ETV Bharat / state

আনা হচ্ছিল ঝাড়খণ্ড থেকে, বাজেয়াপ্ত 1628টি মদের বোতল

author img

By

Published : Apr 17, 2020, 12:45 AM IST

লকডাউনের নিয়ম অনুযায়ী বন্ধ সমস্ত মদের দোকান । এই সময় স্বাভাবিকভাবেই মদের চাহিদা তুঙ্গে । এই চাহিদাকে কাজে লাগিয়ে বীরভূমের বিভিন্ন জায়গায় গোপনে মদ বিক্রি হচ্ছে । দ্বিগুণ দামে মদ বিক্রি হচ্ছে একাধিক জায়গায়, এমন অভিযোগও রয়েছে পুলিশের কাছে ।

Dubrajpur
মদ

দুবরাজপুর , 16 এপ্রিল : লকডাউনের সময় পাচার হওয়া 1 হাজার 628 বোতল মদ বাজেয়াপ্ত করল দুবরাজপুর থানার পুলিশ । জানা গেছে , ঝাড়খণ্ড থেকে আলা হচ্ছিল এই মদের বোতলগুলি । দু'জনকে আটক করেছে পুলিশ । তাদের মধ্যে একজন ঝাড়খণ্ডের বাসিন্দা ।


লকডাউনের নিয়ম অনুযায়ী বন্ধ সমস্ত মদের দোকান । এই সময় স্বাভাবিকভাবেই মদের চাহিদা তুঙ্গে । এই চাহিদাকে কাজে লাগিয়ে বীরভূমের বিভিন্ন জায়গায় গোপনে মদ বিক্রি হচ্ছে । দ্বিগুণ দামে মদ বিক্রি হচ্ছে একাধিক জায়গায়, এমন অভিযোগও রয়েছে পুলিশের কাছে । আজ প্রায় 1 হাজার 628 বোতল মদ বাজেয়াপ্ত করে দুবরাজপুর থানার পুলিশ । জানা গেছে, ঝাড়খণ্ড থেকে বীরভূমে আনা হচ্ছিল মদের বোতলগুলি । পুলিশ দু'জনকে আটক করেছে । একজন এই জেলার বাসিন্দা ও আরেকজন ঝাড়খণ্ডের বাসিন্দা ।

অতিরিক্ত জেলা পুলিশ সুপার শিবপ্রসাদ পাত্র বলেন , "গোপনে মদের বোতলগুলি নিয়ে যাচ্ছিল । খবর পেয়ে পুলিশ সেগুলি আটক করেছে । বেআইনিভাবে মদ বিক্রি রুখতে পুলিশ তল্লাশি চালাচ্ছে ।"

দুবরাজপুর , 16 এপ্রিল : লকডাউনের সময় পাচার হওয়া 1 হাজার 628 বোতল মদ বাজেয়াপ্ত করল দুবরাজপুর থানার পুলিশ । জানা গেছে , ঝাড়খণ্ড থেকে আলা হচ্ছিল এই মদের বোতলগুলি । দু'জনকে আটক করেছে পুলিশ । তাদের মধ্যে একজন ঝাড়খণ্ডের বাসিন্দা ।


লকডাউনের নিয়ম অনুযায়ী বন্ধ সমস্ত মদের দোকান । এই সময় স্বাভাবিকভাবেই মদের চাহিদা তুঙ্গে । এই চাহিদাকে কাজে লাগিয়ে বীরভূমের বিভিন্ন জায়গায় গোপনে মদ বিক্রি হচ্ছে । দ্বিগুণ দামে মদ বিক্রি হচ্ছে একাধিক জায়গায়, এমন অভিযোগও রয়েছে পুলিশের কাছে । আজ প্রায় 1 হাজার 628 বোতল মদ বাজেয়াপ্ত করে দুবরাজপুর থানার পুলিশ । জানা গেছে, ঝাড়খণ্ড থেকে বীরভূমে আনা হচ্ছিল মদের বোতলগুলি । পুলিশ দু'জনকে আটক করেছে । একজন এই জেলার বাসিন্দা ও আরেকজন ঝাড়খণ্ডের বাসিন্দা ।

অতিরিক্ত জেলা পুলিশ সুপার শিবপ্রসাদ পাত্র বলেন , "গোপনে মদের বোতলগুলি নিয়ে যাচ্ছিল । খবর পেয়ে পুলিশ সেগুলি আটক করেছে । বেআইনিভাবে মদ বিক্রি রুখতে পুলিশ তল্লাশি চালাচ্ছে ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.