ETV Bharat / state

Mid Day Meal: ময়ূরেশ্বরে মিড-ডে মিলের বালতিতে মৃত সাপ, অসুস্থ 20 পড়ুয়া - Mayureswar in Birbhum

চাঞ্চল্যকর ঘটনা বীরভূমের ময়ূরেশ্বরে ৷ মিড-ডে মিলের (Mid Day Meal) খাবারের বালতিতে মিলল মরা সাপ ৷ সেই খাবার খেয়ে অসুস্থ 20 জন পড়ুয়া ৷ ঘটনাকে ঘিরে উত্তেজনা এলাকায় ৷

Mid Day Meal
মিড ডে মিল
author img

By

Published : Jan 9, 2023, 4:09 PM IST

Updated : Jan 9, 2023, 5:30 PM IST

ময়ূরেশ্বরে মিড-ডে মিলের বালতিতে মৃত সাপ

ময়ূরেশ্বর, 9 জানুয়ারি: মিড-ডে মিলের (Mid Day Meal) ডালের বালতিতে পাওয়া গেল মৃত সাপ (Dead snake found in bucket)। সেই খাবার খেয়ে অসুস্থতা বোধ করে প্রায় 20 জন পড়ুয়া । ঘটনাটি ঘটেছে বীরভূমের ময়ূরেশ্বরের (Mayureswar in Birbhum) মণ্ডলপুর প্রাথমিক বিদ্যালয়ে ৷ অসুস্থ পড়ুয়াদের সাঁইথিয়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় । তাদের মধ্যে কয়েকজনকে চিকিৎসার জন্য রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷

মিড-ডে মিলের খাবার খায় রাজ্যে কয়েক লক্ষ পড়ুয়া ৷ কিন্তু নিম্নমানের মিড-ডে মিল খাবার দেওয়া নিয়ে ভুরি ভুরি অভিযোগ ছিল দীর্ঘদিনের ৷ মিড-ডে মিলের মান বাড়াতে হবে ও সপ্তাহে একদিন মাংস দিতে হবে ছাত্রছাত্রীদের ৷ সম্প্রতি এমনই ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তারই মাঝে মিড-ডে মিলের ডালের বালতিতে মিলল মৃত সাপ ।

Dead snake found in bucket
মিড ডে মিলের বালতিতে মিলল মৃত সাপ

নিত্যদিনের মতো এদিন ময়ূরেশ্বর 2 নম্বর ব্লকের মণ্ডলপুর প্রাথমিক বিদ্যালয়ে মিড-ডে মিল রান্না হয় ৷ যথারীতি খাবার পরিবেশনও করা হয় । খাবার পরিবেশন শেষে দেখা যায় ডালের বালতিতে একটি মৃত সাপ ৷ নজরে আসতেই উত্তেজনা ছড়ায় ৷ এই খাবর খেয়ে অসুস্থতা বোধ করে প্রায় 20 জন ছাত্রছাত্রী । তাদের সাঁইথিয়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় । পরে কয়েকজনকে আবার চিকিৎসার জন্য রামপুরহাট মেডিক্যাল কলেজে স্থানাস্তরিত করা হয় ৷

আরও পড়ুন: মাথাপিছু 20 টাকায় মিড-ডে মিলে চিকেন ও ফল দেওয়া সম্ভব ? প্রশ্ন শিক্ষকদের

আর এই ঘটনা প্রকাশ্যে আসতেই ক্ষুব্ধ অভিভাবকেরা স্কুলে এসে শিক্ষক-শিক্ষিকাকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে । ভেঙে দেওয়া হয় এক শিক্ষকের বাইক । খবর পেয়ে ময়ূরেশ্বর থানার পুলিশ আসে স্কুলে ৷ কান্নায় ভেঙে পড়েন কয়েকজন অসুস্থ পড়ুয়ার অভিভাবকেরা ৷ ক্ষুব্ধ অভিভাবকেরা বলেন, "শিক্ষক ও রাঁধুনির গাফিলতিতে এটা হয়েছে ৷ আমাদের ছেলেরা বমি করছে ৷ খুব দুঃশ্চিন্তায় আছি আমরা ৷ এই ঘটনায় অভিযুক্তদের শাস্তি চাই আমরা ।"

আরও পড়ুন: মিড-ডে মিলে পোকা, স্কুল ঘেরাও অভিভাবকদের

উল্লেখ্য, এই ঘটনা নতুন নয় ৷ এর আগে একাধিক জায়গায় নিম্নমানের খাবার থেকে মিড-ডে মিলে পোকা, এমনকী তারও পাওয়া গিয়েছে ৷ দক্ষিণ 24 পরগনার কুলপির রাজরামপুর প্রাথমিক বিদ্যালয়ে মিড-ডে দেওয়া হলে সেখানে পোকা দেখতে পায় পড়ুয়ারা ৷ এরপরেই ক্ষোভে ফেটে পড়ে স্কুলের ছাত্রছাত্রী থেকে এলাকার বাসিন্দারা । স্কুল ঘেরাও করে বিক্ষোভ দেখান তারা।

