ETV Bharat / state

Dudh Kumar Mondal: ফেসবুকে বিদ্রোহী দুধকুমার, দলকে বার্তা দিয়ে টুইট অনুপমের

author img

By

Published : Jun 19, 2022, 6:25 PM IST

বীরভূমে প্রকাশ্য়ে বিজেপি-র গোষ্ঠীদ্বন্দ্ব ৷ ফেসবুকে বিদ্রোহ প্রাক্তন জেলা সভাপতি দুধকুমার মণ্ডলের (Dudh Kumar Mondal) ৷ দলকে সতর্ক করলেন অনুপম হাজরা (Anupam Hazra) ৷

Dudh Kumar Mondal facebook post on BJP new committee
Dudh Kumar Mondal: ফেসবুকে বিদ্রোহী দুধকুমার, দলকে বার্তা দিয়ে টুইট অনুপমের

বীরভূম, 19 জুন: বীরভূমে আবারও প্রকাশ্যে বিজেপি-র গোষ্ঠীকোন্দল ৷ এবার কমিটি গঠন নিয়ে সরাসরি দলীয় নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন জেলার প্রাক্তন বিজেপি সভাপতি দুধকুমার মণ্ডল (Dudh Kumar Mondal) ৷ রবিবার ফেসবুকে একটি পোস্ট করেছেন তিনি ৷ আর তা নিয়েই শুরু হয়েছে জলঘোলা ৷

পঞ্চায়েত নির্বাচনের আগেই বাংলায় নতুন করে সংগঠন সাজানোর সিদ্ধান্ত নিয়েছে গেরুয়া শিবির ৷ গোটা রাজ্যেই ব্লক এবং অঞ্চলস্তরে নতুন কমিটি গঠন করা হচ্ছে ৷ বীরভূমও তার ব্যতিক্রম নয় ৷ দুধকুমারের অভিযোগ, তাঁর সঙ্গে আলোচনা না করেই নতুন কমিটি গঠন করা হয়েছে ৷ তারই প্রেক্ষিতে দুধকুমার তাঁর ফেসবুক অ্য়াকাউন্টে লেখেন, "জেলা থেকে ব্লক কমিটি, আমার সাথে আলোচনা না করে কমিটি গঠন করেছে ৷ তাই ভারতীয় জনতা পার্টির সমর্থক এবং কার্যকর্তাগণ আমাকে যাঁরা ভালোবাসেন, তাঁরা চুপচাপ বসে যান ৷" সূত্রের দাবি, নয়া কমিটিতে নিজের পছন্দের লোক না থাকাতেই নাকি নেতৃত্বের উপর চটেছেন দুধকুমার ৷

আরও পড়ুন: Sukanta Majumdar: এত দিনে সৌগত বুঝেছেন এত পাপ করা ঠিক নয় ! কটাক্ষ সুকান্তর

এই ঘটনার পরই দুধকুমারের ফেসবুক পোস্টের 'স্ক্রিনশট'-সহ একটি টুইট করেন বীরভূমেরই আর এক বিজেপি নেতা অনুপম হাজরা (Anupam Hazra) ৷ তিনি লেখেন, "দুধকুমারদার মতো মানুষ সংগঠন থেকে হারিয়ে গেলে তা চিন্তার এবং উদ্বেগের !!! বর্তমানে যাঁরা সংগঠনে আছেন, তাঁদের উচিত দুধকুমার মণ্ডলের মতো পুরনো মানুষ, যাঁরা সাংগঠনিকভাবে বলিষ্ঠ, তাঁদের অভিজ্ঞতা এবং পরামর্শকে যথাযথ সম্মান এবং গুরুত্ব দিয়ে সংগঠনের সামনের সারিতে আনা !!!"

