ETV Bharat / state

উলটো জাতীয় পতাকা তুলে অস্বস্তিতে দিলীপ

সাধারণতন্ত্র দিবসের সকালে বিজেপির রামপুরহাটে জাতীয় পতাকা উত্তোলন করেন বিজেপির রাজ্য সভাপতি । পতাকা তোলার পর দেখা যায় উলটো পতাকা উত্তোলন করা হয়েছে ৷

dilip-ghosh-raised-inverted-national-flag-in-rampurhat
dilip-ghosh-raised-inverted-national-flag-in-rampurhat
author img

By

Published : Jan 26, 2021, 1:24 PM IST

রামপুরহাট 26 জানুয়ারি : জাতীয় পতাকা উত্তোলন করতে গিয়ে অস্বস্তিতে পড়লেন দিলীপ ঘোষ ।

মঙ্গলবার সাধারণতন্ত্র দিবসের সকালে বিজেপির রামপুরহাট দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন করেন বিজেপির রাজ্য সভাপতি । পতাকা তোলার পর দেখা যায় উলটো করে পতাকা উত্তলন করা হয়েছে ৷ তড়িঘড়ি সেই পতাকা নামিয়ে ফের পতাকা উত্তোলন করেন দিলীপ ঘোষ ।

আরও পড়ুন: "এবার 200 পার", তারাপীঠে পুজো দিয়ে বললেন দিলীপ

আজ সকালে প্রথমে তারাপীঠে পুজো দেন বিজেপির রাজ্য সভাপতি ৷ এরপরে রামপুরহাটের দলীয় কার্যালয়ে এসে পতাকা উত্তোলন করেন । সেখানেই বিপত্তি হয় ৷ ঘটনায় অস্বস্তিতে পড়েন দিলীপ ঘোষ ৷ পতাকা বিভ্রাটে বিড়ম্বনায় পড়ে রামপুরহাট বিজেপি নেতৃত্বও ৷

রামপুরহাট 26 জানুয়ারি : জাতীয় পতাকা উত্তোলন করতে গিয়ে অস্বস্তিতে পড়লেন দিলীপ ঘোষ ।

মঙ্গলবার সাধারণতন্ত্র দিবসের সকালে বিজেপির রামপুরহাট দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন করেন বিজেপির রাজ্য সভাপতি । পতাকা তোলার পর দেখা যায় উলটো করে পতাকা উত্তলন করা হয়েছে ৷ তড়িঘড়ি সেই পতাকা নামিয়ে ফের পতাকা উত্তোলন করেন দিলীপ ঘোষ ।

আরও পড়ুন: "এবার 200 পার", তারাপীঠে পুজো দিয়ে বললেন দিলীপ

আজ সকালে প্রথমে তারাপীঠে পুজো দেন বিজেপির রাজ্য সভাপতি ৷ এরপরে রামপুরহাটের দলীয় কার্যালয়ে এসে পতাকা উত্তোলন করেন । সেখানেই বিপত্তি হয় ৷ ঘটনায় অস্বস্তিতে পড়েন দিলীপ ঘোষ ৷ পতাকা বিভ্রাটে বিড়ম্বনায় পড়ে রামপুরহাট বিজেপি নেতৃত্বও ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.