বোলপুর, 29 ডিসেম্বর: ইটিভি ভারতের খবরের জের (ETV Bharat Impact)৷ রাজ্যের প্রথম বুলেট ট্রেন বন্দে ভারত (Vande Bharat) এক্সপ্রেস দাঁড়াবে বোলপুর-শান্তিনিকেতন স্টেশনে (Bolpur Santiniketan Station)৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি 30 ডিসেম্বর এই ট্রেনের উদ্বোধনের আগেই স্টপেজ তালিকায় বোলপুরের নাম যুক্ত হওয়ায় খুশির হাওয়া কবিগুরুর স্মৃতিবিজড়িত শহরে ৷
মডেল স্টেশন বোলপুর-শান্তিনিকেতনে (Bolpur Santiniketan Station) বন্দে ভারত এক্সপ্রেসের স্টপেজ না থাকায় বিশ্বকবিকে অবমাননার অভিযোগ উঠেছিল ৷ এই নিয়ে খবরের জেরে স্টপেজ চেয়ে বীরভূম জেলা-সহ রাজ্য ও কেন্দ্রের বিজেপি নেতৃত্ব রেলমন্ত্রককে চিঠি দেন ৷ তাছাড়া বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের আচার্যও স্বয়ং দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । তাই দাবি আরও জোরালো হয় ৷
দেশের মধ্যে সপ্তম ও রাজ্যের প্রথম বুলেট ট্রেন 'বন্দে ভারত এক্সপ্রেস'। হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি পর্যন্ত 556 কিলোমিটার যাত্রাপথ দেশের এই দ্রুততম ট্রেনের । প্রথমে জারি করা নির্দেশিকায় জানানো হয়েছিল যে, ট্রেনটি দাঁড়াবে শুধুমাত্র মালদা টাউন স্টেশনে ৷ 30 ডিসেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই ট্রেনের ফ্ল্যাগ অফ করবেন ৷ এর আগে পরীক্ষামূলক ভাবে চলেছে বন্দে ভারত এক্সপ্রেস ।
উল্লেখ্য, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কর্মভূমি তাঁর 'প্রাণের আরাম শান্তিনিকেতন'। তাই কবিগুরুর সম্মানার্থে বোলপুর-শান্তিনিকেতন স্টেশনকে মডেল স্টেশন হিসাবে ঘোষণা করে রেল মন্ত্রক ৷ তাই এই স্টেশনে সব ট্রেন থামবে এমন নিয়মও রয়েছে । শুধুমাত্র রাজ্য বা দেশের বিভিন্ন প্রান্ত থেকে নয়, বিশ্বের বহু জায়গা থেকে বছরে লক্ষ লক্ষ পর্যটক আসে শান্তিনিকেতনে । এছাড়া বিশ্বভারতীতে দূরদূরান্তের পড়ুয়ারাও রয়েছেন । এমনকী শান্তিনিকেতন থেকে অসুস্থ কবিকে চিকিৎসার জন্য শেষবারের মতো কলকাতায় নিয়ে যাওয়া হয়েছিল ৷ কবির শেষ যাত্রার সেই বিশেষ ট্রেন-সহ অসংখ্য স্মৃতি নিয়ে স্টেশন চত্বরেই রয়েছে 'গীতাঞ্জলি রেল সংগ্রহশালা'।
আরও পড়ুন: বন্দে ভারতের স্টপেজ তালিকায় যুক্ত হল কবিগুরুর শান্তিনিকেতন
তাই এই বোলপুর-শান্তিনিকেতন স্টেশনে বন্দে ভারত এক্সপ্রেসের স্টপেজ না দেওয়ায় নিন্দার ঝড় উঠেছিল সর্বত্র ৷ ক্ষোভে ফুঁসছিলেন বোলপুর-শান্তিনিকেতনবাসী ৷ সেই খবর প্রথম তুলে ধরা হয় ইটিভি ভারতে ৷ তার জেরে কেন্দ্রীয় বিজেপি নেতা অর্নিবাণ গঙ্গোপাধ্যায়, বিজেপি সাংসদ তথা রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বোলপুরের বিজেপি নেতা বিকাশ মিশ্র প্রমুখ রেল মন্ত্রককে চিঠি দেন ৷ তাতে সুফল মিলেছে ৷ উদ্বোধনের আগেই বন্দে ভারতের স্টপেজ পেল মডেল স্টেশন বোলপুর । যাত্রীরা বললেন, "এই স্টেশনের একটা খ্যাতি আছে ৷ আমরা খুব খুশি বন্দে ভারত এক্সপ্রেস এখানে দাঁড়াবে শুনে ।"
বিজেপির কেন্দ্রীয় নেতা অনির্বাণ গঙ্গোপাধ্যায় বলেন, "বিজেপি রবীন্দ্রনাথ ও নেতাজির জন্য যা করেছে এবং করে চলেছে, স্বাধীনতার পর কোনও দল তা করেনি ৷ এই রকম একটা গুরুত্বপূর্ণ ট্রেন চলাচলের জন্য বহু পরীক্ষা করতে হয় ৷ তারপরেই সব কিছু ঠিক হয় ৷ আমিও বোলপুরে স্টপেজ চেয়ে রেলকে জানিয়েছিলাম ৷ আমাদের প্রদেশ সভাপতিও চিঠি দিয়েছিলেন ৷ উদ্বোধনের আগেই বোলপুর স্টপেজ পেল ।"
বোলপুরের বিজেপি নেতা বিকাশ মিশ্র বলেন, "আমরাও আপনাদের মাধ্যমে দাবি রেখেছিলাম । আমাদের রাজ্য সভাপতি চিঠি দিয়েছেন । বোলপুরে স্টপেজ পাওয়ায় আমরা খুব খুশি ৷ ধন্যবাদ প্রধানমন্ত্রীকে ।"
তবে ক্ষুদ্র-মাঝারি ও কুটির শিল্পমন্ত্রী চন্দ্রনাথ সিংহ বললেন, "রবীন্দ্রনাথকে অবমাননা করা হচ্ছে ৷ আমরা এর প্রতিবাদ করেছি ৷ তাই বাংলায় প্রধানমন্ত্রী আসার আগে তড়িঘড়ি ক্ষতে প্রলেপ দিতে বোলপুর-শান্তিনিকেতনে স্টপেজ দিল বন্দে ভারত এক্সপ্রেসের ৷ যাক, বোলপুরবাসীর জন্য ভালোই হল ।"