শান্তিনিকেতন, 29 জুন : ইটিভি ভারতের খবরের জের ৷ কোপাই চুরি রুখতে মাঠে নামল প্রশাসন ৷ মঙ্গলবার কোপাই পরিদর্শনে এলেন স্থানীয় প্রশাসনের কর্তারা ৷ তাঁদের আশ্বাস, বেআইনি দখলদারি হঠিয়ে শীঘ্রই শুরু হবে নদী পুনরুদ্ধারের প্রক্রিয়া ৷ নদীর পাড়ে গড়ে তোলা হবে ফল, সবজির বাগান ৷
জমি মাফিয়াদের দৌরাত্ম্যে ‘বিক্রি’ হয়ে যাচ্ছে শান্তিনিকেতনের ঐতিহ্যবাহী কোপাই নদী ৷ সোমবার নদী চুরির সেই বৃত্তান্ত প্রকাশ করে ইটিভি ভারত ৷ তারপরই টনক নড়ে প্রশাসনের ৷ মঙ্গলবার কোপাই নদীর তীর পরিদর্শন করেন বোলপুরের বিডিও-সহ সংশ্লিষ্ট দফতরের আধিকারিকরা ৷ উপস্থিত ছিলেন স্থানীয় রূপপুর পঞ্চায়েতের উপপ্রধান ও আধিকারিকরাও ৷
আরও পড়ুন : নদীবক্ষে পিলার, জমি হারাচ্ছে কোপাই
পরিদর্শনের পর প্রশাসনের তরফে স্পষ্টভাবে জানানো হয়, দখল হয়ে যাওয়া নদীবক্ষ ও নদীর পাড় দ্রুত পুনরুদ্ধার করা হবে ৷ আগামী দিনে একই ঘটনা যাতে ফের না ঘটে, তা নিশ্চিত করতে নদীর পাড় বরাবর বিভিন্ন ফলের গাছ লাগানো হবে ৷ তৈরি করা হবে সবজির বাগান ৷
নদী রাষ্ট্রীয় সম্পদ ৷ কিন্তু, শান্তিনিকেতনে সেই নদীরই পাড় কাঁটাতারে ঘিরে ফেলা হচ্ছে ৷ নদীবক্ষে উঠছে কংক্রিটের পিলার ৷ জমি মাফিয়াদের দৌরাত্ম্যে ক্রমশ হারিয়ে যাচ্ছে স্বয়ং কবিগুরুর সাধের কোপাই ৷ চুরি করা জায়গায় তৈরি হচ্ছে রিসর্ট, কফি হাউস, রেস্তরাঁ ৷
এই পরিস্থিতির জন্য রাজ্য়ের বর্তমান সরকার ও শাসকদল তৃণমূল কংগ্রেসকেই কাঠগড়ায় তুলেছেন বিরোধীরা ৷ সিপিআইএমের রাজ্য কমিটির সদস্য গৌতম ঘোষ বলেন, ‘‘ভয়ঙ্কর ব্যাপার ৷ গত কয়েক বছর ধরে তৃণমূল সরকার দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক চেহারা দিয়েছে ৷ বড় বড় রিসর্ট, হোটেল বানানোর জন্য প্রকৃতিকে ধ্বংস করা হচ্ছে ৷’’
আরও পড়ুন : কোপাইয়ের পাড় চুরি
বীরভূমের বিজেপি জেলা সহ-সভাপতি দিলীপ ঘোষ বলেন, ‘‘এখানে আইন প্রহসন মাত্র ৷ শান্তিনিকেতন একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র ৷ এখানে জমির চাহিদা ক্রমশ বাড়ছে ৷ আর সেই কারণেই রিসোর্ট, বহুতল তৈরি করার জন্য নদী দখল করে নিচ্ছে মাফিয়ারা ৷ জমি মাফিয়া, বালি মাফিয়া, কয়লা মাফিয়ায় ভরে গিয়েছে রাজ্যটা ৷’’
‘নদী বিক্রি’র এই গুরুতর অভিযোগের খবর ইটিভি ভারতে প্রকাশের পরপরই নড়েচড়ে বসে স্থানীয় প্রশাসন ৷ বোলপুরের মহকুমাশাসক মানস হালদারের নির্দেশে মঙ্গলবার কোপাই নদীর তীরবর্তী এলাকা পরিদর্শন করেন বোলপুরের বিডিও শেখর সাঁই, সেচ দফতরের মহকুমা আধিকারিক মহম্মদ সেলিম ও সংশ্লিষ্ট রূপপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের উপপ্রধান রণেন্দ্রনাথ সরকার ৷
আরও পড়ুন : কোপাই নদীতে মাটি, বালি মাফিয়াদের দৌরাত্ম্যের প্রতিবাদে সরব আদিবাসীরা
পরে রণেন্দ্রনাথ সরকার এই প্রসঙ্গে বলেন, ‘‘বোলপুরের বিডিও, সেচ দফতরের এসডিও মিলে আজ আমরা পরিদর্শন করলাম ৷ সিদ্ধান্ত নেওয়া হয়েছে নদীর পাড়ে দখল হয়ে যাওয়া জায়গাগুলোয় ফলের গাছ লাগিয়ে দেওয়া হবে। সবজি বাগান করা হবে ৷ গাছ লাগিয়ে দখলমুক্ত করা হবে কোপাই নদীর পাড় ৷’’