  • দুধ কুমার দা'র মতো মানুষ সংগঠন থেকে হারিয়ে গেলে, তা চিন্তার এবং উদ্বেগের !!! বর্তমানে যারা সংগঠনে আছেন, তাঁদের উচিত দুধ কুমার মন্ডল'এর মতো পুরনো মানুষ যারা সাংগঠনিকভাবে বলিষ্ঠ, তাঁদের অভিজ্ঞতা এবং পরামর্শকে যথাযথ সম্মান এবং গুরুত্ব দিয়ে সংগঠনের সামনের সারিতে আনা !!! pic.twitter.com/vqk4ODSh5g

    — Dr. Anupam Hazra 🇮🇳 (@tweetanupam) June 19, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

প্রশ্ন উঠছে, তাহলে কি সত্যিই দলের অন্দরে বঞ্চিত ও ব্রাত্য বিজেপি-র আদি নেতা-কর্মীরা? বিষয়টি নিয়ে ইতিমধ্য়েই নানা মহলে জল্পনা শুরু হয়েছে ৷ এমনিতেই একুশের বিধানসভা নির্বাচনের পর থেকে রাজ্য বিজেপি-তে ভাঙন ধরেছে ৷ অনেকেই পদ্ম ছেড়ে ঘাসফুল শিবিরে নাম লিখিয়েছেন ৷ পাশাপাশি, যাঁরা প্রথম থেকে বিজেপি করছেন, তাঁদের তুলনায় অন্য দল থেকে বিজেপি-তে যোগ দেওয়া নেতা, কর্মীদের বেশি গুরুত্ব দেওয়ারও অভিযোগ উঠছে ৷ দুধকুমার মণ্ডলের ফেসবুক পোস্ট এবং তারপরই অনুপম হাজরার টুইট সেই বিতর্ককেই আরও উস্কে দিল বলে মনে করছে ওয়াকিবহাল মহল ৷

প্রসঙ্গত, সংগঠক হিসাবে দুধকুমার মণ্ডলের যথেষ্ট সুনাম রয়েছে ৷ তাই তাঁর আহ্বানে যদি সত্য়িই বিজেপি কর্মীদের একাংশ দলের থেকে দূরত্ব তৈরি করেন, তাতে আখেরে সংগঠনেরই ক্ষতি হবে বলে মনে করছে রাজনৈতিক মহল ৷ যদিও বিজেপি-র রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের দাবি, "ভারতীয় জনতা পার্টি এভাবে চলে না ৷" তাঁর সাফ কথা, কারও প্রতি ভালোবাসা থেকে দলীয় কর্মীরা দলের কাজ করা বন্ধ করে দেবেন, বিজেপি-তে এমনটা হয় না ৷ এমনকী, দুধকুমারের বিরুদ্ধে দলের আইন মাফিক পদক্ষেপেরও হুঁশিয়ারি দিয়েছেন সুকান্ত ৷ উল্লেখ্য, এদিনই বীরভূমের নলহাটির বিজেপি নেতা অনিল সিংহকে দলবিরোধী কাজের জন্য বহিষ্কার করা হয়েছে ৷

বীরভূম, 19 জুন: বীরভূমে আবারও প্রকাশ্যে বিজেপি-র গোষ্ঠীকোন্দল ৷ এবার কমিটি গঠন নিয়ে সরাসরি দলীয় নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন জেলার প্রাক্তন বিজেপি সভাপতি দুধকুমার মণ্ডল (Dudh Kumar Mondal) ৷ রবিবার ফেসবুকে একটি পোস্ট করেছেন তিনি ৷ আর তা নিয়েই শুরু হয়েছে জলঘোলা ৷

পঞ্চায়েত নির্বাচনের আগেই বাংলায় নতুন করে সংগঠন সাজানোর সিদ্ধান্ত নিয়েছে গেরুয়া শিবির ৷ গোটা রাজ্যেই ব্লক এবং অঞ্চলস্তরে নতুন কমিটি গঠন করা হচ্ছে ৷ বীরভূমও তার ব্যতিক্রম নয় ৷ দুধকুমারের অভিযোগ, তাঁর সঙ্গে আলোচনা না করেই নতুন কমিটি গঠন করা হয়েছে ৷ তারই প্রেক্ষিতে দুধকুমার তাঁর ফেসবুক অ্য়াকাউন্টে লেখেন, "জেলা থেকে ব্লক কমিটি, আমার সাথে আলোচনা না করে কমিটি গঠন করেছে ৷ তাই ভারতীয় জনতা পার্টির সমর্থক এবং কার্যকর্তাগণ আমাকে যাঁরা ভালোবাসেন, তাঁরা চুপচাপ বসে যান ৷" সূত্রের দাবি, নয়া কমিটিতে নিজের পছন্দের লোক না থাকাতেই নাকি নেতৃত্বের উপর চটেছেন দুধকুমার ৷

