বোলপুর, 3 অগস্ট: তিনটি পৃথক মামলার তদন্ত করতে বুধবার সকাল থেকে বীরভূমে তল্লাশি অভিযানে নেমেছে দুই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি ও সিবিআই(ed and cbi raids in birbhum on bagtui massacre ssc and cattle sumggling case)৷ বগটুই কাণ্ডের তদন্তে সিউড়িতে অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ ব্যবসায়ী ও নানুরে তৃণমূল নেতার বাড়িতে হানা ৷ অন্যদিকে, শান্তিনিকেতনে ধৃত পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়ের 'অপা' নামক বাগানবাড়িতে চলছে তল্লাশি অভিযান । বগটুই, গরুপাচার ও এসএসসি দুর্নীতিকাণ্ডে দিনভর তল্লাশি অভিযান চলছে বীরভূমে ।
মঙ্গলবার রাতেই শান্তিনিকেতনে এসে পৌঁছয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই ও ইডির অফিসারেরা । ছিলেন বিশ্বভারতীর রতনকুঠি গেস্ট হাউসে ৷ সেখান থেকে বুধবার সাতসকালে ইডির একটি দল সিউড়ির সুভাষপল্লী এলাকায় তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের বাড়িতে হানা দেয় ৷ জানা গিয়েছে, বগটুই হত্যাকাণ্ডে নিহত ভাদু শেখের কারবারের সঙ্গে যোগসূত্র মিলেছে এই পাথর ব্যবসায়ীর ৷ টুলু মণ্ডল ছাড়াও, সিউড়িতে তার কয়েকজন ঘনিষ্ঠের বাড়িতেও তল্লাশি চালায় ইডির অফিসারেরা ।
আরও পড়ুন : কলকাতার পর এবার শান্তিনিকেতন, পার্থ-অর্পিতার 'অপা'য় হানা ইডির
একইভাবে নানুরের বাসাপাড়ায় বীরভূম জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ আবদুল কেরিম খানের বাড়িতে হানা দেয় সিবিআই । এই নেতাও অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ হিসাবেই পরিচিত ৷ গরু পাচার মামলায় ধৃত অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গল হোসেনকে জেরা করে এই আবদুল কেরিম খানের নাম উঠে এসেছে ৷ তাই তার বাড়িতে সকাল থেকেই চলছে তল্লাশি । পাশাপাশি, এই নেতার ঘনিষ্ঠ মুক্তার শেখ নামে চালের আড়ত ব্যবসায়ীর বাড়িতেও হানা দিয়ে তার মোবাইল ফোনটি বাজেয়াপ্ত করে সিবিআই ৷