ওজন 16 কেজি 250 গ্রাম এবং 50 কেজি অ্যামোনিয়াম নাইট্রেট উদ্ধার করা হয় । এই ঘটনার পর থেকেই ওই তৃণমূল নেতা মনোজ ঘোষ পলাতক ছিলেন । গত 10 জুলাই তাঁকে গ্রেফতার করে এনআইএ।

আরও পড়ুন: বেআইনি বিস্ফোরক ব্যবসার অভিযোগে বীরভূমে এনআইএ-র জালে তৃণমূলের অঞ্চল সভাপতি

উল্লেখ্য, অবৈধ বিস্ফোরক মজুতকারীদের কাছ থেকে সরকারি সুবিধা পাইয়ে দেওয়ার নামে টাকা তোলার অভিযোগও উঠেছে এই জেলায় ৷ সেই অভিযোগে গত 4 অগস্ট শুক্রবার বীরভূমের পাইকর থানার কুশমোড় গ্রামের বাড়ি থেকে তৃণমূল নেতা ইসলাম চৌধুরীকে গ্রেফতার করেন এনআইএ'র তদন্তকারী আধিকারিকরা । তিনি তৃণমূল কংগ্রেসের কুশমোড়-2 অঞ্চলের সভাপতি । সদ্য সমাপ্ত গ্রাম পঞ্চায়েত নির্বাচনে ইসলাম তাঁর স্ত্রী পারভিন বিবি মুরারই-2 ব্লকের কুশমোড়-2 গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছেন ।

রামপুরহাট, 6 অগস্ট: আবারও বীরভূম থেকে প্রচুর পরিমাণে বিস্ফোরক উদ্ধার ৷ শনিবার মধ্যরাতে রামপুরহাট থানার বনহাট পঞ্চায়েতের রদিপুর গ্রামের একটি পরিত্যক্ত বাড়ি থেকে এই সমস্ত বিস্ফোরক উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে ৷ গোপন সূত্রে খবর পেয়ে রামপুরহাট থানার পুলিশ ওই বাড়িতে হানা দেয় । তারপরই সেখান থেকে বিপুল পরিমাণে বিস্ফোরক উদ্ধার হয় ৷ এই ঘটনায় জড়িত সন্দেহ এখনও কাউকে গ্রেফতার করেনি পুলিশ। কে বা কারা কী উদ্দেশ্যে এই বিপুল পরিমাণে অবৈধ বিস্ফোরক মজুত করেছিল, তা জানতে তদন্তে শুরু করেছেন রামপুরহাট থানার আধিকারিকরা ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতে রামপুরহাট 1 নম্বর ব্লকের রদিপুর গ্রামের মাঠের ধারে একটি পরিত্যক্ত বাড়ি থেকে 60টি পেটিতে রাখা প্রায় 12 হাজার পিস জিলেটিন স্টিক উদ্ধার করে পুলিশ । এর আগেও কয়েক বছরে বেশ কয়েকবার রদিপুর গ্রাম সংলগ্ন এলাকা থেকে বিস্ফোরক উদ্ধার হয়েছে । পুলিশের প্রাথমিক ধারণা, এই অবৈধ বিস্ফোরকগুলি পাথর খাদানে ব্যবহার করা হয়। বেশিরভাগ ক্ষেত্রে গোপন রাস্তা দিয়ে এই বিস্ফোরকগুলি ঝাড়খণ্ডে পাচার করা হয়ে থাকে । বীরভূম-ঝাড়খণ্ড সীমানায় প্রচুর অবৈধ পাথর খাদান রয়েছে। পুলিশের অনুমান, ওইসব পাথর খাদানগুলিতেই ব্যবহার হয় এই বিস্ফোরকগুলি ।

প্রসঙ্গত, গত 28 জুন গোপন সূত্রে খবর পেয়ে নলহাটি এলাকার এক তৃণমূল নেতার বাড়িতে তল্লাশি চালিয়ে ছিল পুলিশ ৷ সেখান থেকে একটি সিসিটিভির ডিভিআর, একটি খালি ম্যাগজিন-সহ দেশি পিস্তল, চারটি কার্তুজ, 130টি জিলটিন স্টিক জার ওজন 16 কেজি 250 গ্রাম এবং 50 কেজি অ্যামোনিয়াম নাইট্রেট উদ্ধার করা হয় । এই ঘটনার পর থেকেই ওই তৃণমূল নেতা মনোজ ঘোষ পলাতক ছিলেন । গত 10 জুলাই তাঁকে গ্রেফতার করে এনআইএ।

আরও পড়ুন: বেআইনি বিস্ফোরক ব্যবসার অভিযোগে বীরভূমে এনআইএ-র জালে তৃণমূলের অঞ্চল সভাপতি

উল্লেখ্য, অবৈধ বিস্ফোরক মজুতকারীদের কাছ থেকে সরকারি সুবিধা পাইয়ে দেওয়ার নামে টাকা তোলার অভিযোগও উঠেছে এই জেলায় ৷ সেই অভিযোগে গত 4 অগস্ট শুক্রবার বীরভূমের পাইকর থানার কুশমোড় গ্রামের বাড়ি থেকে তৃণমূল নেতা ইসলাম চৌধুরীকে গ্রেফতার করেন এনআইএ'র তদন্তকারী আধিকারিকরা । তিনি তৃণমূল কংগ্রেসের কুশমোড়-2 অঞ্চলের সভাপতি । সদ্য সমাপ্ত গ্রাম পঞ্চায়েত নির্বাচনে ইসলাম তাঁর স্ত্রী পারভিন বিবি মুরারই-2 ব্লকের কুশমোড়-2 গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছেন ।

Last Updated : Aug 6, 2023, 10:44 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.