ETV Bharat / state

Anubrata Mondal: অনুব্রতর মামলায় ইডি-কে সার্টিফায়েড কপি দেওয়ার নির্দেশ দুবরাজপুর আদালতের

তৃণমূলের (Trinamool Congress) এক কর্মীকে খুনের চেষ্টার অভিযোগে বীরভূমের দুবরাজপুর থানা গ্রেফতার করেছে অনুব্রত মণ্ডলকে (Anubrata Mondal) ৷ আপাতত তিনি পুলিশি হেফাজতে রয়েছেন ৷ ওই মামলার সার্টিফায়েড কপি ইডি (ED)-কে নির্দেশ দিল দুবরাজপুর আদালত ৷

Anubrata Mondal
অনুব্রত মণ্ডল
author img

By

Published : Dec 26, 2022, 7:24 PM IST

দুবরাজপুর, 26 ডিসেম্বর: অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) বিরুদ্ধে তৃণমূল (Trinamool Congress) নেতাকে খুনের চেষ্টা মামলায় সোমবার ইডি (ED)-কে সার্টিফায়েড কপি দেওয়ার নির্দেশ দিল বীরভূমের দুবরাজপুর আদালত । সার্টিফায়েড কপি পেতে শুনানিতে দীর্ঘ বাদানুবাদ হয় বলে জানা গিয়েছে ৷ এটা অবাক বিষয় বলে মন্তব্য করেন ইডি-র পক্ষের আইনজীবী । আগামিকাল, মঙ্গলবার ফের বীরভূমে তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে দুবরাজপুর আদালতে তোলা হবে ।

গরুপাচার মামলায় (Cattle Smuggling Case) আর্থিক কেলেঙ্কারির অভিযোগ রয়েছে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে । তাই অনুব্রতকে দিল্লি নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করার জন্য এনফোর্সমেন্ট ডিরেক্টরকে (Enforcement Directorate) ছাড়পত্র দিয়েছে রাউস অ্যাভিনিউ কোর্ট । আসানসোল সংশোধনাগার থেকে অনুব্রতকে দিল্লি নিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল ইডি । কিন্তু, তার আগেই তৃণমূল নেতাকে খুনের চেষ্টার অভিযোগে অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করে রাজ্য পুলিশ ৷ দুবরাজপুর আদালতে তোলা হলে 7 দিন পুলিশি হেফাজতের নির্দেশ দেন বিচারক । ফলে স্বাভাবিক ভাবেই অনুব্রতর দিল্লি যাওয়া থমকে যায় ।

এই ঘটনাকে ষড়যন্ত্র বলে আগেই ব্যাখা করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ৷ পরে ইডি-র তরফে দলীয় নেতাকে খুনের চেষ্টার মামলার সার্টিফায়েড কপি চেয়ে দুবরাজপুর আদালতে আবেদন করা হয় ৷ সার্টিফায়েড কপি না দেওয়ার জন্য এদিন আদালতে জোর সাওয়াল করেন সরকারি আইনজীবী রাজেন্দ্রপ্রসাদ দে । পালটা সওয়াল করেন ইডি-র পক্ষের আইনজীবী তপন সাহানা ৷ দীর্ঘ বাদানুবাদ হয় এই নিয়ে ৷ পরে ইডি-কে সার্টিফায়েড কপি দেওয়ার নির্দেশ দেন বিচারক ।

ইডি-র পক্ষের আইনজীবী তপন সাহানা বলেন, "ইডি সার্টিফায়েড কপি পাওয়ার অধিকারী । তাদের সার্টিফায়েড কপি দেওয়া হোক ৷ এটা বলেছেন বিচারক । তবে সার্টিফায়েড কপি পেতে এত সওয়াল-জবাব হয়, শুনানি হয়, তা দেখে অবাক হচ্ছি ।" মামলার সরকারি আইনজীবী রাজেন্দ্রপ্রসাদ দে বলেন, "আইন মেনে সার্টিফায়েড কপি চেয়েছে কি না, এই নিয়েই আমি প্রশ্ন তুলেছিলাম ৷ আদালত এনফোর্সমেন্ট ডিরেক্টরকে সার্টিফায়েড কপি দেওয়ার নির্দেশ দিয়েছে ।"

