ETV Bharat / state

Partha Chatterjee: শান্তিনিকেতনে পার্থর নামে-বেনামে সম্পত্তি, 'হাওয়াবদল' করতে যেতেন মোনালিসা - শান্তিনিকেতনে পার্থর নামে বেনামে সম্পত্তি

নামে-বেনামে শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের শান্তিনিকেতনে 3টি বাড়ি রয়েছে । 'হাওয়াবদল' করতে মাঝেমধ্যেই সেগুলিতে সময় কাটিয়ে যেতেন শিল্পমন্ত্রীর 'ঘনিষ্ঠ' মোনালিসা (ED eyes proceedings against Monalisa Das) ৷

Partha Chatterjee News
Partha Chatterjee News
author img

By

Published : Jul 23, 2022, 7:19 PM IST

বোলপুর, 23 জুলাই: অর্পিতা মুখোপাধ্যায়ের পর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার নজরে আরেক পার্থ 'ঘনিষ্ঠ' ৷ মোনালিসা দাস নামের ওই মহিলা পেশায় অধ্যাপিকা ৷ তারপরেই সামনে এসেছে, নামে-বেনামে শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের শান্তিনিকেতনে 3টি বাড়ি রয়েছে । 'হাওয়াবদল' করতে মাঝেমধ্যেই সেগুলিতে সময় কাটিয়ে যেতেন শিল্পমন্ত্রীর 'ঘনিষ্ঠ' মোনালিসা (ED eyes proceedings against Monalisa Das) ৷

এসএসসি দুর্নীতি কাণ্ডে ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন রাজ্যের শিল্পমন্ত্রী ৷ ইডি'র জালে অর্পিতা মুখোপাধ্যায়ও । ইডি'র তল্লাশিতে অর্পিতার বাড়ি থেকে মিলেছে নগদ 21 কোটি টাকা, 79 লক্ষ টাকার সোনার গয়না ৷ তারপরেই সামনে এসেছে আরেক চাঞ্চল্যকর তথ্য ৷ পার্থ চট্টোপাধ্যায়ের নামে-বেনামে শান্তিনিকেতনে দু'টি বাড়ি, একটি গেস্ট হাউস রয়েছে । শান্তিনিকেতনের গোয়ালপাড়ায় একটি বাগানবাড়ি, ফুলডাঙ্গায় একটি বাগানবাড়ি ও গেস্ট হাউস রয়েছে । এছাড়াও, শান্তিনিকেতনের বেশ কিছু জায়গায় জমি রয়েছে মন্ত্রীর-আত্মীয়দের নামে ।

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার নজরে আরেক পার্থ 'ঘনিষ্ঠ'

আরও পড়ুন : গ্রেফতার অর্পিতা, দুর্নীতি মামলায় ইডি'র নজরে আরেক পার্থ 'ঘনিষ্ঠ' মোনালিসা

ইডি সূত্রে খবর, ইতিমধ্যেই গোয়েন্দারা জানতে পেরেছেন বীরভূমের শান্তিনিকেতনে কয়েকটি জমি এবং কলকাতা-সহ নিউটাউনের একাধিক জায়গায় বেশ কয়েকটি ফ্ল্যাট রয়েছে মোনালিসা দাসেরও । পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে তল্লাশি অভিযান চালিয়ে বেশ কিছু নথিপত্র উদ্ধার করেছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেট গোয়েন্দারা । সেই সূত্রেই মোনালিসা দাসেরও হদিশ পেয়েছেন তদন্তকারীরা । নিজেদের হেফাজতে নিয়ে পার্থ চট্টোপাধ্যায়ের থেকে মোনালিসার বিষয়ে তথ্য জানতে চান গোয়েন্দারা ৷

বোলপুর, 23 জুলাই: অর্পিতা মুখোপাধ্যায়ের পর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার নজরে আরেক পার্থ 'ঘনিষ্ঠ' ৷ মোনালিসা দাস নামের ওই মহিলা পেশায় অধ্যাপিকা ৷ তারপরেই সামনে এসেছে, নামে-বেনামে শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের শান্তিনিকেতনে 3টি বাড়ি রয়েছে । 'হাওয়াবদল' করতে মাঝেমধ্যেই সেগুলিতে সময় কাটিয়ে যেতেন শিল্পমন্ত্রীর 'ঘনিষ্ঠ' মোনালিসা (ED eyes proceedings against Monalisa Das) ৷

এসএসসি দুর্নীতি কাণ্ডে ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন রাজ্যের শিল্পমন্ত্রী ৷ ইডি'র জালে অর্পিতা মুখোপাধ্যায়ও । ইডি'র তল্লাশিতে অর্পিতার বাড়ি থেকে মিলেছে নগদ 21 কোটি টাকা, 79 লক্ষ টাকার সোনার গয়না ৷ তারপরেই সামনে এসেছে আরেক চাঞ্চল্যকর তথ্য ৷ পার্থ চট্টোপাধ্যায়ের নামে-বেনামে শান্তিনিকেতনে দু'টি বাড়ি, একটি গেস্ট হাউস রয়েছে । শান্তিনিকেতনের গোয়ালপাড়ায় একটি বাগানবাড়ি, ফুলডাঙ্গায় একটি বাগানবাড়ি ও গেস্ট হাউস রয়েছে । এছাড়াও, শান্তিনিকেতনের বেশ কিছু জায়গায় জমি রয়েছে মন্ত্রীর-আত্মীয়দের নামে ।

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার নজরে আরেক পার্থ 'ঘনিষ্ঠ'

আরও পড়ুন : গ্রেফতার অর্পিতা, দুর্নীতি মামলায় ইডি'র নজরে আরেক পার্থ 'ঘনিষ্ঠ' মোনালিসা

ইডি সূত্রে খবর, ইতিমধ্যেই গোয়েন্দারা জানতে পেরেছেন বীরভূমের শান্তিনিকেতনে কয়েকটি জমি এবং কলকাতা-সহ নিউটাউনের একাধিক জায়গায় বেশ কয়েকটি ফ্ল্যাট রয়েছে মোনালিসা দাসেরও । পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে তল্লাশি অভিযান চালিয়ে বেশ কিছু নথিপত্র উদ্ধার করেছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেট গোয়েন্দারা । সেই সূত্রেই মোনালিসা দাসেরও হদিশ পেয়েছেন তদন্তকারীরা । নিজেদের হেফাজতে নিয়ে পার্থ চট্টোপাধ্যায়ের থেকে মোনালিসার বিষয়ে তথ্য জানতে চান গোয়েন্দারা ৷

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.