আরও পড়ুন: Sukanta Majumdar: এত দিনে সৌগত বুঝেছেন এত পাপ করা ঠিক নয় ! কটাক্ষ সুকান্তর

এই ঘটনার পরই দুধকুমারের ফেসবুক পোস্টের 'স্ক্রিনশট'-সহ একটি টুইট করেন বীরভূমেরই আর এক বিজেপি নেতা অনুপম হাজরা (Anupam Hazra) ৷ তিনি লেখেন, "দুধকুমারদার মতো মানুষ সংগঠন থেকে হারিয়ে গেলে তা চিন্তার এবং উদ্বেগের !!! বর্তমানে যাঁরা সংগঠনে আছেন, তাঁদের উচিত দুধকুমার মণ্ডলের মতো পুরনো মানুষ, যাঁরা সাংগঠনিকভাবে বলিষ্ঠ, তাঁদের অভিজ্ঞতা এবং পরামর্শকে যথাযথ সম্মান এবং গুরুত্ব দিয়ে সংগঠনের সামনের সারিতে আনা !!!"

  • দুধ কুমার দা'র মতো মানুষ সংগঠন থেকে হারিয়ে গেলে, তা চিন্তার এবং উদ্বেগের !!! বর্তমানে যারা সংগঠনে আছেন, তাঁদের উচিত দুধ কুমার মন্ডল'এর মতো পুরনো মানুষ যারা সাংগঠনিকভাবে বলিষ্ঠ, তাঁদের অভিজ্ঞতা এবং পরামর্শকে যথাযথ সম্মান এবং গুরুত্ব দিয়ে সংগঠনের সামনের সারিতে আনা !!! pic.twitter.com/vqk4ODSh5g

    — Dr. Anupam Hazra 🇮🇳 (@tweetanupam) June 19, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

প্রশ্ন উঠছে, তাহলে কি সত্যিই দলের অন্দরে বঞ্চিত ও ব্রাত্য বিজেপি-র আদি নেতা-কর্মীরা? বিষয়টি নিয়ে ইতিমধ্য়েই নানা মহলে জল্পনা শুরু হয়েছে ৷ এমনিতেই একুশের বিধানসভা নির্বাচনের পর থেকে রাজ্য বিজেপি-তে ভাঙন ধরেছে ৷ অনেকেই পদ্ম ছেড়ে ঘাসফুল শিবিরে নাম লিখিয়েছেন ৷ পাশাপাশি, যাঁরা প্রথম থেকে বিজেপি করছেন, তাঁদের তুলনায় অন্য দল থেকে বিজেপি-তে যোগ দেওয়া নেতা, কর্মীদের বেশি গুরুত্ব দেওয়ারও অভিযোগ উঠছে ৷ দুধকুমার মণ্ডলের ফেসবুক পোস্ট এবং তারপরই অনুপম হাজরার টুইট সেই বিতর্ককেই আরও উস্কে দিল বলে মনে করছে ওয়াকিবহাল মহল ৷

প্রসঙ্গত, সংগঠক হিসাবে দুধকুমার মণ্ডলের যথেষ্ট সুনাম রয়েছে ৷ তাই তাঁর আহ্বানে যদি সত্য়িই বিজেপি কর্মীদের একাংশ দলের থেকে দূরত্ব তৈরি করেন, তাতে আখেরে সংগঠনেরই ক্ষতি হবে বলে মনে করছে রাজনৈতিক মহল ৷ যদিও বিজেপি-র রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের দাবি, "ভারতীয় জনতা পার্টি এভাবে চলে না ৷" তাঁর সাফ কথা, কারও প্রতি ভালোবাসা থেকে দলীয় কর্মীরা দলের কাজ করা বন্ধ করে দেবেন, বিজেপি-তে এমনটা হয় না ৷ এমনকী, দুধকুমারের বিরুদ্ধে দলের আইন মাফিক পদক্ষেপেরও হুঁশিয়ারি দিয়েছেন সুকান্ত ৷ উল্লেখ্য, এদিনই বীরভূমের নলহাটির বিজেপি নেতা অনিল সিংহকে দলবিরোধী কাজের জন্য বহিষ্কার করা হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.