ETV Bharat / state

Kaushik Basu Slams Visva Bharati: 'অমর্ত্য সেনকে হেনস্থা ভারতের লজ্জা', বিশ্বভারতীর নিন্দায় সরব অর্থনীতিবিদ কৌশিক বসু - অমর্ত্য সেন

অমর্ত্য সেনকে হেনস্থা করা ভারতের জন্য লজ্জার ৷ বিশ্বভারতীর নিন্দা করে এ কথা বললেন বিশিষ্ট অর্থনীতিবিদ কৌশিক বসু ৷ তিনি একসময়ে ভারতরত্নের ছাত্র ছিলেন ৷

Kaushik Basu  Amartya Sen
অমর্ত্য সেন ও কৌশিক বসু
author img

By

Published : Apr 23, 2023, 3:45 PM IST

বোলপুর, 23 এপ্রিল: নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনকে 'হেনস্থা' করা 'ভারতের গণতন্ত্রের লজ্জা'। টুইট করে ভারতরত্নের পাশে দাঁড়ালেন দেশের প্রাক্তন অর্থনৈতিক উপদেষ্টা তথা বিশ্ব ব্যাঙ্কের প্রাক্তন প্রধান অর্থনীতিবিদ কৌশিক বসু ৷ 'অমর্ত্য সেন বিশ্বের সম্পদ' বলে মত তাঁর ৷ এ দিন বিশ্বভারতী কর্তৃপক্ষের কড়া সমালোচনা করেন এই অর্থনীতিবিদ ।

বারবার নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন জমি দখল করে রেখেছেন বলে বিস্ফোরক অভিযোগ তোলে বিশ্বভারতী কর্তৃপক্ষ । জমি ফেরত চেয়ে তাঁকে চিঠিও দেওয়া হয় । পরবর্তীতে অমর্ত্য সেনকে উচ্ছেদের হুঁশিয়ারি দিয়ে তাঁর শান্তিনিকেতনে 'প্রতীচী' বাড়িতে নোটিশ আটকে দেয় বিশ্বভারতীর সম্পত্তি বিভাগ ৷ এমনকী, বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী একাধিকবার 'ভারতরত্ন' অমর্ত্য সেনকে বিভিন্ন সংবাদমাধ্যমে জমি কব্জাকারী, জমি দখলকারী বলে বেনজির আক্রমণ করেছেন ৷ যা নিয়ে নিন্দার ঝড় উঠেছে সর্বত্র ।

অমর্ত্য সেনের পাশে দাঁড়িয়েছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের পরিবারের অন্যতম সদস্য সুপ্রিয় ঠাকুর থেকে শুরু করে বহু আশ্রমিক, প্রাক্তনী ও পড়ুয়ারা । এমনকী, পাশে দাঁড়িয়েছেন অভিনেতা বিপ্লব চট্টোপাধ্যায়, বাদশা মৈত্র, পরাণ বন্দ্যোপাধ্যায়, সব্যসাচী চক্রবর্তী থেকে শুরু করে শিক্ষাবিদ পবিত্র সরকার, অনিন্দিতা সর্বাধিকারী-সহ 120 জন বিদ্বজ্জন ।

এ বার নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের পাশে দাঁড়ালেন অর্থনীতিবিদ কৌশিক বসু । টুইট করে তিনি লেখেন, "অমর্ত্য সেনকে বিশ্বভারতী কর্তৃপক্ষ যে ভাবে হেনস্থা করার জন্য উচ্ছেদের নোটিশ দিচ্ছে তা ভারতের লজ্জা । তিনি একজন ভারতের নাগরিক ও বিশ্বের আইকন । এতে কোনও সন্দেহ নেই, অমর্ত্য সেনের সমালোচনামূলক দৃষ্টিভঙ্গির জন্য তাঁর বিরুদ্ধে বিশ্বভারতীর এই পদক্ষেপ । ভারতের গণতন্ত্রের নিম্ন দিক চিহ্নিত করে ।"

  • The kind of harassment & eviction notice served on Amartya Sen by Visva Bharati, Santiniketan, is an embarrassment for India. Sen is an Indian citizen & a global icon. Viswa Bharati’s action, provoked no doubt by Sen’s critical views, marks a low for India’s democracy.

