রামপুরহাট, 19 মার্চ : কোরনা সংক্রমণ রুখতে রাজ্য সরকারের তরফ থেকে বন্ধ স্কুল, কলেজ, বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে ৷ সেই সময় রামপুরহাট শহরের মাত্র এক কিলোমিটার দূরে 60 নং জাতীয় সড়কের পাশে থাকা গবাদি পশু হাটে দেখা গেল বিশাল জন সমাগম । আর এক্ষেত্রে চোখে পড়ল প্রশাসনের উদাসীনতা ৷ হাট মালিকের দাবি এখনও পর্যন্ত কোনও সতর্কতামূলক নির্দেশ আসেনি সরকারি তরফে ।
রামপুরহাট মেডিকেল কলেজের পাশে থাকা গবাদি পশু হাটে প্রায় 4 হাজার মানুষের ভিড় দেখা গেল । এই হাটে শুধু এই রাজ্য নয়, ঝাড়খণ্ড থেকেও প্রতি বৃহস্পতিবার আসেন ব্যবসায়ীরা । এখানে গরু, মহিষ, ছাগল, মুরগি বেচাকেনা হয় । কোরোনা আতঙ্কের মাঝে এই হাট কী ভাবে চলতে পারে সেই নিয়ে উঠছে প্রশ্ন । কিন্তু, সেই দিকে নজর নেই জেলা প্রশাসনের । বীরভূম জেলা প্রশাসনের নির্দেশে বন্ধ হয়ে গেছে বোলপুরের সোনাঝুড়ি হাট, বন্ধ করে দেওয়া হয়েছে পাথরচাপুরীর মেলা । অথচ রামপুরহাটের গরু হাটে এখনও হাজার হাজার মানুষের জমায়েত ।
বাঁকুড়া থেকে আসা ব্যবসায়ী নূর মহম্মদ মণ্ডল বলেন, " বাঁকুড়ার পাহাড়ি গবাদি পশু হাট বন্ধ করে দিয়েছে । তবে রামপুরহাট চালু আছে । তাই এখানে এসেছি । হাট মালিক আকবর আলম বলেন," আমাদের কাছে কোনও নির্দেশ আসেনি । যদি আসে আমরা অবশ্যই হাট বন্ধ করে দেব । "