রামপুরহাট, 23 মার্চ : আনিশ খানের হত্যা ঘটনায় যেভাবে তদন্তে গাফিলতি হয়েছে একইভাবে তদন্ত প্রলম্বিত হবে এক্ষেত্রেও । সোমবার রাতে গণহত্যার পর বুধবার সকালে রামপুরহাটের বগটুই গ্রামে পৌঁছে বললেন সিপিআইএমের নয়া রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম (CPIM state secretary Md Selim reaches at Bogtui village in Rampurhat) ৷
এদিন সকালে বাইকে চড়ে শুনশান বগটুইয়ে ঢোকেন মহম্মদ সেলিম ৷ ছিলেন সিপিআইএমের অন্যান্য নেতারাও ৷ ছিলেন রামচন্দ্র ডোম, কাউন্সিলর সঞ্জীব ৷ নিহত তৃণমূল উপপ্রধান ভাদু শেখের অট্টালিকাসম বাড়ির সামনে দাঁড়িয়ে মহম্মদ সেলিম জানান, গ্রামের মধ্যে এত বড় বাড়ি অথচ পুড়ছে কুঁড়ে ঘর ৷ খড়ের চাল ৷ নিহত বরশাল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ভাদু শেখকে 'গ্যাংস্টার' আখ্যা সিপিআইএমের রাজ্য সম্পাদক প্রশ্ন তোলেন যে, ভাদু শেখের মত একজন গ্যাংস্টার খুন হওয়ার পর পুলিশ কেন ব্যবস্থা গ্রহণ করল না ৷
আরও পড়ুন : রামপুরহাটে যাচ্ছেন 55 বিজেপি বিধায়ক, কিড স্ট্রিট থেকে ছাড়ল দু'টি বাস
সেলিম প্রশ্ন তুলে আরও বলেন, "কেন এখন পর্যন্ত নিহতের পরিবার কিংবা হাসপাতালে ভর্তিদের বয়ান নেওয়া হল না ৷ কেন ফরেন্সিক এসে এখনও নমুনা সংগ্রব করল না ৷ আনিশ খান খুনের পরেও একই ভাবে তদন্তে গাফিলতি করা হয়েছিল ৷ ফের কী কবর খুঁড়তে হবে ৷ সিট আরেকবার কবর খোঁড়ার আগে বাংলার বুকে তৃণমূলের কবর খুঁড়তে হবে।"