নানুর ও পাড়ুই, ৯ অগাস্ট : নানুর ও পাড়ুই থেকে 90টি তাজা বোমা উদ্ধার করল পুলিশ ৷ তল্লাশি চালিয়ে পৃথক দুই গ্রাম থেকে দুই থানার পুলিশ বোমাগুলো উদ্ধার করে ৷ পরে বম্ব স্কোয়াডের অফিসাররা গিয়ে বোমাগুলি নিষ্ক্রিয় করেন ।
নানুর থানার সরডাঙা গ্রাম থেকে দুই ড্রাম ভরতি তাজা বোমা উদ্ধার করে পুলিশ ৷ দুটি ড্রামে 50টি বোমা ছিল । গ্রামের বাঁশঝাড়ে বোমা ভরতি ড্রামগুলো রাখা ছিল ৷ এদিকে পাড়ুই থানার শালন গ্রাম থেকে একটি ড্রাম ও একটি থলি ভরতি তাজা বোমা উদ্ধার করে পুলিশ ৷ ড্রাম ও থলি মিলিয়ে 40টি বোমা উদ্ধার করা হয় । গ্রামের পুকুর পাড়ের ঝোঁপ থেকে উদ্ধার করা হয় বোমাগুলো ।
বোলপুর থেকে CID-র বম্ব স্কোয়াডের অফিসাররা গিয়ে বোমাগুলি নিষ্ক্রিয় করেন । কে বা কারা, কী উদ্দেশ্যে বোমাগুলো মজুত করেছিল তা খতিয়ে দেখছে পুলিশ ৷ দু'টি ঘটনাতেই পুলিশ স্বতঃপ্রণোদিত হয়ে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে । গত কয়েক দিন ধরেই রাজনৈতিক সংঘর্ষ, বোমাবাজিতে উত্তপ্ত পাড়ুই ও নানুর ৷