ETV Bharat / state

Md Selim in Rampurhat : 'বাংলার বুকে তৃণমূলের কবর খুঁড়তে হবে', বগটুইয়ে পৌঁছে বললেন সেলিম

সোমবার রাতে গণহত্যার পর বুধবার সকালে রামপুরহাটের বগটুই গ্রামে পৌঁছে বললেন সিপিআইএমের নয়া রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম (CPIM state secretary Md Selim reaches at Bogtui village in Rampurhat) ৷ এদিন সকালে বাইকে চড়ে শুনশান বগটুইয়ে ঢোকেন মহম্মদ সেলিম ৷ ছিলেন সিপিআইএমের অন্যান্য নেতারাও ৷

Md Selim in Rampurhat
'বাংলার বুকে তৃণমূলের কবর খুঁড়তে হবে', বকটুইয়ে পৌঁছে বললেন সেলিম
author img

By

Published : Mar 23, 2022, 11:30 AM IST

Updated : Mar 23, 2022, 12:28 PM IST

রামপুরহাট, 23 মার্চ : আনিশ খানের হত্যা ঘটনায় যেভাবে তদন্তে গাফিলতি হয়েছে একইভাবে তদন্ত প্রলম্বিত হবে এক্ষেত্রেও । সোমবার রাতে গণহত্যার পর বুধবার সকালে রামপুরহাটের বগটুই গ্রামে পৌঁছে বললেন সিপিআইএমের নয়া রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম (CPIM state secretary Md Selim reaches at Bogtui village in Rampurhat) ৷

এদিন সকালে বাইকে চড়ে শুনশান বগটুইয়ে ঢোকেন মহম্মদ সেলিম ৷ ছিলেন সিপিআইএমের অন্যান্য নেতারাও ৷ ছিলেন রামচন্দ্র ডোম, কাউন্সিলর সঞ্জীব ৷ নিহত তৃণমূল উপপ্রধান ভাদু শেখের অট্টালিকাসম বাড়ির সামনে দাঁড়িয়ে মহম্মদ সেলিম জানান, গ্রামের মধ্যে এত বড় বাড়ি অথচ পুড়ছে কুঁড়ে ঘর ৷ খড়ের চাল ৷ নিহত বরশাল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ভাদু শেখকে 'গ্যাংস্টার' আখ্যা সিপিআইএমের রাজ্য সম্পাদক প্রশ্ন তোলেন যে, ভাদু শেখের মত একজন গ্যাংস্টার খুন হওয়ার পর পুলিশ কেন ব্যবস্থা গ্রহণ করল না ৷

বগটুইয়ে পৌঁছলেন সেলিম

আরও পড়ুন : রামপুরহাটে যাচ্ছেন 55 বিজেপি বিধায়ক, কিড স্ট্রিট থেকে ছাড়ল দু'টি বাস

সেলিম প্রশ্ন তুলে আরও বলেন, "কেন এখন পর্যন্ত নিহতের পরিবার কিংবা হাসপাতালে ভর্তিদের বয়ান নেওয়া হল না ৷ কেন ফরেন্সিক এসে এখনও নমুনা সংগ্রব করল না ৷ আনিশ খান খুনের পরেও একই ভাবে তদন্তে গাফিলতি করা হয়েছিল ৷ ফের কী কবর খুঁড়তে হবে ৷ সিট আরেকবার কবর খোঁড়ার আগে বাংলার বুকে তৃণমূলের কবর খুঁড়তে হবে।"

রামপুরহাট, 23 মার্চ : আনিশ খানের হত্যা ঘটনায় যেভাবে তদন্তে গাফিলতি হয়েছে একইভাবে তদন্ত প্রলম্বিত হবে এক্ষেত্রেও । সোমবার রাতে গণহত্যার পর বুধবার সকালে রামপুরহাটের বগটুই গ্রামে পৌঁছে বললেন সিপিআইএমের নয়া রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম (CPIM state secretary Md Selim reaches at Bogtui village in Rampurhat) ৷

এদিন সকালে বাইকে চড়ে শুনশান বগটুইয়ে ঢোকেন মহম্মদ সেলিম ৷ ছিলেন সিপিআইএমের অন্যান্য নেতারাও ৷ ছিলেন রামচন্দ্র ডোম, কাউন্সিলর সঞ্জীব ৷ নিহত তৃণমূল উপপ্রধান ভাদু শেখের অট্টালিকাসম বাড়ির সামনে দাঁড়িয়ে মহম্মদ সেলিম জানান, গ্রামের মধ্যে এত বড় বাড়ি অথচ পুড়ছে কুঁড়ে ঘর ৷ খড়ের চাল ৷ নিহত বরশাল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ভাদু শেখকে 'গ্যাংস্টার' আখ্যা সিপিআইএমের রাজ্য সম্পাদক প্রশ্ন তোলেন যে, ভাদু শেখের মত একজন গ্যাংস্টার খুন হওয়ার পর পুলিশ কেন ব্যবস্থা গ্রহণ করল না ৷

বগটুইয়ে পৌঁছলেন সেলিম

আরও পড়ুন : রামপুরহাটে যাচ্ছেন 55 বিজেপি বিধায়ক, কিড স্ট্রিট থেকে ছাড়ল দু'টি বাস

সেলিম প্রশ্ন তুলে আরও বলেন, "কেন এখন পর্যন্ত নিহতের পরিবার কিংবা হাসপাতালে ভর্তিদের বয়ান নেওয়া হল না ৷ কেন ফরেন্সিক এসে এখনও নমুনা সংগ্রব করল না ৷ আনিশ খান খুনের পরেও একই ভাবে তদন্তে গাফিলতি করা হয়েছিল ৷ ফের কী কবর খুঁড়তে হবে ৷ সিট আরেকবার কবর খোঁড়ার আগে বাংলার বুকে তৃণমূলের কবর খুঁড়তে হবে।"

Last Updated : Mar 23, 2022, 12:28 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.