এখন দেখার এই সার্টিফায়েড কপি নিয়ে ইডি-র তরফে ঠিক কী পদক্ষেপ করা হয় ! অন্যদিকে এই মামলায় দুবরাজপুর আদালত অনুব্রতকে আবার পুলিশি হেফাজতে পাঠায়, নাকি তাঁর জেল হেফাজত হয়, সেটাও জানা যাবে আগামিকাল ৷

আরও পড়ুন: কেষ্টর রক্ষাকবচ ! 'তৃণমূল' কর্মীকে মারধরে 7 দিনের পুলিশি হেফাজত

দুবরাজপুর, 26 ডিসেম্বর: অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) বিরুদ্ধে তৃণমূল (Trinamool Congress) নেতাকে খুনের চেষ্টা মামলায় সোমবার ইডি (ED)-কে সার্টিফায়েড কপি দেওয়ার নির্দেশ দিল বীরভূমের দুবরাজপুর আদালত । সার্টিফায়েড কপি পেতে শুনানিতে দীর্ঘ বাদানুবাদ হয় বলে জানা গিয়েছে ৷ এটা অবাক বিষয় বলে মন্তব্য করেন ইডি-র পক্ষের আইনজীবী । আগামিকাল, মঙ্গলবার ফের বীরভূমে তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে দুবরাজপুর আদালতে তোলা হবে ।

গরুপাচার মামলায় (Cattle Smuggling Case) আর্থিক কেলেঙ্কারির অভিযোগ রয়েছে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে । তাই অনুব্রতকে দিল্লি নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করার জন্য এনফোর্সমেন্ট ডিরেক্টরকে (Enforcement Directorate) ছাড়পত্র দিয়েছে রাউস অ্যাভিনিউ কোর্ট । আসানসোল সংশোধনাগার থেকে অনুব্রতকে দিল্লি নিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল ইডি । কিন্তু, তার আগেই তৃণমূল নেতাকে খুনের চেষ্টার অভিযোগে অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করে রাজ্য পুলিশ ৷ দুবরাজপুর আদালতে তোলা হলে 7 দিন পুলিশি হেফাজতের নির্দেশ দেন বিচারক । ফলে স্বাভাবিক ভাবেই অনুব্রতর দিল্লি যাওয়া থমকে যায় ।

এই ঘটনাকে ষড়যন্ত্র বলে আগেই ব্যাখা করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ৷ পরে ইডি-র তরফে দলীয় নেতাকে খুনের চেষ্টার মামলার সার্টিফায়েড কপি চেয়ে দুবরাজপুর আদালতে আবেদন করা হয় ৷ সার্টিফায়েড কপি না দেওয়ার জন্য এদিন আদালতে জোর সাওয়াল করেন সরকারি আইনজীবী রাজেন্দ্রপ্রসাদ দে । পালটা সওয়াল করেন ইডি-র পক্ষের আইনজীবী তপন সাহানা ৷ দীর্ঘ বাদানুবাদ হয় এই নিয়ে ৷ পরে ইডি-কে সার্টিফায়েড কপি দেওয়ার নির্দেশ দেন বিচারক ।

ইডি-র পক্ষের আইনজীবী তপন সাহানা বলেন, "ইডি সার্টিফায়েড কপি পাওয়ার অধিকারী । তাদের সার্টিফায়েড কপি দেওয়া হোক ৷ এটা বলেছেন বিচারক । তবে সার্টিফায়েড কপি পেতে এত সওয়াল-জবাব হয়, শুনানি হয়, তা দেখে অবাক হচ্ছি ।" মামলার সরকারি আইনজীবী রাজেন্দ্রপ্রসাদ দে বলেন, "আইন মেনে সার্টিফায়েড কপি চেয়েছে কি না, এই নিয়েই আমি প্রশ্ন তুলেছিলাম ৷ আদালত এনফোর্সমেন্ট ডিরেক্টরকে সার্টিফায়েড কপি দেওয়ার নির্দেশ দিয়েছে ।"

এখন দেখার এই সার্টিফায়েড কপি নিয়ে ইডি-র তরফে ঠিক কী পদক্ষেপ করা হয় ! অন্যদিকে এই মামলায় দুবরাজপুর আদালত অনুব্রতকে আবার পুলিশি হেফাজতে পাঠায়, নাকি তাঁর জেল হেফাজত হয়, সেটাও জানা যাবে আগামিকাল ৷

আরও পড়ুন: কেষ্টর রক্ষাকবচ ! 'তৃণমূল' কর্মীকে মারধরে 7 দিনের পুলিশি হেফাজত

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.