    — Kaushik Basu (@kaushikcbasu) April 22, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এমনই বিস্ফোরক টুইট করে বিশ্বভারতী কর্তৃপক্ষের সমালোচনা করলেন ভারতের প্রাক্তন অর্থনৈতিক উপদেষ্টা তথা বিশ্বব্যাঙ্কের প্রাক্তন অর্থনৈতিক উপদেষ্টা কৌশিক বসু । অধ্যপক সেনের ছাত্র ছিলেন তিনি ।

আরও পড়ুন: অমর্ত্য সেনের 'হেনস্থা'য় ক্ষুব্ধ বিশিষ্টরা, খোলা চিঠিতে প্রধানমন্ত্রীর নীরবতা নিয়ে প্রশ্ন

বোলপুর, 23 এপ্রিল: নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনকে 'হেনস্থা' করা 'ভারতের গণতন্ত্রের লজ্জা'। টুইট করে ভারতরত্নের পাশে দাঁড়ালেন দেশের প্রাক্তন অর্থনৈতিক উপদেষ্টা তথা বিশ্ব ব্যাঙ্কের প্রাক্তন প্রধান অর্থনীতিবিদ কৌশিক বসু ৷ 'অমর্ত্য সেন বিশ্বের সম্পদ' বলে মত তাঁর ৷ এ দিন বিশ্বভারতী কর্তৃপক্ষের কড়া সমালোচনা করেন এই অর্থনীতিবিদ ।

বারবার নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন জমি দখল করে রেখেছেন বলে বিস্ফোরক অভিযোগ তোলে বিশ্বভারতী কর্তৃপক্ষ । জমি ফেরত চেয়ে তাঁকে চিঠিও দেওয়া হয় । পরবর্তীতে অমর্ত্য সেনকে উচ্ছেদের হুঁশিয়ারি দিয়ে তাঁর শান্তিনিকেতনে 'প্রতীচী' বাড়িতে নোটিশ আটকে দেয় বিশ্বভারতীর সম্পত্তি বিভাগ ৷ এমনকী, বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী একাধিকবার 'ভারতরত্ন' অমর্ত্য সেনকে বিভিন্ন সংবাদমাধ্যমে জমি কব্জাকারী, জমি দখলকারী বলে বেনজির আক্রমণ করেছেন ৷ যা নিয়ে নিন্দার ঝড় উঠেছে সর্বত্র ।

অমর্ত্য সেনের পাশে দাঁড়িয়েছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের পরিবারের অন্যতম সদস্য সুপ্রিয় ঠাকুর থেকে শুরু করে বহু আশ্রমিক, প্রাক্তনী ও পড়ুয়ারা । এমনকী, পাশে দাঁড়িয়েছেন অভিনেতা বিপ্লব চট্টোপাধ্যায়, বাদশা মৈত্র, পরাণ বন্দ্যোপাধ্যায়, সব্যসাচী চক্রবর্তী থেকে শুরু করে শিক্ষাবিদ পবিত্র সরকার, অনিন্দিতা সর্বাধিকারী-সহ 120 জন বিদ্বজ্জন ।

এ বার নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের পাশে দাঁড়ালেন অর্থনীতিবিদ কৌশিক বসু । টুইট করে তিনি লেখেন, "অমর্ত্য সেনকে বিশ্বভারতী কর্তৃপক্ষ যে ভাবে হেনস্থা করার জন্য উচ্ছেদের নোটিশ দিচ্ছে তা ভারতের লজ্জা । তিনি একজন ভারতের নাগরিক ও বিশ্বের আইকন । এতে কোনও সন্দেহ নেই, অমর্ত্য সেনের সমালোচনামূলক দৃষ্টিভঙ্গির জন্য তাঁর বিরুদ্ধে বিশ্বভারতীর এই পদক্ষেপ । ভারতের গণতন্ত্রের নিম্ন দিক চিহ্নিত করে ।"

  • The kind of harassment & eviction notice served on Amartya Sen by Visva Bharati, Santiniketan, is an embarrassment for India. Sen is an Indian citizen & a global icon. Viswa Bharati’s action, provoked no doubt by Sen’s critical views, marks a low for India’s democracy.

    — Kaushik Basu (@kaushikcbasu) April 22, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এমনই বিস্ফোরক টুইট করে বিশ্বভারতী কর্তৃপক্ষের সমালোচনা করলেন ভারতের প্রাক্তন অর্থনৈতিক উপদেষ্টা তথা বিশ্বব্যাঙ্কের প্রাক্তন অর্থনৈতিক উপদেষ্টা কৌশিক বসু । অধ্যপক সেনের ছাত্র ছিলেন তিনি ।

আরও পড়ুন: অমর্ত্য সেনের 'হেনস্থা'য় ক্ষুব্ধ বিশিষ্টরা, খোলা চিঠিতে প্রধানমন্ত্রীর নীরবতা নিয়ে প্রশ্ন

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.