ETV Bharat / state

ভিন রাজ্য থেকে আসা যাত্রীদের শারীরিক পরীক্ষা রামপুরহাট স্টেশনে

রামপুরহাট স্টেশনে অন্য রাজ্য থেকে আগত যাত্রীদের শারীরিক পরীক্ষা করা হল জনতা কারফিউয়ের রাতে ।

corona test in rampurhat station on janata curfew
কোরোনা সতর্কতায় তৎপর মহকুমা শাসক
author img

By

Published : Mar 23, 2020, 11:02 AM IST

রামপুরহাট, 23 মার্চ : মহকুমা শাসকের তৎপরতায় কোরোনা সতর্কতায় খামতি রইল না রামপুরহাট স্টেশানে আগত যাত্রীদের । তাঁদের শারীরিক পরীক্ষার পরই স্টেশন থেকে ছাড়া হচ্ছে । গতরাতে এমনই দৃশ্য দেখা যায় রামপুরহাট স্টেশনে ।

রবিবার রাতে ট্রেনে ভিন রাজ্য থেকে কয়েকজন যাত্রী আসেন রামপুরহাট স্টেশনে । স্টেশনেই তাঁদের শারীরিক পরীক্ষা নিরীক্ষা করার বন্দোবস্ত করেন রামপুরহাট মহকুমা শাসক ।

কোরোনা সতর্কতায় তৎপর রামপুরহাট মহকুমা শাসক

মহকুমা শাসকের এই তৎপরতায় খুশি হয়েছেন সাধারণ মানুষ । তাঁদের কথায়, "এই কোরোনা ভাইরাসের সংক্রমণ রুখতে প্রশাসন যেভাবে আমাদের পাশে দাঁড়িয়েছে তাতে আমরা উপকৃত হয়েছি ।"

রামপুরহাট, 23 মার্চ : মহকুমা শাসকের তৎপরতায় কোরোনা সতর্কতায় খামতি রইল না রামপুরহাট স্টেশানে আগত যাত্রীদের । তাঁদের শারীরিক পরীক্ষার পরই স্টেশন থেকে ছাড়া হচ্ছে । গতরাতে এমনই দৃশ্য দেখা যায় রামপুরহাট স্টেশনে ।

রবিবার রাতে ট্রেনে ভিন রাজ্য থেকে কয়েকজন যাত্রী আসেন রামপুরহাট স্টেশনে । স্টেশনেই তাঁদের শারীরিক পরীক্ষা নিরীক্ষা করার বন্দোবস্ত করেন রামপুরহাট মহকুমা শাসক ।

কোরোনা সতর্কতায় তৎপর রামপুরহাট মহকুমা শাসক

মহকুমা শাসকের এই তৎপরতায় খুশি হয়েছেন সাধারণ মানুষ । তাঁদের কথায়, "এই কোরোনা ভাইরাসের সংক্রমণ রুখতে প্রশাসন যেভাবে আমাদের পাশে দাঁড়িয়েছে তাতে আমরা উপকৃত হয়েছি ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.