ময়ূরেশ্বরে মিড-ডে মিলের বালতিতে মৃত সাপ

ময়ূরেশ্বর, 9 জানুয়ারি: মিড-ডে মিলের (Mid Day Meal) ডালের বালতিতে পাওয়া গেল মৃত সাপ (Dead snake found in bucket)। সেই খাবার খেয়ে অসুস্থতা বোধ করে প্রায় 20 জন পড়ুয়া । ঘটনাটি ঘটেছে বীরভূমের ময়ূরেশ্বরের (Mayureswar in Birbhum) মণ্ডলপুর প্রাথমিক বিদ্যালয়ে ৷ অসুস্থ পড়ুয়াদের সাঁইথিয়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় । তাদের মধ্যে কয়েকজনকে চিকিৎসার জন্য রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷

মিড-ডে মিলের খাবার খায় রাজ্যে কয়েক লক্ষ পড়ুয়া ৷ কিন্তু নিম্নমানের মিড-ডে মিল খাবার দেওয়া নিয়ে ভুরি ভুরি অভিযোগ ছিল দীর্ঘদিনের ৷ মিড-ডে মিলের মান বাড়াতে হবে ও সপ্তাহে একদিন মাংস দিতে হবে ছাত্রছাত্রীদের ৷ সম্প্রতি এমনই ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তারই মাঝে মিড-ডে মিলের ডালের বালতিতে মিলল মৃত সাপ ।

Dead snake found in bucket
মিড ডে মিলের বালতিতে মিলল মৃত সাপ

নিত্যদিনের মতো এদিন ময়ূরেশ্বর 2 নম্বর ব্লকের মণ্ডলপুর প্রাথমিক বিদ্যালয়ে মিড-ডে মিল রান্না হয় ৷ যথারীতি খাবার পরিবেশনও করা হয় । খাবার পরিবেশন শেষে দেখা যায় ডালের বালতিতে একটি মৃত সাপ ৷ নজরে আসতেই উত্তেজনা ছড়ায় ৷ এই খাবর খেয়ে অসুস্থতা বোধ করে প্রায় 20 জন ছাত্রছাত্রী । তাদের সাঁইথিয়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় । পরে কয়েকজনকে আবার চিকিৎসার জন্য রামপুরহাট মেডিক্যাল কলেজে স্থানাস্তরিত করা হয় ৷

আরও পড়ুন: মাথাপিছু 20 টাকায় মিড-ডে মিলে চিকেন ও ফল দেওয়া সম্ভব ? প্রশ্ন শিক্ষকদের

আর এই ঘটনা প্রকাশ্যে আসতেই ক্ষুব্ধ অভিভাবকেরা স্কুলে এসে শিক্ষক-শিক্ষিকাকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে । ভেঙে দেওয়া হয় এক শিক্ষকের বাইক । খবর পেয়ে ময়ূরেশ্বর থানার পুলিশ আসে স্কুলে ৷ কান্নায় ভেঙে পড়েন কয়েকজন অসুস্থ পড়ুয়ার অভিভাবকেরা ৷ ক্ষুব্ধ অভিভাবকেরা বলেন, "শিক্ষক ও রাঁধুনির গাফিলতিতে এটা হয়েছে ৷ আমাদের ছেলেরা বমি করছে ৷ খুব দুঃশ্চিন্তায় আছি আমরা ৷ এই ঘটনায় অভিযুক্তদের শাস্তি চাই আমরা ।"

আরও পড়ুন: মিড-ডে মিলে পোকা, স্কুল ঘেরাও অভিভাবকদের

উল্লেখ্য, এই ঘটনা নতুন নয় ৷ এর আগে একাধিক জায়গায় নিম্নমানের খাবার থেকে মিড-ডে মিলে পোকা, এমনকী তারও পাওয়া গিয়েছে ৷ দক্ষিণ 24 পরগনার কুলপির রাজরামপুর প্রাথমিক বিদ্যালয়ে মিড-ডে দেওয়া হলে সেখানে পোকা দেখতে পায় পড়ুয়ারা ৷ এরপরেই ক্ষোভে ফেটে পড়ে স্কুলের ছাত্রছাত্রী থেকে এলাকার বাসিন্দারা । স্কুল ঘেরাও করে বিক্ষোভ দেখান তারা।

Last Updated : Jan 9, 2023, 5:30 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.