মল্লারপুর, 17 মে: তালা বন্ধ বাড়ি থেকে মা ও মেয়ের মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল এলাকায়। মৃতদেহ পচে দুর্গন্ধ ছড়ালে এলাকার মানুষ পুলিশকে খবর দেন। পুলিশ এসে দেহ উদ্ধার করে। ঘটনাটি ঘটেছে বীরভূমের মল্লারপুর এলাকায়। ঘটনার পর থেকে হদিস নেই পরিবারের কর্তার। তদন্তে নেমে পুলিশ তার খোঁজ শুরু করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে মৃতদের নাম ডলি মণ্ডল (45) ও তাঁর মেয়ে রিমা মণ্ডল (17)। পরিবারে তিনজন সদস্য। অন্যজন মৃতার ডলি মণ্ডলের স্বামী মিলন মণ্ডল। মিলন মণ্ডল পেশায় গৃহশিক্ষক। অন্যদিকে ডলি মণ্ডল রামপুরহাট FCI গোডাউনে ক্লার্ক হিসেবে নিযুক্ত ছিলেন। যদিও কোরোনার কারণে লকডাউন শুরু হওয়ার পর থেকে তিনজনই অন্যদের মতোই গৃহবন্দী ছিলেন। কিন্তু, আজ দুপুরে থেকেই স্থানীয়রা মণ্ডল পরিবারের মল্লারপুর হাইস্কুল পাড়ার বাড়ি থেকে দুর্গন্ধ বের হচ্ছে খেয়াল করেন। মাত্রাতিরিক্ত দুর্গন্ধ পেয়ে পুলিশকে খবর দেন প্রতিবেশীরা। এর পর পুলিশ বাড়ির তালা ভেঙে ঘরে ঢুকে দেখে, নীচের তলার মেঝেতে পড়ে আছে মেয়ে রিমা মণ্ডলের দেহ। অন্যদিকে বাড়ির উপর তলার মেঝেতে মা ডলি মণ্ডলের দেহটিকে পড়ে থাকতে দেখা যায়।
এদিকে পরিবারের তৃতীয় সদস্য মিলন মণ্ডলের হদিশ পাওয়া যায়নি বাড়িতে। পুলিশের অনুমান তিনি পলাতক। ওই এলাকায় মা ও মেয়ের দেহ উদ্ধার ঘিরে উত্তেজনা ছড়ানোয় ঘটনাস্থানে আসেন SDPO। মল্লারপুর হাইস্কুল পাড়ার ওই বাড়ি আপাতত সিল করে দেওয়া হয়েছে। মিলন মণ্ডলের খোঁজ শুরু করেছে পুলিশ।
এই প্রসঙ্গে মল্লারপুর থানার পুলিশ জানায়, মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তদন্ত চলছে। পরিবারের তৃতীয় সদস্যের খোঁজ করা হচ্ছে।