ETV Bharat / state

বিশ্বভারতী চত্বরে উচ্ছেদ অভিযান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের - অমর্ত্য সেন মার্কেট

চলছে লকডাউন। বন্ধ রয়েছে বিশ্ববিদ্যালয়। এর মধ্যেই শান্তিনিকেতনের রতনপল্লির জবরদখল করা বহু দোকান ভেঙে ফেলল বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পাশাপাশি জানানো হয়েছে, এবার থেকে বিশ্ববিদ্যালয় চত্বরে দোকান করতে গেলে ভাড়া দিতে হবে দোকানিদের। বিনা নোটিশে দোকান ভাঙায় ক্ষুব্ধ ব্যবসায়ীরা।

বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়
বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে উচ্ছেদ অভিযান
author img

By

Published : Jun 9, 2020, 8:11 PM IST

শান্তিনিকেতন, 9 জুন : লকডাউন চলাকালীনই জবর দখল উচ্ছেদে নামল বিশ্বভারতী কর্তৃপক্ষ। মঙ্গলবার উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর নেতৃত্বে শান্তিনিকেতনের রতনপল্লি এলাকায় বহু দোকান ভেঙে দিয়ে দখলমুক্ত করা হয়। এছাড়া যেসব দোকানপাট বিশ্বভারতীর জায়গায় রয়েছে তাদের ভাড়া দিতে হবে বিশ্বভারতীকে এমনটাই জানালেন উপাচার্য।

বিশ্বভারতীর রতনপল্লি এলাকায় অমর্ত্য মার্কেট। নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের নামে ওই মার্কেটে দীর্ঘদিন ধরে গড়ে উঠেছে কিছু দোকানপাট। বিশেষ করে ফল, খাবারের দোকান রয়েছে এই মার্কেটে। বিশ্বভারতীর পড়ুয়ারা এখান থেকেই নিত্যপ্রয়োজনীয় জিনিস, খাবার প্রভৃতি সংগ্রহ করে থাকেন। এই মার্কেটে যেসব দোকান দীর্ঘদিন খোলা হয় না, সেই দোকানগুলি এদিন ভেঙে দেওয়া হয়। বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর নেতৃত্বে কর্মী, আধিকারিক, নিরাপত্তারক্ষীরা এসে দোকানগুলি ভেঙে দেন।

এছাড়া যেসব দোকান বিশ্বভারতীর জায়গায় দীর্ঘদিন ধরে রয়েছে এবার থেকে সেই দোকানদারদের ভাড়া দিতে হবে বিশ্বভারতী কর্তৃপক্ষকে। এদিন দোকানদারদের ডেকে ডেকে ভাড়া দেওয়ার নির্দেশ দেন উপাচার্য।

তবে লকডাউনের মাঝে দোকান ভেঙে দেওয়ায় ক্ষুব্ধ ব্যবসায়ীরা। এমনিতেই লকডাউনে চরম ক্ষতির মুখে পড়েছেন তাঁরা। ব্যবসায়ীদের অভিযোগ, কোন রকম আগাম নোটিশ ছাড়াই এদিন বিশ্বভারতী কর্তৃপক্ষ তাঁদের দোকান ভেঙে দেয়। আগামীদিনেও বিশ্বভারতীতে জবর দখল হয়ে থাকা জায়গাগুলি দখলমুক্ত করা হবে। এমনটাই জানিয়েছে বিশ্বভারতী কর্তৃপক্ষ।

শান্তিনিকেতন, 9 জুন : লকডাউন চলাকালীনই জবর দখল উচ্ছেদে নামল বিশ্বভারতী কর্তৃপক্ষ। মঙ্গলবার উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর নেতৃত্বে শান্তিনিকেতনের রতনপল্লি এলাকায় বহু দোকান ভেঙে দিয়ে দখলমুক্ত করা হয়। এছাড়া যেসব দোকানপাট বিশ্বভারতীর জায়গায় রয়েছে তাদের ভাড়া দিতে হবে বিশ্বভারতীকে এমনটাই জানালেন উপাচার্য।

বিশ্বভারতীর রতনপল্লি এলাকায় অমর্ত্য মার্কেট। নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের নামে ওই মার্কেটে দীর্ঘদিন ধরে গড়ে উঠেছে কিছু দোকানপাট। বিশেষ করে ফল, খাবারের দোকান রয়েছে এই মার্কেটে। বিশ্বভারতীর পড়ুয়ারা এখান থেকেই নিত্যপ্রয়োজনীয় জিনিস, খাবার প্রভৃতি সংগ্রহ করে থাকেন। এই মার্কেটে যেসব দোকান দীর্ঘদিন খোলা হয় না, সেই দোকানগুলি এদিন ভেঙে দেওয়া হয়। বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর নেতৃত্বে কর্মী, আধিকারিক, নিরাপত্তারক্ষীরা এসে দোকানগুলি ভেঙে দেন।

এছাড়া যেসব দোকান বিশ্বভারতীর জায়গায় দীর্ঘদিন ধরে রয়েছে এবার থেকে সেই দোকানদারদের ভাড়া দিতে হবে বিশ্বভারতী কর্তৃপক্ষকে। এদিন দোকানদারদের ডেকে ডেকে ভাড়া দেওয়ার নির্দেশ দেন উপাচার্য।

তবে লকডাউনের মাঝে দোকান ভেঙে দেওয়ায় ক্ষুব্ধ ব্যবসায়ীরা। এমনিতেই লকডাউনে চরম ক্ষতির মুখে পড়েছেন তাঁরা। ব্যবসায়ীদের অভিযোগ, কোন রকম আগাম নোটিশ ছাড়াই এদিন বিশ্বভারতী কর্তৃপক্ষ তাঁদের দোকান ভেঙে দেয়। আগামীদিনেও বিশ্বভারতীতে জবর দখল হয়ে থাকা জায়গাগুলি দখলমুক্ত করা হবে। এমনটাই জানিয়েছে বিশ্বভারতী কর্তৃপক্ষ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.