ETV Bharat / state

Villagers Agitation: রাস্তা মেরামতির নামে জালিয়াতির অভিযোগ, কাজ বন্ধ করে দিল গ্রামবাসীরা - পথশ্রী প্রকল্প

বীরভূম ক্লাব থেকে কুতুবপুর মোড় পর্যন্ত রাস্তার মেরামতির জন্য টাকা অনুমোদন হয়েছে 'পথশ্রী' প্রকল্পে অধীনে ৷ এই রাস্তার ঢালাইয়ের কাজ করতে এসে বিক্ষোভের মুখে পড়তে হল গ্রামবাসীদের ৷

Etv Bharat
রাস্তা মেরামতির নামে জালিয়াতির অভিযোগ
author img

By

Published : Apr 26, 2023, 10:49 PM IST

কাজ বন্ধ করে দিল গ্রামবাসীরা

রামপুরহাট, 26 এপ্রিল: ঢালাই এর উপর ঢালাই, মেরামতির নামে জালিয়াতির অভিযোগ গ্রামবাসীদের । 'পথশ্রী' প্রকল্পের অধীনে 3 ইঞ্চি ঢালাইয়ের কাজ শুরু করেছিল বীরভূম জেলা পরিষদ । কাজ শুরু হতেই গ্রামবাসীরা বন্ধ করে দিলেন । তাঁদের দাবি , ঢালাই রাস্তার উপর আবার ঢালাই দিলে কয়েকদিনের মধ্যেই তা উঠে যাবে । তাই ঢালাই রাস্তার উপর পিচ দিতে হবে । বুধবার রামপুরহাট 1 নম্বর ব্লকের দখলবাটি পঞ্চায়েতের জয় কৃষ্ণপুর গ্রামের ঘটনা ।

সেই 'পথশ্রী' প্রকল্পের অধীনে রাস্তার কাজ বন্ধ করে দিল গ্রামবাসীরা । গ্রামবাসীদের অভিযোগ সাইন বোর্ডে লেখা আছে পিচ রাস্তা, কিন্তু কাজ চলছে ঢালাইয়ের । তাই ঢালাইয়ের রাস্তা কেন হবে । এরই প্রতিবাদে এদিন রামপুরহাট 1 নম্বর জয়কৃষ্ণপুর গ্রামে বীরভূম ক্লাব হইতে কুতুবপুর মোড় পর্যন্ত রাস্তার কাজ বন্ধ করে দিয়েছে গ্রামবাসীরা । এই রাস্তার দৈর্ঘ প্রায় 2,300 কিমি । মেরামতির খরচ প্রায় 55 লক্ষ 8 হাজার 553 টাকা ।

স্থানীয় বাসিন্দা আঙ্গুরা বিবি বলেন, "গ্রামের এই রাস্তা ঢালাই ছিল । আবার তিন ইঞ্চি ঢালাই দিচ্ছে। আমাদের বোকা বানানো হচ্ছে । আমাদের দাবী ঢালাই ওপর পিচ দিতে হবে ।" বীরভূম জেলা পরিষদে কর্মাদক্ষ পিয়ারুল ইসলাম বলেন, "সাইন বোর্ডে লিখতে ভুল হয়েছে । কাগজ-কলমে ঠিক আছে ।"

আসন্ন পঞ্চায়েত নির্বাচন । তার আগেই রাজ্যের গ্রামীণ রাস্তা নির্মাণ ও সংস্কারের কাজ শুরু হয়েছে । এই কাজ করা হচ্ছে পথশ্রী-রাস্তাশ্রী প্রকল্পের মাধ্যমে । এই প্রকল্পের অধীনে প্রায় 12 হাজার কিলোমিটার রাস্তা মেরামতি ও নির্মাণ করার পরিকল্পনা নেওয়া হয়েছে । খরচ হবে 3 হাজার কোটি টাকা । গত 28 মার্চ এই রাস্তা নির্মাণের কাজের শিলান্যাস করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।

আরও পড়ুন: জাতীয় সড়কে ডাম্পারের সঙ্গে সংঘর্ষ, অগ্নিদগ্ধ হয়ে মৃত ট্রাক চালক

কাজ বন্ধ করে দিল গ্রামবাসীরা

রামপুরহাট, 26 এপ্রিল: ঢালাই এর উপর ঢালাই, মেরামতির নামে জালিয়াতির অভিযোগ গ্রামবাসীদের । 'পথশ্রী' প্রকল্পের অধীনে 3 ইঞ্চি ঢালাইয়ের কাজ শুরু করেছিল বীরভূম জেলা পরিষদ । কাজ শুরু হতেই গ্রামবাসীরা বন্ধ করে দিলেন । তাঁদের দাবি , ঢালাই রাস্তার উপর আবার ঢালাই দিলে কয়েকদিনের মধ্যেই তা উঠে যাবে । তাই ঢালাই রাস্তার উপর পিচ দিতে হবে । বুধবার রামপুরহাট 1 নম্বর ব্লকের দখলবাটি পঞ্চায়েতের জয় কৃষ্ণপুর গ্রামের ঘটনা ।

সেই 'পথশ্রী' প্রকল্পের অধীনে রাস্তার কাজ বন্ধ করে দিল গ্রামবাসীরা । গ্রামবাসীদের অভিযোগ সাইন বোর্ডে লেখা আছে পিচ রাস্তা, কিন্তু কাজ চলছে ঢালাইয়ের । তাই ঢালাইয়ের রাস্তা কেন হবে । এরই প্রতিবাদে এদিন রামপুরহাট 1 নম্বর জয়কৃষ্ণপুর গ্রামে বীরভূম ক্লাব হইতে কুতুবপুর মোড় পর্যন্ত রাস্তার কাজ বন্ধ করে দিয়েছে গ্রামবাসীরা । এই রাস্তার দৈর্ঘ প্রায় 2,300 কিমি । মেরামতির খরচ প্রায় 55 লক্ষ 8 হাজার 553 টাকা ।

স্থানীয় বাসিন্দা আঙ্গুরা বিবি বলেন, "গ্রামের এই রাস্তা ঢালাই ছিল । আবার তিন ইঞ্চি ঢালাই দিচ্ছে। আমাদের বোকা বানানো হচ্ছে । আমাদের দাবী ঢালাই ওপর পিচ দিতে হবে ।" বীরভূম জেলা পরিষদে কর্মাদক্ষ পিয়ারুল ইসলাম বলেন, "সাইন বোর্ডে লিখতে ভুল হয়েছে । কাগজ-কলমে ঠিক আছে ।"

আসন্ন পঞ্চায়েত নির্বাচন । তার আগেই রাজ্যের গ্রামীণ রাস্তা নির্মাণ ও সংস্কারের কাজ শুরু হয়েছে । এই কাজ করা হচ্ছে পথশ্রী-রাস্তাশ্রী প্রকল্পের মাধ্যমে । এই প্রকল্পের অধীনে প্রায় 12 হাজার কিলোমিটার রাস্তা মেরামতি ও নির্মাণ করার পরিকল্পনা নেওয়া হয়েছে । খরচ হবে 3 হাজার কোটি টাকা । গত 28 মার্চ এই রাস্তা নির্মাণের কাজের শিলান্যাস করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।

আরও পড়ুন: জাতীয় সড়কে ডাম্পারের সঙ্গে সংঘর্ষ, অগ্নিদগ্ধ হয়ে মৃত ট্রাক চালক

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.